Go to full page →

অতিভোজন এবং অমিতাচার LDEBeng 18

অতিভোজন এবং অমিতাচার আমাদের পৃথিবীর নৈতিক মহা বিকৃতরুচির ভিত্তিমূলে রহিয়াছে । শয়তান এ সম্পর্কে সচেতন এবং নরনারীদিগকে তাহাদের স্বাস্থ্য এবং জীবনের বিনিময়ে ইহার আস্বাদনরত থাকিতে সর্বদা প্রলোভিত করিতেছে। যাতে ভোজন, পান, এবং সাজ পোষাক জীবনের একমাত্র লক্ষ্য হইয়াছে। জলপ্লাবনের পূর্বে এই প্রকার অবস্থাই বিরাজ করিতেছিল। এইরূপ ক্ষতিকর আমোদ-প্রমোদে লিপ্ত অবস্থা এই পৃথিবীর ইতিহাসের আশু সমাপ্তির উল্লেখযোগ্য প্রমাণাদির একটি। — Letter 34, 1875. LDEBeng 18.2

জলপ্লাবণের পূর্বের ঘটনাবলীর যে চিত্র নিশ্বঃসিত বাক্যে পাই, ইহার বাস্তবরূপের দিকে বর্তমান সমাজ দ্রুত নিকটবর্তী হইতেছে। — PP102 (1890) LDEBeng 18.3

আমরা জানি প্রভু খুব শীঘ্র আসিতেছেন। পৃথিবী দ্রুত নোহের কালের ন্যায় হইতেছে। ইহা স্বার্থপরতা চরিতার্থ করিবার দিকে ঝুঁকিয়া পড়িয়াছে। ভোজন ও পান সীমা ছাড়াইয়া যাইতেছে। মানুষ মস্তিষ্ক বিকৃতকারী বিষাক্ত সূরা পান করিতেছে। - Letter 308, 1907. LDEBeng 18.4