Go to full page →

একজন ভাক্তভাববাদীর সহিত একটি অভিজ্ঞতা LDEBeng 17

গতরাত্রে, আমাদের অপরিচিত এক যুবক ভিক্টোরিয়া (অস্ট্রেলিয়া) হইতে আসিয়া ভাই পরিচয় দান করিয়া সিষ্টার হোয়াইটের সহিত সাক্ষা করিতে চাহিল। সন্ধ্যা হইয়া গিয়াছে তাই আমি দেখা করিতে অস্বীকৃতি প্রকাশ করিলাম। অবশ্য আমরা তাহাকে আমাদের সহিত রাত্রিযাপন এবং সকালের খাবার গ্রহণ করিতে আমন্ত্রণ জানাইলাম । আমাদের স্বাভাবিক প্রাতঃ উপাসনার পরে, আমরা আপন কার্য্যে গমন করিতে উদ্যত হইলে, এই যুবকটি উঠিয়া আদেশের স্বরে আমাদিগকে বসিতে বলিল। সে জিজ্ঞাসা করিল, “আপনাদের কি কোন গান বই আছে? আমরা একটি গান গাহিব ও পরে আপনাদিগকে দিবার নিমিত্ত আমার একটি বার্তা আছে।” আমি বলিলাম,” যদি তোমার দিবার মত একটি বার্তা থাকে শীঘ্র প্রদান কর; কারণ আমরা খুব ব্যস্ত আছি কারণ আমেরিকার ডাক ধরাইতে হইবে, আমাদের অপেক্ষা করিবার সময় নাই। সে তখন তাহার লিখিত কিছু পাঠ করিতে আরম্ভ করিল, ইহাতে অন্যান্য বিষয়ের মধ্যে একটি বক্তব্য ছিল যে জীবিতদের বিচার আরম্ভ হইয়া গিয়াছে---। LDEBeng 17.3

আমি তাহার কথা শুনিতে থাকিলাম এবং শেষে বলিলাম,” “ভাই, আপনার মাথা ঠিক নাই। পরিষ্কার করিয়া বলুন আপনার বার্তা আমাদের জন্য কি করিবে। এখনই আমাদিগকে জানান। আপনার মন ক্লান্ত, আপনি আপনার কর্ত্তব্য সম্পর্কে ভুল বুঝিয়াছেন। আপনার বক্তব্যের অধিকাংশ বাইবেল ভিত্তিক এবং আমরা ইহার প্রত্যেকটি শব্দ বিশ্বাস করি । কিন্তু আপনি অতিউত্তেজিত। অনুগ্রহ পূর্বক বলুন আমাদের জন্য কি বলিবেন।” LDEBeng 17.4

আচ্ছা, আমাদের এখনই গুছাইয়া ব্যাটল ক্রিকের দিকে রওনা দিতে হইবে। আমি কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, “জীবিতদের বিচার আরম্ভ হইয়াছে, এই বার্তা দিবার জন্য।” আমি তাহাকে বলিলাম, “প্রভু আমাদিগকে যে কাজ করিতে দিয়াছেন তাহা শেষ হয় নাই । আমাদের এখানের কাজ শেষ হইলে আমরা নিশ্চিতভাবে জানি যে প্রভু আমাদিগকে জানাইবেন কখন আমাদের ব্যাটল ক্রিকে যাইতে হইবে, আপনাকে আমাদিগকে শিখাইয়া দিতে হইবে না।”--- আমি ভাই ষ্টারের নিকট তাহাকে আরও আলাপ করিবার জন্য রাখিয়া আমার লেখা আরম্ভ করিলাম I LDEBeng 17.5

সে ভাই ষ্টারের নিকট বলিল যে, ভগ্নি হোয়াইট যখন তাহার সহিত সদয়ভাবে অথচ ক্ষমতার সহিত কথা বলিতেছিলেন, তখন সে বুঝিতে পারিল যে সে ভুল করিয়াছে এবং সে যে অনুপ্রেরণায় এত ভীষণভাবে পরিচালিত হইয়াছে তাহা যুক্তিপূর্ণ এবং সঙ্গতিপূর্ণ নহে। যদিও আমাদের দশজনের একটি বৃহ পরিবার ও তিনজন অতিথী, তবুও আমরা মনে করিলাম যুবকটিকে কিছু সময় আমাদের সহিত থাকিতে দেওয়া প্রয়োজন । সে চলিয়া গিয়া লোকদের নিদয় ব্যবহার লাভ বা তিরষ্কৃত হউক বা তাহার “দর্শন” প্রচার করুক আমরা তাহা চাহি নাই। আমরা তাহাকে কিছুদিন আমাদের সহিত রাখিয়া মেলামেশা করিব এবং সম্ভব হইলে তাহাকে নিরাপদ ও সত্য পথে পরিচালিত করিব। Letter 66, 1894. LDEBeng 18.1