Go to full page →

শিশু ও প্রতিবন্ধীগণের (জরবুদ্ধি) পরিত্রাণ LDEBeng 207

শিশুগণ তাহাদের ধূলিশয্যা হইতে অমর হইয়া উঠিয়া তক্ষণা তাহাদের মাতার কোলে উড়িয়া গেল । তাহারা বিচ্ছিন্ন না হইবার নিমিত্ত আবার মিলিত হইল। কিন্তু অনেক শিশুদের মাতা তথায় ছিল না। মাতাগণের অত্যাধিক আনন্দের বিজয় সঙ্গীত শ্রবণ করিতে আমরা বৃথা চেষ্টা করিলাম। দূতগণ মাতৃহীন শিশুগণকে গ্রহণ করিয়া জীবন বৃক্ষের দিকে পরিচালনা করিল। — 2 SM 260 (1858). LDEBeng 207.1

অনেকে প্রশ্ন করিয়াছেন যে, বিশ্বাসী পিতামাতার শিশু সন্তানেরা উদ্ধার পাইবে কিনা, কারণ তাহার চরিত্রের কোন পরীক্ষা নাই, এবং সকলেরই পরীক্ষা হইবে এবং বিচার বিবেচনা দ্বারা তাহাদের চরিত্র নির্দ্ধারণ করা হইবে প্রশ্ন করা হইয়াছে, “শিশু সন্তানগণের কিরূপে পরীক্ষা ও বিচার করা হইবে? আমি উত্তর দিয়াছি যে বিশ্বাসী পিতামাতার বিশ্বাস তাহাদিগকে আচ্ছাদিত করিবে, যেমন ঈশ্বর মিশরীয়দের প্রথম সন্তানের উপর তাঁহার দন্ডাজ্ঞা প্রেরণ করিয়াছিলেন ।... LDEBeng 207.2

সকল বিশ্বাসী পিতামাতার সন্তানেরা উদ্ধার পাইবে কিনা তাহা আমরা বলিতে পারি না, কারণ এই বিষয়ে ঈশ্বরের কী উদ্দেশ্য তাহা তিনি জ্ঞাত করান নাই, এবং ঈশ্বর সেস্থানে ক্ষান্ত হইয়াছেন আমাদের পক্ষে সেইস্থানে ক্ষান্ত হওয়া উত্তম এবং যাহা তাঁহার বাক্যে সহজ করা হইয়াছে তাহাতে নিবিষ্ট থাকিতে হইবে। —3 SM 313 — ( 1885). LDEBeng 207.3

ক-এর ব্যাপারে তোমরা সে যেরূপ রহিয়াছে সেইরূপে দেখ এবং তাহার সরলতার নিমিত্ত খেদ কর । সে পাপজ্ঞান শূন্য। ঈশ্বরের অনুগ্রহ তাহার বংশানুক্রমিক, হস্তান্তরিত প্রতিবন্ধীতা দূর করিবে এবং সে জ্যোতিতে বাসকারী সাধুগণের সহিত একটি উত্তরাধিকার প্রাপ্ত হইবে। তোমাকে প্রভু বিচারবুদ্ধি প্রদান করিয়াছেন। বিচারবুদ্ধির ব্যাপারে ক একজন শিশু, কিন্তু তাহার একটি শিশুর ন্যায় নম্রতা ও বাধ্যতা রহিয়াছে । -8 MR 210 (1893). LDEBeng 207.4