Go to full page →

বিষয়টি লোকদের সম্মুখে রাখিতে হইবে LDEBeng 12

অনেকে এই কাল সংক্রান্ত ভবিষ্যদ্বাণী সমূহ বুঝিতে পারেনা। তাহাদিগকে বুঝাইতে হইবে। প্রহরীগণ এবং সাধারন লোকদের একটি নির্দিষ্ট তুরীধ্বনী প্রদান করা কৰ্ত্তব্য। - EV194,195 (1875). LDEBeng 12.5

প্রহরীগণ এখন তাহাদের স্বর উচ্চ করিয়া এই কালের নিমিত্ত বর্তমান সত্যের বার্তা ঘোষণা করুক। আইসুন আমরা লোকদিগকে দেখাই ভবিষ্যদ্বাণী বর্ণিত ইতিহাসের কোন স্থানে আমরা অবস্থান করিতেছি। 1—57716 (1889). LDEBeng 12.6

এই পৃথিবীর ইতিহাস সমাপ্ত করিতে ঈশ্বর একটি দিন নির্দিষ্ট করিয়াছেন। “আর সর্বজাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে; আর তখন শেষ উপস্থিত হইবে।” ভবিষ্যদ্বাণী দ্রুত পূর্ণ হইতেছে। এই বিস্ময়কর জরুরী বিষয় সমূহ অধিক, আরও অধিক বলিতে হইবে। সেই দিন আগত প্রায় যে দিন লোকদের গন্তব্য চিরকালের জন্য নির্দিষ্ট হইয়া যাইবে । লোকদের সম্মুখে এই বিষয় রাখিতে প্রচুর কষ্টস্বীকার করিতে হইবে প্রভূর দিন হঠাৎ এবং অপ্রত্যাশিত ভাবে আসিয়া পড়িবে, এই গুরুত্ব পূর্ণ তথ্য কেবল জাগতিক লোকদের নিকটেই নহে, কিন্তু আমাদের নিজেদের মন্ডলীর সম্মুখেও রাখিতে হইবে। ভবিষ্যদ্বাণীর ভয়াবহ সতর্কবাণী প্রত্যেক প্রাণকে জড়িত করিয়াছে। কেহ মনে না করুক যে সে আশ্চৰ্য্যান্বিত হওনের বিপদ হইতে নিরাপদ। ভবিষ্যদ্বাণী সম্পর্কে কাহারও ভুল ব্যাখ্যা সমাগত মহা ঘটনা সমূহ বিষয়ক আপনার জ্ঞান সম্পর্কে আপনার দৃঢ় বিশ্বাস হইতে বঞ্চিত না করুক। - FE335, 336(1895). LDEBeng 12.7