Go to full page →

সেভেন্থ-ডে অ্যাডডেন্টিষ্টগণের স্বতন্ত্র কাৰ্য্য LDEBeng 34

প্রভু আমাদিগকে তাঁহার ব্যবস্থার সংরক্ষণাগার করিয়াছেন; তিনি আমাদের নিকট পবিত্র এবং অনন্ত সত্য অর্পন করিয়াছেন, যাহা অন্যদের বিশ্বস্ত সতর্কবাণীরূপে, অনুযোগরূপে এবং উসাহরূপে দান করিতে হইবে। - 5T 381 ( 1885). LDEBeng 34.3

ঈশ্বর সেভেন্থ-ডে অ্যাডভেন্টিষ্টগণকে, জগ হইতে পৃথক, একটি স্বতন্ত্র লোকবৃন্দরূপে মনোনীত করিয়াছেন। তিনি তাহাদিগকে সত্যের তরবারী দ্বারা পৃথিবীর খনি হইতে আহরণ করিয়া তাঁহার সংযোগে আনিয়াছেন। তিনি তাহাদিগকে তাঁহার প্রতিনিধি করিয়াছেন এবং তাহাদিগকে পরিত্রাণের শেষ কার্য্যের নিমিত্ত রাজদূত রূপে আহ্বান করিয়াছেন । ইতিপূর্বে কোন মর্ত্যের নিকট সত্যের যে মহা সম্পদ গচ্ছিত হয় নাই, যে গুরুত্বপুর্ণ ও ভয়াবহ সতর্কবাণী ইতিপূর্বে ঈশ্বর কোন মানুষের নিকট প্রেরণ করেন নাই, তাহা পৃথিবীকে দিবার নিমিত্ত তিনি তাহাদের নিকট অর্পন করিয়াছেন। -7T 138 (1962). LDEBeng 34.4

একটি বিশেষ অর্থে সেভেন্থ-ডে অ্যাডভেন্টিষ্টগণকে এই পৃথিবীতে প্রহরী এবং আলোকবাহী রূপে স্থাপন করা হইয়াছে। তাহাদের নিকট একটি ধ্বংসোন্মুখ পৃথিবীর নিমিত্ত শেষ সতর্ক বাণী দত্ত হইয়াছে। তাহাদের উপরে ঈশ্বরের বাক্যের চমকার আলোক বিচ্ছুরিত হইতেছে। তাহাদিগকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দূতের বার্তার ন্যায় অতিগুরুত্বপূর্ণ প্রচারের কার্য্য দত্ত হইয়াছে। এই কাৰ্য্য অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ আর কোন কার্য নাই আর অন্য কোন কিছু দ্বারা তাহাদের মনোযোগ আকর্ষণ করিতে দিবে না। -9T 19 (1909). LDEBeng 35.1