Go to full page →

ঈশ্বরের প্রতিজ্ঞাসমূহ শর্ত পূর্ণ LDEBeng 29

ঈশ্বরের দূতগণ মনুষ্যদের নিকট বার্তায় সময়কে খুবই সংক্ষিপ্ত রূপে প্রকাশ করিয়াছেন।দেখুনঃ রোমীয় ১৩:১১, ১২: ১ কর ৭:১৯; ১ যির ৪: ১৫,১৭; ইব্রীয় ১০:২৫; যাকোব ৫:৮, ৯; ১ পিতর ৪:৭ প্রকাশিত ২১:৬, ৭। এইরূপে আমার নিকটেও সর্বদা উপস্থিত করা হইয়াছে। ইহা সত্য যে এই বার্তার প্রাথমিক যুগে, সময় আশাতীত ভাবে ধীর্ঘায়িত হইয়াছে। আমরা যত শীঘ্র আশা করিয়াছিলাম তত শীঘ্র আমাদের ত্রাণকর্তা আগমন করেন নাই কিন্তু ইহাতে কি প্রভুর বাক্য বিফল হইয়াছে? কখনই নহে । আমাদিগকে মনে রাখিতে হইবে যে ঈশ্বরের প্রতিজ্ঞা সমূহ ও তাঁহার সতর্কবাণী উভয়ই শর্তপূর্ণ। দেখুন: যিরমিয় ১৮:৭-১০; যোনা ৩:৪-১০।... LDEBeng 29.3

ইস্রায়েল সন্তানদের মত আমাদেরও এই পৃথিবীতে, অবাধ্যতার কারণে বহু বসর থাকিতে হইতে পারে, কিন্তু খ্রীষ্টের খাতিরে তাঁহার লোকের তাহাদের ভ্রান্ত ক্রিয়া কলাপের নিমিত্ত যেন ঈশ্বরকে দোষারোপ করিয়া পাপের উপর পাপ যোগ না করে । -EV 695, 696 (1901). LDEBeng 29.4