Go to full page →

ভবিষ্য পরীক্ষা সমূহের নিমিত্ত প্রস্তুতি LDEBeng 51

খ্রীষ্টের দাসগণকে যখন তাহাদের বিশ্বাসের পরীক্ষার নিমিত্ত আনায়ন করা হইবে তখন দিবার নিমিত্ত তাহারা কোন বক্তৃতা প্রস্তুত করিবে না। প্রতিদিন ঈশ্বরের অমূল্য বাক্য অন্তরে সঞ্চয়, খ্রীষ্টের শিক্ষা অধ্যয়ন, প্রার্থনা দ্বারা বিশ্বাস শক্তিশালী করিয়া তাহারা প্রস্তুত হইবে, পরে যখন তাহারা পরীক্ষার সম্মুখীন হইবে তখন পবিত্র আত্মা প্রতিটি সত্য তাহাদের স্মরণে আনিয়া দিবেন এবং তাহা শ্রোতাদের অন্তরে পৌঁছিবে। পরিশ্রম সহকারে শাস্ত্র অন্বেষণ করিয়া তাহারা যে জ্ঞান অর্জন করিয়াছিল ঈশ্বর তাহা যে মুহূর্তে প্রয়োজন ঠিক সেই মুহূর্তে স্মরণে আনিয়া দিবেন। —CSW 40, 41 (1990) LDEBeng 51.2

এমন অনেকে আছেন যাহারা এখন অন্যের নিকট প্রচার করে কিন্তু পরীক্ষার সময় আসিলে যখন তাহাদের বিশ্বাস সম্পর্কে প্রশ্ন করা হইবে তখন তাহারা কোন সন্তোষজনক কারণ দর্শাইতে পারিবে না। LDEBeng 51.3

এইরূপে পরীক্ষিত না হইলে তাহারা তাহাদের মহা অজ্ঞতা বুঝিতে পারিত না। মন্ডলীতে অনেকে আছে যাহারা ধরিয়া লইয়াছে যে তাহারা তাহাদের বিশ্বাস সম্পর্কে সকলই জানে কিন্তু বিবাদ না বাধিলে তাহারা তাহাদের দুর্বলতা সম্পর্কে জানিত না। যখন একই বিশ্বাসে বিশ্বাসীগণ বিচ্ছিন্ন করা হইবে ও তাহাদের বিশ্বাস সম্পর্কে ব্যাখ্যা করিতে একাকী দাঁড়াইতে বাধ্য করিবে এখন তাহারা যাহা সত্য বলিয়া গ্রহণ করিয়াছে সেই মতবাদ সম্পর্কে নিজেদিগকে বিশৃঙ্খলিত দেখিয়া আশ্চর্য্য হইবে। —ST 707 (1889) LDEBeng 51.4