Go to full page →

১৯০১ খ্রীষ্টাব্দের জেনারেল কনফারেন্স অধিবেশন সাড়া প্রদান করে LDEBeng 40

কনফারেন্স আরম্ভ হইবার পর হইতে কে আমাদের মধ্যে ছিলেন বলিয়া আপনাদের মনে হয়? এই প্রকার সভায় সে সকল আপত্তিকর বিষয় উত্থাপিত হয় তাহা কে দূরে রাখিয়াছে? এই তাম্বুর চলাচলের পথ দিয়া কে যাতায়াত করিয়াছেন? স্বর্গের ঈশ্বর এবং- তাঁহার দূতগণ । তাঁহারা তোমাদিগকে ছিন্ন বিচ্ছিন্ন করিতে আইসেন নাই, কিন্তু স এবং শান্তিপূর্ণ মনোভাব দান করিতে আসিয়াছেন। তাঁহারা ঈশ্বরের কার্য্য করিতে অন্ধকারের শক্তিকে প্রতিহত করিতে আমাদের মধ্যে আসিয়াছিলেন, যেন যে কার্য্য করিতে হইবে বলিয়া ঈশ্বর পরিকল্পনা করিয়াছেন তাহা বাধাগ্রস্ত না হয়। ঈশ্বরের দূতগণ আমাদের মধ্যে কার্য্য করিতেছেন ।....... LDEBeng 40.5

এই সভায় বিষয়াদি যেরূপ মোড় নিয়াছে তাহাতে আমি এত আশ্চর্য্য হইয়াছি যে জীবনে কখনও এরূপ হই নাই। ইহা আমাদের কার্য্য নহে। ইহা ঈশ্বর আনয়ন করিয়াছে। এই বিষয়টি আমার নিকটে উপস্থিত করা হইয়াছিল। কিন্তু এই সভায় ইহা সমাধান করিবার পূর্বে আমি এই নির্দেশ বুঝিতে পারি নাই। ঈশ্বরের দূতগণ উপস্থিত জনতার মধ্যে দিয়া যাতায়াত করিয়াছেন। আমি প্রত্যেককে ইহা স্মরণ রাখিতে বলি। আমি ইহাও স্মরণ রাখিতে বলি যে, ঈশ্বর বলিয়াছেন তিনি তাঁহার লোকদের ক্ষত সকল আরোগ্য করিবেন। -GCB April 25, 1901, pp. 463, 464. LDEBeng 41.1

জেনারেল কনফারেন্সের সময় প্রভু তাঁহার লোকদের নিমিত্ত মহ কাৰ্য্য সাধন করিয়াছেন । এই সভার কথা মনে হইলে একটি মধুর গাম্ভীর্য্যভাব আমার উপরে আইসে আমার অন্তরে একটি কৃতজ্ঞতার আভা প্রেরণ করে। আমরা আমাদের ত্রাণকর্তা প্রভুর দৃষ্টিনন্দন পদচারণা আবলোকন করিয়াছি। আমরা তাঁহার পবিত্র নামের প্রশংসা করি কারণ তিনি তাঁহার লোকদের নিমিত্ত পরিত্রাণ আনয়ন করিয়াছেন। -RH Nov 26, 1901. LDEBeng 41.2

ইউনিয়ন কনফারেন্স গুলি সংগঠিত করা প্রয়োজন ছিল যেন জেনারেল কনফারেন্স সকল আলাদা কনফারেন্স গুলির উপরে প্রভুত্ব করিতে না পারে। কনফারেন্সের উপরে যে ক্ষমতা ন্যস্ত করা হইয়াছে তাহা এক বা দুই বা ছয় জন ব্যক্তির ভিতরে কেন্দ্রীভূত থাকিবেনা; আলাদা বিভাগের উপরে ব্যক্তিবর্গের একটি কাউন্সিল থাকিবে। ১৯০১ সালের জেনারেল কনফারেন্স অধিবেশনে সাংগঠনিক পরিবর্তন সম্পর্কে অতিরিক্ত তথ্যের নিমিত্ত Seventh-day Adventist Encyclopedia (vol. 10 of the Commentary Reference Series), revised edition, pp. 1050-1053 দেখুন - Ms26, April 3, 1903. LDEBeng 41.3