Go to full page →

ঈশ্বরের ধৈর্য্যশীলতার একটি সীমা LDEBeng 30

একটি অভ্রান্ত শুদ্ধতায় অনন্ত অসীম (ঈশ্বর) জাতিগণের হিসাব সংরক্ষণ করিতেছেন। যখন তাঁহার অনুগ্রহের সহিত অনুতাপের আহ্বান জড়িত রহিয়াছে; এই হিসাব তখনও খোলা রহিয়াছে; কিন্তু যখন এই হিসাব ঈশ্বরের নির্দিষ্ট অংকে পৌঁছিবে তখন তাঁহার ক্রোধের কার্যকাল আরম্ভ হইবে। -5T 308 (1882). LDEBeng 30.4

ঈশ্বর জাতিগণের সহিত একটি লেখ্যপ্রমান (তথ্যবিবরণ) বা দলিল রক্ষা করেন। স্বর্গীয় পুস্তক গুলিতে এই সংখ্যাগুলি তাহাদের বিরুদ্ধে ফাঁপিয়া উঠিতেছে, যখন আইন করিয়া সপ্তাহের প্রথম দিনকে অবমাননা শাস্তি যোগ্য অপরাধ হইবে তখন তাহাদের পাত্র পূর্ণ হইবে। -7BC 910 (1886). LDEBeng 30.5

ঈশ্বর জাতিগণের সহিত একটি হিসাব রক্ষা করেন।....যখন সময় পূর্ণ হইয়া অপরাধ সকল ঈশ্বরের অনুগ্রহের কথিত সীমানা স্পর্শ করিবে, তখন তাঁহার ধৈর্য্যধারণ সমাপ্ত হইবে। স্বর্গীয় তথ্যপুস্তকে সঞ্চিত সংখ্যা যখন অপরাধি মূল্যের সীমা স্পর্শ করিবে তখন তীব্র ক্রোধ আসিয়া পড়িবে। -5T 524 (1889). LDEBeng 30.6

ঈশ্বরের অনুগ্রহ অপরাধীর প্রতি দীর্ঘ সময় ধৈৰ্য্যশীল হইলেও, একটি সীমা রহিয়াছে, পাপ কার্য্য করিয়া মানুষ তাহা ডিঙ্গাইতে পারিবেন না। সেই সীমায় পৌঁছিলে, অনুগ্রহের অনুদান বন্ধ করা হইবে এবং দন্ডাজ্ঞা প্রদান আরম্ভ হইবে। - PP 162, 165 (1890). LDEBeng 30.7

সময় আসিতেছে যখন মানুষ তাহাদের প্রবঞ্চনা এবং দাম্ভিকতার এমন একটি বিন্দুতে পৌঁছিবে যে প্রভু তাহা অতিক্রম করিবার অনুমতি দিবেন না এবং তাহারা শিখিতে পারিবে যে সদাপ্রভুর ধৈর্য্যের সীমা রহিয়াছে। -9T13(1909) LDEBeng 30.8

একটি সীমা রহিয়াছে যাহার পর সদাপ্রভুর দন্ডাজ্ঞা আর বিলম্বিত হইতে পারে না । -PK 417 (C.1914) LDEBeng 31.1