Go to full page →

প্রলোভন নাই এবং পাপ নাই LDEBeng 209

কোন সদসদ্-জ্ঞান-দায়ক বৃক্ষ প্রতারণার সুযোগ সৃষ্টি করিবে না। কোন প্রলোভনকারী নাই, ভ্রান্তির কোন সম্ভাবনা নাই। — Ed 302 (1903). LDEBeng 209.5

আমি দূতগণ এবং মুক্তি প্রাপ্ত সাধুগণের বিজয়োল্লাস শুনিতে পাইলাম যাহা দশ সহস্র সঙ্গীত যন্ত্রের ন্যায় মনে হইতেছিল, কারণ তাহাদিগকে প্রলোভিত করিতে তাহারা আর শয়তান দ্বারা বিরক্ত ও প্রলোভিত হইবে না এবং অন্যান্য পৃথিবীর নিবাসীগণ তাহার সম্মুখ হইতে এবং প্রলোভন হইতে মুক্ত হইয়াছে। — SR 416 (1858). LDEBeng 209.6