Go to full page →

মুক্তি প্রাপ্তদিগের পরিচিতি সংরক্ষিত LDEBeng 205

যাহারা যীশুতে নিদ্রিত হয় যীশুর পুনরুত্থান তাহাদের শেষ পুনরুত্থানের একটি প্রতীক। তাঁহার চেহারা, তাঁহার আচরণ, তাঁহার বক্তব্য, সকলই তাঁহার শিষ্যগণের অতিপরিচিত। যীশু যেরূপ মৃতগণের মধ্য হইতে উত্থিত হইয়াছেন তদ্রুপ যাহারা তাঁহাতে নিদ্রাগত তাহারা পুনরায় উঠিবে। আমরা আমাদের বন্ধু বান্ধবদিগকে চিনিতে পারিব যেরূপ শিষ্যেরা যীশুকে চিনিতে পারিয়াছিল। এই মরণশীল জীবনে তাহারা হয়তো বিকলাঙ্গ রোগাক্রান্ত বা বিকৃত চেহারা হইতে পারে, তাহারা নিখুঁত স্বাস্থ্য এবং অঙ্গপ্রত্যঙ্গের সামঞ্জস্য লইয়া উঠিবে, তথাপি মহিমান্বিত দেহে তাহাদের পরিচিতি নিখুঁতভাবে সংরক্ষিত হইবে। —DA 804 (1898. LDEBeng 205.6

একই আকৃতি উঠিয়া আসিবে, কিন্তু তাহা রোগ ও সর্বপ্রকার বিকৃতি মুক্ত হইবে । তাহা ব্যক্তিগত সকল বৈশিষ্ট ধারণ করিয়া পুনরায় বাঁচিবে, যেন বন্ধু বান্ধবকে চিনিতে পারে। 6 BC 1093 (1900). LDEBeng 206.1

সেই স্থানে আমরা যেরূপ পরিচিত হইব তদ্রুপ আমরাও চিনিতে পারিব। ঈশ্বর অন্তরে যে প্রেম ও সহানুভূতি রোপণ করিয়াছেন তাহা প্রকৃত এবং মধুর অনুশীলন করিতে পারিবে। — Ed 306 (1903). LDEBeng 206.2