Go to full page →

আমাদের আনন্দ বিরামহীন ভাবে বৃদ্ধি পাইবে LDEBeng 214

মুক্তি পরিকল্পনায় বহু রহস্যময় বিষয় রহিয়াছে -ঈশ্বরের পুত্রকে অবমানিত করণ যেন তাহাকে মনুষ্যদের ন্যায় দেখিতে পাওয়া যায়। তাহারা পুত্রকে প্রদান করিতে পিতার আশ্চর্য্য প্রেম ও সদয়তা এই সকল স্বর্গীয় দূতগণের নিকট অবিরাম বিস্ময়ের বিষয়। --আরও এই সকল অনন্ত যুগ যুগান্তর ব্যাপী অধ্যয়নের বিষয় হইবে তাহারা যতই ঈশ্বরের সৃষ্টি এবং পরিত্রাণ কার্য্য ধ্যান করিতে থাকিবে, বিস্মিত এবং উৎফুল্ল মনের নিকট অবিরত নূতন সত্য উম্মোচন হইতে থাকিবে। তাহারা যতই ঈশ্বরের শক্তি প্রেম ও জ্ঞান সম্পর্কে অধিকতর শিক্ষা করিতে থাকিবে, তাহাদের মন ক্রমাগত বিস্তারিত হইবে এবং তাহাদের আনন্দ বিরামহীনভাবে বৃদ্ধি পাইতে থাকিবে। — 5T 702, 703 (1889). LDEBeng 214.3

অনন্ত কালের বৎসর সকল যেমন গত হইতে থাকিবে তাহা ঈশ্বর এবং খ্রীষ্টের সমৃদ্ধ এবং অধিকতর গৌরবময় বিস্ময়কর তথ্যের প্রকাশ ঘটাইতে থাকিবে। জ্ঞান যেরূপ অগ্রগতিশীল, তদ্রুপ প্রেম, শ্রদ্ধা এবং সুখ বৃদ্ধি পাইবে মনুষ্যেরা যত অধিক ঈশ্বর সম্পর্কে শিক্ষা করিবে তাঁহার চরিত্র সম্পর্কে তাহাদের প্রশংসা তত অধিকতর হইবে। যীশু তাহাদের সম্মুখে পরিত্রাণের রত্নরাশি এবং শয়তানের সহিত মহা সংঘর্ষে আশ্চর্য্য কাৰ্য্য সাধন উন্মোচন করিতে থাকিলে মুক্তি প্রাপ্তগণের অন্তর আরও অধিক ঐকান্তিকতাপূর্ণ আরাধনায় উল্লাসিত হয় এবং পরমানন্দে সূর্য্যময় বীণায় হস্তচালনা করে; এবং দশ সহস্র গুন দশ সহস্র এবং সহস্রের সহস্র কন্ঠ একসঙ্গে মিলিত হইয়া এক উত্তাল প্রশংসা গীতিতে পরিণত হয়। —GC 678 (1911). LDEBeng 215.1

সর্বদা তাহা অতিক্রম করিয়া একটি অনন্তকাল সকল শক্তি বৃদ্ধিলাভ করিবে, সকল দক্ষতা উন্নত হইবে । শ্রেষ্ঠতর কর্ম প্রচেষ্টা সাধিত হইবে। সর্বোচ্চ উচ্চাকংখায় পৌঁছিবে, সর্বোচ্চ বাসনা পূর্ণ হইবে। এবং তথাপি সেখানে আরোহনের নিমিত্ত নূতন উচ্চতা থাকিবে; প্রশংসা করিবার নূতন বিস্ময় থাকিবে, বোধের নিমিত্ত নূতন সত্য সমূহ থাকিবে, দেহমন প্রাণের শক্তি প্রয়োগের নূতন বস্তু সকল থাকিবে। —2TEd 307 (1903). LDEBeng 215.2

ঈশ্বরের পরাক্রম এবং তাঁহার জ্ঞান সম্পর্কে যতই জ্ঞানে অগ্রবর্তী হইয়া থাকি, সেখানে সর্বদা তাহা অতিক্রান্ত করিয়া একটি অনন্ত কাল থাকিবে। RH Sept. 14, 1886. LDEBeng 215.3

মনুষ্যদের অন্তরের প্রণালী দিয়া প্রজন্মের পূর্ব প্রজন্ম হইতে যে সকল পিতৃমাতৃ স্নেহ প্রবাহিত হইয়াছে, মনুষ্যদের হৃদয়ে যতসব কোমলতা উৎসারিত হইয়াছে ঈশ্বরের অফুরন্ত, অসীম প্রেমের তুলনায় তাহা সীমাহীন সমুদ্রের নিকট একটি অতিক্ষুদ্র নদী সদৃস্য। জিহবা তাহা ব্যক্ত করিতে পারে না; লেখনী তাহা বর্ণনা করিতে পারে না; তুমি জীবনের প্রতিদিন তাহা ধ্যান করিতে পার; তুমি একাগ্রভাবে শাস্ত্র অন্বেষণ করিয়া বুঝিতে চেষ্টা করিতে পার; তোমাকে দত্ত ঈশ্বরের সকল শক্তি এবং দক্ষতা প্রয়োগ করিয়া স্বর্গীয় পিতার প্রেম এবং করুণা বুঝিবার চেষ্টা করিতে পার; এবং তথাপি তাহা অতিক্রম করিয়া একটি অনন্ত কাল থাকিবে। যুগযুগ ব্যাপী তুমি সেই প্রেম অধ্যয়ন করিতে পার, তথাপি তাঁহার পুত্রকে এই পৃথিবীর নিমিত্ত মরিতে দিতে ঈশ্বরের প্রেমের দৈর্ঘ্য-প্রস্থ; উচ্চতা-গভীরতা তুমি কখনই পূর্ণরূপে বুঝিতে পারিবে না। অনন্তকাল স্বয়ং তাহা কখনই সম্পূর্ণভাবে প্রকাশ করিতে পারে না । — 5T740 LDEBeng 215.4