Go to full page →

নগরসমূহে একাগ্র (ঐকান্তিক) প্রচেষ্টার প্রয়োজন রহিয়াছে LDEBeng 85

আমাদের প্রভু আগমনের প্রস্তুতির নিমিত্ত আমাদিগকে মহানগর সমূহের প্রচুর কার্য্য করিতে হইবে। এই সকল বিশাল কেন্দ্র সমূহে আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করিতে হইবে । Words of Encouragement to self supporting workers (ph 113) 5 (1909). LDEBeng 85.2

এই সময়ের নিমিত্ত সতর্কবাণী একাগ্রভাবে বৃহৎ বাণিজ্যজগতে প্রদান করা হয় নাই। দিনের পর দিন নর-নারীগণ ব্যবসা ও বানিজ্য কেন্দ্রে ভীড় জমায় যাহাদের এই কালিন সত্য প্রয়োজন কিন্তু তাহারা এই সকল বহুমূল্যবান নীতি সম্পর্কে কোন পরিত্রাণকারী বার্তা আহরণ করিতে পারেনা কারণ একান্ত ও অধ্যবসায় সহকারে এই শ্রেনীর লোকদের তাহাদের অবস্থানে পৌঁছাইবার প্রচেষ্টা করা হয় নাই। -CW 14 (1909) LDEBeng 85.3

কেবল দূরে কোন স্থানসমূহে নহে কিন্তু নিকটে যে স্থানে অসতর্কীকৃত ও পরিত্রাণবিহীন জনতা বাস করে, সেই সকল অবহেলিত অঞ্চলে এখনই তৃতীয় দূতের বার্তা ঘোষণা করিতে হইবে। আমাদের শহরগুলির সর্বস্থান হইতে ঈশ্বরের দাসগণের ঐকান্তিক ও সর্বান্তঃকরণ প্রচেষ্টার আহবান আসিতেছে । RH Nov 17, 1910. LDEBeng 85.4