Go to full page →

নগর সমহেূ অনেকে আলো ও সত্যের আকাঙ্খায় রহিয়াছে LDEBeng 84

নগর সমহূকে কঠোর হস্তে শাসন করা হইবে, তথাপি ঈশ্বরের রোষের চুড়ান্ত প্রয়োগ করা হইবে না, কারণ কিছুআত্মা এখনও শত্রুর মায়াজাল ছিন্ন LDEBeng 84.6

করিবার অপেক্ষায় রহিয়াছে, তাহারা অনতু প্ত এবং পরিবর্তিত হইবে। -2 SM 141 (1904). LDEBeng 84.7

যে আধ্যাত্মিক অন্ধকার সমগ্র পৃথিবীকে আচ্ছন্ন করিয়া রহিয়াছে তাহা ঘন লোকবসতিপূর্ণ কেন্দ্ৰসমূহে ঘনীভূত হইতেছে। দেশ সমুহের নগরগুলিতে সুসমাচারের কার্য্যকারী সর্বাপেক্ষা অধিক অনুতাপহীনতা এবং অভাব দেখিতে পান। আর এই একই নগর সমূহের আত্মালাভকারীগণ সর্বাধিক সুযোগ খুঁজিয়া পান। অনেকে যাহারা আলো এবং অন্তরের পবিত্রতার আকাঙ্খায় রহিয়াছে তাহারা ঈশ্বর ও স্বর্গ সম্পর্কে চিন্তা করে না। এরূপ লোকদের মধ্যে মিলিয়া রহিয়াছে। এমনকি অসতর্ক ও উদাসিন লোকদের মধ্যেও অনেক লোক রহিয়াছে যাহাদিগের মনোযোগ মনুষ্যদের নিমিত্ত ঈশ্বরের প্রেমের প্রকাশ দ্বারা আকৃষ্ট করা যাইতে পারে । LDEBeng 85.1