Go to full page →

ভাক্ত ভাববাদী LDEBeng 16

যিরূশালেম ধ্বংসের চিহ্ন রূপে যীশু বলিয়াছিলেন,“অনেক ভাক্ত ভাববাদী উঠিয়া অনেককে ভুলাইবে” (মথি ২৪:১১)। ভাক্ত ভাববাদীগণ উঠিয়াছিল, অনেক লোককে ভুলাইয়াছিল এবং অনেককে মরুভূমিতে পরিচালিত করিয়াছিল। জাদুকর ও মায়াবীগণ, আলৌকিক শক্তির অধিকারী দাবী করিয়া অনেক লোককে পার্বত্য নির্জন স্থানে লইয়া গিয়াছে। কিন্তু এই ভবিষ্যদ্বানী শেষকালের নিমিত্তও প্রযোজ্য। এই চিহ্ন দ্বিতীয় আগমনের চিহ্নরূপে দত্ত হইয়াছে। —DA 631 (1898) LDEBeng 16.5

আমরা মিথ্যা দাবীসমূহের সম্মুখীন হইব, ভাক্ত ভাববাদীগণ উঠিবে, মিথ্যা স্বপ্ন ও মিথ্যা দর্শনলাভ থাকিবে, কিন্তু বাক্য প্রচার করিতে থাকুন; তাঁহার বাক্যে ঈশ্বরের স্বর হইতে বিপথে যাইবেন না। - 2 SM 49 (1894) LDEBeng 17.1

আমাকে দেখান হইয়াছে যে, অনেকে নিজেদিগকে ঈশ্বর কর্তৃক বিশেষভাবে প্রশিক্ষিত বলিয়া দাবী করিবে, অন্যদের পরিচালিত করিবার চেষ্টা করিবে, কৰ্ত্তব্য সম্পর্কে ভ্রান্ত ধারণার বশবর্তী হইয়া তাহারা এমন কাৰ্য্য হস্তে লইবে, যে কার্য্য ঈশ্বর কখনও তাহাদের উপর ন্যস্ত করেন নাই। ফলাফল বিশৃঙ্খলতাপূর্ণ হইবে। প্রত্যেকে একাগ্রভাবে নিজের জন্য ঈশ্বরের অন্বেষণ করুক, যেন সে ব্যক্তিগতভাবে ঈশ্বরের ইচ্ছা বুঝিতে পারে। — 25M 72 (1893) LDEBeng 17.2