Go to full page →

স্বর্গে আমাদের পরিবারবর্গকে দেখিবার আনন্দ LDEBeng 206

আমরা দেখিলাম ফটকের দুই পার্শ্বে এক এক দল দূত রহিয়াছেন এবং আমরা যাইবার কালে যীশু বলিলেন, “আইস, আমার পিতার আশীর্ব্বাদ-পাত্রেরা, জগতের পত্তনাবধি যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা গিয়াছে, তাহার অধিকারী হও।” এই স্থানে তিনি তোমাকে তাঁহার আনন্দের সহভাগি হইবার আহবান জানাইতেছেন, এবং তাহা কী? জনকেরা ইহা তোমাদের কঠোর পরিশ্রমের। জননীগণ, ইহা তোমাদের প্রচেষ্টা পুরষ্কৃত দেখিবার আনন্দ। এই তোমাদের সন্তানগণ; তাহাদের মস্তকে জীবন মুকুট। —CG 567, 568 (1895). LDEBeng 206.5

খ্রীষ্ট ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ দান, যাঁহার জীবন আমাদের, আমাদের নিমিত্ত দত্ত। তিনি আমাদের নিমিত্ত মরিয়াছেন এবং আমাদের নিমিত্ত উঠিয়াছেন, যেন আমরা স্বর্গীয় দূতগণের মহিমান্বিত সঙ্গী হইতে পারি, যেন আমাদের প্রিয়জনদের মুখমন্ডল চিনিতে পারি, কারণ খ্রীষ্টের ন্যায় হওয়াতে তাহাদের চেহারা ধ্বংস প্রাপ্ত হয় না, কিন্তু তাঁহার মহিমান্বিত প্রতিমূর্তিতে রূপান্তরিত হয়। প্রত্যেক সাধু এইস্থানে পারিবারিক সম্পর্কে জাড়িত পরস্পরকে সেই স্থানে চিনিতে পারিবে। —3 SM 316 (1898). LDEBeng 206.6