Go to full page →

ঈশ্বরের বিশেষভাবে দানিয়েল এবং প্রকাশিতবাক্য অধ্যয়ন করুন LDEBeng 12

আরও নিবিড়ভাবে ঈশ্বরের বাক্য অধ্যয়নের প্রয়োজন রহিয়াছে; বিশেষভাবে দানিয়েল এবং প্রকাশিত বাক্যের প্রতি এমন মনোযোগ দিতে হইবে যাহা পূর্বে কখনও দেওয়া হয় নাই। বিশেষভাবে এই শেষকালের জন্য দানিয়েল ঈশ্বরের নিকট হইতে আলো প্রাপ্ত হইয়াছিলেন। TM 112, 113 (1896). LDEBeng 12.1

আসুন আমরা দানিয়েল বার অধ্যায় পাঠ ও অধ্যয়ন করি। ইহা একটি সতর্কবাণী যাহা আমাদের প্রত্যেক কে শেষকালের পূর্বে বুঝিতে হইবে। 15 MR228 (1903). শাস্ত্রের নূতন নিয়মের শেষ পুস্তকটি সত্যে পরিপূর্ণ যাহা আমাদিগকে বুঝিতে হইবে । COL133(1900). LDEBeng 12.2

প্রকাশিত বাক্যের অপূর্ণ ভবিষ্যদ্বাণী গুলি শীঘ্রই পূর্ণ হইবে। এই ভবিষ্যদ্বাণী ঈশ্বরের লোকদিগকে একাগ্রতার সহিত অধ্যয়ন এবং পরিস্কার ভাবে বুঝিতে হইবে। ইহা সত্য গোপন করে না; ইহা পূর্ব সতর্কবাণী প্রদান করিয়া ভবিষ্যতে কি হইবে সে সম্পর্কে আমাদিগকে বলে। 1NL96 (1903). LDEBeng 12.3

প্রকাশিত বাক্যে ধারাবাহিক ভাবে প্রদত্ত গাম্ভীৰ্য্য পূর্ণ বার্তাসমূহলোকদের মনের প্রথম স্থান দখল করিয়া থাকা আবশ্যক। 8T302(1904). LDEBeng 12.4