Go to full page →

প্রত্যেকটি উত্তম কার্য্যের বহিঃপ্রকাশ LDEBeng 214

যাহারা নিঃস্বার্থ মনে কার্য্য করিয়াছে তাহারা সকলে তাহাদের শ্রমের ফল দেখিতে পাইবে। প্রত্যেকটি সুস্থ নীতি এবং উত্তম কার্য্যের বহিঃপ্রকাশ দেখিতে পাওয়া যাইবে । ইহার কিছু কিছু আমরা এই স্থানে দেখিতে পাই। কিন্তু এই পৃথিবীতে সাধিত সর্বোত্তম কার্য্যের কত ক্ষুদ্র অংশ কার্য্যকারীর এই জীবনে প্রকাশিত হয়। কত জনে অনেকের জন্য নিঃস্বার্থ এবং অক্লান্ত ভাবে পরিশ্রম করিয়াছে কিন্তু তাহারা তাহাদের জ্ঞানের এবং নাগালের বাহিরে চলিয়া গিয়াছে । পিতামাতা এবং শিক্ষকগণ তাহাদের জীবনের কাৰ্য্য আপাত দৃষ্টিতে ব্যর্থ জানিয়াই নিদ্রাগত হইয়াছে। তাহারা জানে নাই যে তাহাদের বিশ্বস্ততা উন্মুক্ত আশীর্বাদের ফোয়ারার ন্যায় হইয়াছে, যাহার প্রবাহ কখনও থামিবে না; কেবল বিশ্বাসে তাহারা দেখিয়াছে যে তাহাদের প্রশিক্ষিত সন্তানেরা তাহাদের সহমানবের প্রতি আশীর্বাদ এবং অনুপ্রেরণা হইয়াছে এবং ইহার প্রভাব সহস্র গুণ পূর্নবৃত্তি হইতেছে । LDEBeng 214.1

অনেক কার্য্যকারী পৃথিবীতে বল, আশা এবং সাহসের বার্তা প্রেরণ করিতেছে, প্রত্যেক দেশে অন্তরে আশীর্বাদ বাণী বহণ করিয়া লইয়া যাইতেছে, সে নিভতে অজ্ঞাত ভাবে কার্য্য করিতেছে, ফলাফল কিছুই জানিতেছে না। এই রূপে উপহার প্রদত্ত হইতেছে, বোঝা বহন করা হইতেছে, শ্রম সাধিত হইয়াছে। মনুষ্যেরা বীজ বপন করে, তাহা হইতে তাহাদের কবরের উপর দিয়া অন্যেরা সৌভাগ্য ফসল চয়ন করে। তাহারা বৃক্ষ রোপণ করে যেন অন্যেরা তাহার ফল ভোগ করিতে পারে। তাহারা ইহা জানিয়াই সুখী যে তাহার মঙ্গলের নিমিত্ত মাধ্যমগুলিকে সক্রিয় করিয়াছে। ইহার পরবর্তীতে এই সকলের ক্রিয়া এবং প্রতিক্রিয়া সকল দেখা যাইবে। — Ed305,306 ( 1903). LDEBeng 214.2