Go to full page →

নৈতিক শক্তিসমূহকে নিয়ন্ত্রণ করুন LDEBeng 52

আমাদের বিশ্বাসের জন্য কারণ দর্শাইতে পারা একটি ভাল দক্ষতা অর্জন, কিন্তু আমাদের বিশ্বাস যদি ইহা অপেক্ষা গভীর না হয়, তাহা হইলে আত্মা উদ্ধার পাইবে না। অন্তর সকল নৈতিক কলুষতা হইতে বিশুদ্ধ হইতে হইবে। — OHC 142 (1893) LDEBeng 52.1

অনেকেই ইহা বুঝিতে পারে না যে তাহাদের চিন্তা ও কল্পনা নিয়ন্ত্রণ করিতে অভ্যাস করা প্রয়োজন। বিশৃঙ্খলিত মনকে কোন লাভজনক বিষয়ের উপর নিবিষ্ট করা দুষ্কর। কিন্তু চিন্তাধারাকে যদি সঠিক প্রয়োগ না করা হয় তাহা হইলে অন্তরে ধৰ্ম্ম বিকশিত হইতে পারে না। মনকে পবিত্র এবং অনন্ত বিষয়াদি দ্বারা আচ্ছন্ন রাখিতে হইবে নচে ইহা নগণ্য ও বাহ্যিক চিন্তা দ্বারা শোভিত হইবে। বুদ্ধি বৃত্তিক ও নৈতিক শক্তিগুলিকে নিয়ন্ত্রণে আনিতে হইবে এবং ইহা অভ্যাসের মাধ্যমে বৃদ্ধি সাধন ও শক্তিশালী করা যায়। —OHC III (1881) LDEBeng 52.2

আমাদিগকে অধিক পরিমাণে স ও বিশুদ্ধ চিন্তা ও নীচ ও ঐন্দ্রিয়িক শক্তিগুলি নহে কিন্তু নৈতিক চরিত্র সমূহকে শক্তিশালী করিতে উসাহিত করিতে হইবে। ঈশ্বর আমাদিগকে আত্ম-প্রশ্রয়ী ক্ষুধা সজাগ করুন। — mm 278 (1896) LDEBeng 52.3