Go to full page →

অনন্ত যৌবনের প্রাণশক্তি LDEBeng 204

কবরে প্রবেশ করিবার সময় তাহারা যে দৈহিক উচ্চতা লইয়া গিয়াছিল, সকলে সেইরূপেই বাহির হইয়া আসিল। আদম সেই দলের মধ্যে দাঁড়াইয়া রহিয়াছে, তাহার দীর্ঘ দেহ এবং রাজকীয় আকৃতি, কিন্তু দৈহিক উচ্চতায় ঈশ্বরের পুত্র অপেক্ষা অতিসামান্য খর্ব। সে পরবর্তী প্রজন্মের সহিত একটি উল্লেখ যোগ্য বৈসাদৃশ্য উপস্থাপনা করে; এই একটি বিষয়ে মানবকুলের মহা অধঃপতন দেখান হইয়াছে। কিন্তু সকলেই অনন্ত যৌবনের প্রাণশক্তির সতেজতা লইয়া উঠিল।...বহুকাল পূর্বে হারানো জীবন বৃক্ষে পূনঃ প্রতিষ্ঠিত হইয়া আদ্যকালিন গৌরবে জনগোষ্ঠির পূর্ণ উচ্চতায় বৃদ্ধি পাইবে (“নাচিবে” মালাখি ৪’২)। — GC 644, 645 (1911). LDEBeng 204.4

সৃষ্টির সময় আদমকে যদি বর্তমান মানবজাতি অপেক্ষা কুড়ি গুণ জীবনীশক্তি দ্বারা পূর্ণ না করা হইত, তাহা হইলে বর্তমানে তাহারা যেরূপে প্রাকৃতিক নিয়ম লংঘন করিতেছে তাহাতে তাহারা নিশ্চিহ্ন হইয়া যাইত। —3T 138 (1872). LDEBeng 204.5

কাহারও বিশ্রামের প্রয়োজন হইবে না বা কেহ তাহা আকাঙ্খা করিবে না। ঈশ্বরের ইচ্ছা পালন বা তাহার নামের প্রশংসা করিতে কোন ক্লান্তি হইবে না। আমরা সর্বদা প্রাতঃকালের সতেজতা অনুভব করিব এবং ইহার সমাপ্তি হইতে বহু দূরে থাকিব ।...জ্ঞানার্জনে মস্তিষ্ক কখনও ক্লান্ত হইবে না বা শক্তি নিঃশেষ হইবে না। — GC 676,m677 (1911). LDEBeng 204.6

স্বৰ্গ সম্পূর্ণ সুস্থতা। —3T 172 (1872). LDEBeng 205.1