Go to full page →

ঈশ্বরের বাক্য বিশ্বাস করিবার নিমিত্ত মনকে সুশিক্ষিত করুন LDEBeng 51

যাহারা ঈশ্বরের বক্যের উপর প্রশ্ন করিবার স্বাধীনতা অনুভব করে, কোথাও অবিশ্বাস করিবার সুযোগ পাইলেই সন্দেহ পোষণ করে, বিপদের সময়ে বিশ্বাস আনয়ন করিতে তাহাদের প্রচন্ড যুদ্ধ করিতে হইবে। অবিশ্বাসের ধারায় যে মন শিক্ষিত হইয়াছে সেই প্রভাবের বন্ধন ছিন্ন করা প্রায় অসম্ভব হইয়া পড়িবে, কারণ অন্তরের চতুর্দিকে যে ভয়ঙ্কর জাল ক্রমান্বয়ে বুনা হইয়াছে তাহা ছিন্ন করা, শয়তানের ফাঁদে পতিত অন্তর, শক্তিহীন । । সন্দেহ করিতে গিয়া মানুষ শয়তানের মাধ্যমগুলিকে সাহায্য করিতে ডাকিয়া আনে। যে অবিশ্বাসের ধারায় শিক্ষিত হইয়াছে তাহার একমাত্র আশা, সে অসহায়রূপে খ্রীষ্টের চরণে পড়ুক এবং অন্ধকার হইতে তাঁহার অত্যাশ্চর্য্য আলোকে আসিবার নিমিত্ত শিশুর ন্যায় তাহার সমস্ত ইচ্ছা ও পথ খ্রীষ্টের নিকট সমর্পণ করুক। শয়তানের ফাঁদ হইতে বাঁচিতে মানুষের নিজের কোন শক্তি নাই। যে নিজেকে প্রশ্ন করিতে, সন্দেহ করিতে এবং সমালোচনা করিতে শিক্ষিত করিয়া তুলে সে নিজেকে নাস্তিকতাবাদের পক্ষে শক্তিশালী করিয়া তুলিতেছে। — Ms 3, 1895. LDEBeng 51.1