Go to full page →

স্বর্গের শান্তিপূর্ণ এবং প্রীতিপূর্ণ আবহমণ্ডল LDEBeng 208

স্বর্গীয় প্রাঙ্গণের শান্তি ও সমতান কোন নির্দয় ও কর্কশ ব্যক্তির উপস্থিতি দ্বারা ক্ষতিসাধন করিতে দেওয়া হইবে না । -8T 140 (1904). LDEBeng 208.5

স্বর্গের সকল বিষয় অভিজাত এবং উন্নত। সকলে অন্যদের স্বার্থ এবং সুখের অন্বেষণ করিবে। কেহ নিজেদিগকে স্বার্থচেষ্টায় নিয়োজিত করিবেনা। তাহাদের চতুর্দিকস্থ সকলের সুখ ও আনন্দ সন্দর্শন করাই সকল পবিত্রগণের প্রধান সুখ। — 2T 239 (1869). LDEBeng 209.1

আমার মনে হইল আমি এরূপ স্থানে রহিয়াছি যে স্থানে সকলই শান্তি, পৃথিবীর ঝঞ্চাপূর্ণ সংগ্রাম কদাচ সে স্থানে পৌঁছে- স্বর্গ, ধার্মিকতার একটি সাম্রাজ্য, যে স্থানে পবিত্র এবং স এবং আশীর্বাদ প্রাপ্তেরা সমবেত, দশ সহস্রগুণ দশ সহস্র এবং সহস্রগুণ সহস্র, জীবিত রহিয়াছে ও সুখে নিখুঁত সম্পর্কে, ঈশ্বরের ও সিংহাসনে আসীন মেষশাবকের প্রশংসা করিয়া চলাচল করিতেছে। LDEBeng 209.2

তাহাদের স্বর নিখুঁত ঐকতান বিশিষ্ট। তাহারা একে অন্যের প্রতি ভুল করে না । স্বর্গের যুবরাজেরা এবং এই বিশাল রাজ্যের শাসক বর্গ কেবল মঙ্গল এবং একে অন্যের আনন্দ ও সুখ অন্বেষণের প্রতিযোগী। তথায় মহান আত্মতুলনায় ক্ষুদ্র এবং ক্ষুদ্র কৃতজ্ঞতায় এবং প্রেম সম্পদে মহান। তথায় মেধা মেঘাচ্ছন্ন করিবার ন্যায় কোন কৃষ্ণ ভ্রান্তি নাই। সত্য এবং স্বচ্ছ, দৃঢ় এবং নিখুঁত জ্ঞান প্রতিটি সন্দেহকে বিতাড়িত করিয়াছে, সন্দেহের বিষাদ ইহার অধিবাসীগণের উপরে কোন অশুভ ছায়া ফেলে না । কোন কলহের শব্দ স্বর্গের মধুর ও সুশান্তি বিঘ্নিত করে না। ইহার নিবাসীগণ কোন শোক, আক্ষেপ ও নেত্র জলের সহিত পরিচিত নহে। সকলই নিখুঁত ঐকতান, নিখুঁত শৃঙ্খলা এবং নিখুঁত স্বর্গসুখ বিশিষ্ট । LDEBeng 209.3

স্বর্গ এরূপ একটি আবাস যেখায় প্রতিটি হৃদয়ে সহানুভূতি জীবন্ত, প্রতিটি দৃষ্টিতে প্রকাশিত। প্রেম সেথায় রাজত্ব করে। তথায় কোন বিরুদ্ধ শক্তি নাই, কোন মতানৈক্য বা কলহ বা শব্দাবলীর দ্বন্দ নাই। — 9 MR104, 105 (1882). LDEBeng 209.4