Go to full page →

সেভেন্থ-ডে অ্যাডডেন্টিষ্ট মন্ডলী সংগঠিত হইবার কারণ সমূহ LDEBeng 35

সদস্য সংখ্যা বৃদ্ধি পাইবার কারণে ইহা সহজ-বোধ্য হইল যে, কোন সংগঠন ব্যতীত বিশৃংখলতা দেখা দিতে পারে এবং কৃতকার্য্যতার সহিত কার্য্যের অগ্রগতি ব্যাহত হইতে পারে । ধর্মীয় কাৰ্য্য পোষণ, নূতন ক্ষেত্রে কার্য্য প্রসার, অযোগ্য সদস্যগণ হইতে ধর্মীয়কার্য এবং মত্তলীসমূহকে সুরক্ষা, মন্ডলীর সম্পত্তি সংরক্ষণ, ছাপাখানার মাধ্যমে সত্য প্রকাশনা এবং আরও বহুবিধ বিষয়ের নিমিত্ত সংগঠন অপরিহার্য্য হইয়া পড়িয়াছিল।............. LDEBeng 35.2

তাঁহার আত্মার মাধ্যমে এই আলোক প্রদান করা হইল যে, মন্ডলীতে শৃঙ্খলা এবং পুঙ্খনাপুঙ্খ নিয়মানুবর্তিতা থাকিতে হইবে তন্নিমিত্ত সংগঠন প্রয়োজন সমগ্র বিশ্বে ঈশ্বরের সকল কার্য্যে নিয়ম প্রণালী ও শৃঙ্খলা লক্ষিত হয় শৃঙ্খলতা স্বর্গের নিয়ম এই পৃথিবীতে ঈশ্বরের লোকদের নিমিত্তও এই নিয়ম অবশ্য হইবে। -TM 26 (1902). LDEBeng 35.3