Go to full page →

এসডিএ সংগঠনের উপর আস্থা পুনর্ব্যক্ত LDEBeng 41

ঈশ্বর যে ভিত্তি স্থাপন করিয়াছেন তাহা হইতে আমরা নামিয়া যাইতে পারি না । আমরা এখন কোন নূতন সংগঠনের মধ্যে প্রবেশ করিতে পারি না, কারণ ইহাতে সত্যভ্রষ্টতা বুঝাইবে । 2SM 390 (1905). LDEBeng 41.4

আমাকে সমগ্র পৃথিবী ব্যাপী সকল সেভেস্থ-ডে অ্যাডভেন্টিষ্টকে ইহা বলিতে নির্দেশ দেওয়া হইয়াছে যে, ঈশ্বর আমাদিগকে একটি লোকদলরূপে নিজের নিকটে একটি স্বতন্ত্র সম্পদ রূপে আহ্বান করিয়াছেন । LDEBeng 41.5

তিনি ইহাই মনোনীত করিয়াছেন যে, পৃথিবীতে তাঁহার মন্ডলী শেষকাল পর্যন্ত আত্মায় বাহিনীগণের সদাপ্রভুর উপদেশ সম্পূর্ণ ঐক্যে দন্ডায়মান হইবে। -2SM 397 (1908). LDEBeng 41.6

অনেক সময়, যখন জেনারেল কনফারেন্সের নামে একটি ক্ষুদ্র দলকে কার্য্যে সাধারণ তত্ত্বাবধানের কার্য্য প্রদান করার হয়, তখন তাহারা জ্ঞানহীন পরিকল্পনা গ্রহণ করিয়া ঈশ্বরের কার্য্য বাধাগ্রস্ত করে। আমি বলিয়াছি যে মুষ্টিমেয় কয়েকজনের প্রতিনিধিত্বে জেনারেল কনফারেন্সের কণ্ঠস্বরকে আমি ঈশ্বরের কন্ঠস্বর বলিয়া আর মানিয়া লইতে পারি না। ইহা দ্বারা আমি একথা বলিতেছি না যে ক্ষেত্রের সকল অংশ হইতে আগত বৈধ নির্বাচিত বা মনোনীত প্রতিনিধিগণের দ্বারা গঠিত জেনারেল কনফারেন্সের সিদ্ধান্ত মানা যাইবে না । LDEBeng 42.1

ঈশ্বর ইহা স্থির করিয়াছেন যে পৃথিবীর বিভিন্ন অংশ হইতে তাঁহার মন্ডলীর প্রতিনিধিগণ যখন একটি জেনারেল কনফারেন্সে সমাগত হয় তখন সেখানে ক্ষমতা থাকে । LDEBeng 42.2

একজনকে অথবা একটি ক্ষুদ্রদলকে চিন্তা ও বিচারের ভার দিয়া অনেকে ভুল করিতে যাইতেছে । ঈশ্বর তাঁহার কার্য্যের অগ্রগতি ও সমৃদ্ধির নির্মিত্ত সম্মিলিত জেনারেল কনফারেন্সের বিচার ও কন্ঠস্বরকে পূর্ণ ক্ষমতা ও প্রভাব প্রদান করিয়া তাঁহার মন্ডলীতে স্থাপন করিয়াছেন। -9T 260, 261 (1909). LDEBeng 42.3

ঈশ্বর তাঁহার মন্ডলীতে বিশেষ ক্ষমতা ও শক্তি স্থাপন করিয়াছেন যাহা কেহ অবমাননা বা তুচ্ছজ্ঞান করিয়া নির্দোষী থাকিবে না, যে তাহা করে সে ঈশ্বরের কন্ঠস্বরকে তুচ্ছজ্ঞান করে। -AA 164(1911). LDEBeng 42.4

ইস্রায়েলের ঈশ্বর তাঁহার লোকদিগকে এখনও পরিচালনা দান করিতেছেন এবং তিনি তাহাদের সহিত থাকিবেন, এমন কি শেষ পর্য্যন্ত থাকিবে, একথা আমি যখন বুঝিতে পারি তখন আমি উসাহিত ও আশীর্ব্বাদ যুক্ত হই। জেনারেল কনফারেন্স অধিবেশনে সেভেন্থ-ডে অ্যাডডেন্টিষ্ট মন্ডলীর নিকট ঈলেন হোয়াইটের শেষ বার্তা হইতে গৃহিত। যে ২৭, ১৯১৩ খ্রীষ্টাব্দে, জেনারেল কনফারেন্সের প্রেসিডেন্ট, এ, জি ভ্যানিয়েলস্ এই আশ্বাসদায়ক বাক্যগুলি, অধিবেশনে পাঠ করেন । - 2SM 406 (1913). LDEBeng 42.5