Go to full page →

সুখ নিশ্চিত LDEBeng 205

যীশু ভবিষ্য জীবন হইতে অবগুণ্ঠন তুলিয়া নিয়াছেন তিনি বলিয়াছেন, “কেননা পুনরুত্থানে লোকে বিবাহ করে না, এবং বিবাহিতাও হয় না, বরং স্বর্গে ঈশ্বরের দূতগণের ন্যায় থাকে” [মথি ২২:৩০]। —DA 605 (1898). LDEBeng 205.2

বর্তমানে কিছু লোক যাহারা তাহাদের বিশ্বাস ব্যক্ত করে যে নূতন পৃথিবীতে বিবাহ এবং জন্ম হইবে, কিন্তু যাহারা শাস্ত্রকলাপ বিশ্বাস করে তাহারা এইরূপ ধর্মমতবাদ গ্রহণ করিতে পারে না। নুতন পৃথিবীতে সন্তানাদির জন্ম হইবে ইহা দৃঢ়তর ভাববাণীর বাক্যের অংশ হইতে পারে না।”... LDEBeng 205.3

ঈশ্বর তাঁহার বাক্যে যাহা আমাদের নিকট জ্ঞাত করেন নাই, সেই সকল বিষয়ে কল্পনা এবং মতবাদকে প্রশ্রয় দান করাই অর্থাপত্তি। আমাদের ভবিষ্য অবস্থার সম্পর্কে অনুমোদনের সাহায্যে সিদ্ধান্ত প্রাপ্তি।আমাদের কোন দূরকল্পনার মধ্যে প্রবেশ করার প্রয়োজন নাই। — 1SM 172, 173 (1904). LDEBeng 205.4

নূতন পৃথিবীতে কী অবস্থা বিরাজ করিবে ইহা লইয়া ঈশ্বরের নিমিত্ত কার্য্যকারীগণ দূরকল্পনায় সময় ব্যায় করিবে না। প্রভু আমাদের নিকট যাহা প্রকাশ করেন নাই সে সম্পর্কে কল্পনা এবং মতবাদকে প্রশ্রয় দান করাই অর্থাপত্তি। আমাদের ভবিষ্য জীবনের সুখের নিমিত্ত তিনি সর্বপ্রকার ব্যবস্থা করিয়াছেন, এবং আমাদের নিমিত্ত তাঁহার পরিকল্পনার বিষয়ে আমরা দূরকল্পনা করিব না। এই জীবনের অবস্থা দ্বারা আমরা ভবিষ্য জীবন পরিমাণ করিব না। —GW 314 (1904). LDEBeng 205.5