Go to full page →

সকলে এখনই শহরগুরি পরিত্যাগ করিতে পারে না LDEBeng 85

যখন সম্ভব, সন্তানদের নিমিত্ত গ্রামে গৃহ নির্মাণ করা পিতা মাতার কর্তব্য। -AH 141 (1906) LDEBeng 85.5

সময়ের অগ্রগতিতে, আমাদের লোকদের আরও অনেককে শহর ছাড়িতে হইবে। বহুবৎসর ব্যাপী আমাদিগকে এ নির্দেশ দেওয়া হইয়াছে যে, আমাদের ভ্রাতা ও ভগ্নিগণ, বিশেষভাবে পরিবার ও সন্তানাদি সুযোগ পাইলেই শহর ছাড়িয়া যাইবে । এ সুযোগের নিমিত্ত অনেককে ঐকান্তিক পরিশ্রম করিতে হইবে। কিন্তু যতদিন ছাড়িয়া যাওয়া সম্ভব না হয়, যতদিন তাহারা থাকেন ততদিন তাহাদের প্রভাবের বলয় যত সীমিত হউক না কেন, তাহারা মিশনারী কার্য্যে সক্রিয় থাকিবে। -2 SM 360 (1906). LDEBeng 85.6

আমাদের শহরগুলি মন্দতায় বৃদ্ধি পাইতেছে এবং ক্রমশ ইহাই প্রতীয়মান হইতেছে যে যাহারা তথায় অনর্থক অবস্থান করিতেছে তাহারা তাহাদের আত্মার পরিত্রাণের ঝুঁকি লইয়া করিতেছে । -CL 9 (1907) LDEBeng 86.1

নগর এবং শহরগুলি পাপ এবং নৈতিক দুর্নীতিতে ডুবিয়া রহিয়াছে, তথাপি প্রতিটি সদোমে লোটেরা বাস করিতেছে। -6T 136 (1990). LDEBeng 86.2