Go to full page →

খ্রীষ্ট কি জন্য অপেক্ষা করিতেছেন LDEBeng 29

খ্রীষ্ট তাঁহার মন্ডলীতে নিজেকে প্রকাশ করিবার নিমিত্ত অধীর আগ্রহে অপেক্ষা করিতেছেন। যখন তাঁহার লোকদের মধ্যে খ্রীষ্টের চরিত্র সম্পূর্ণরূপে প্রতিফলিত হইবে তখন তিনি তাহাদিগকে নিজের বলিয়া দাবী করিতে আসিবেন। LDEBeng 29.5

কেবল তাঁহার আগমনের নিমিত্ত অপেক্ষা নহে প্রভু যীশু খ্রীষ্টের আগমনকে ত্বরান্বিত করা প্রত্যেক খ্রীষ্টিয়ানের বিশেষাধিকার। যাহারা তাঁহার নাম ধারণ করে তাহারা যদি গৌরবের ফল ধারণ করিত কত শীঘ্রই না সমগ্র পৃথিবীতে সুসমাচারের বীজ বপন করা যাইত। শ্রীঘ্রই শেষ ফসল পাকিত এবং খ্রীষ্ট আসিয়া মূল্যবান শস্য সংগ্রহ করিতেন। -COL 69 (1900). LDEBeng 30.1

পৃথিবীকে সুসমাচার প্রদান করিয়া প্রভুর আগমণকে ত্বরান্বিত করা আমাদের ক্ষমতার মধ্যে রহিয়াছে। আমরা কেবল অপেক্ষায় থাকিব না আমরা ঈশ্বরের সেই দিনের আগমনকে ত্বরান্বিত করিব (২ পিতর ৩:১২)।-DA 633 (1898). LDEBeng 30.2

এই দুরবস্থার দৃশ্য সমাপ্ত করিতে তিনি তাঁহার সহযোগিতায় ইহা আমাদের ক্ষমতার মধ্যে স্থাপন করিয়াছেন ৷ -Ed 264 (1903) LDEBeng 30.3