আহাবের সামনে দন্ডায়মান হয়ে, এলিয় সমস্ত ইস্রায়েলকে তার সাথে সাক্ষাৎ করতে এবং বালের ভাববাদী এবং আশেরার ভাববাদীদের কর্ম্মিলে উপস্থিত হতে বললেন। “পাঠাইয়া” দেও তিনি আদেশ করলেন, “এবং কম্মিল পর্বতে আমার কাছে একত্র করুন, এবং বালের ভাববাদী সেই চারিশত জনকেও উপস্থিত করুন, যাহারা ঈষেবলের মেজে ভোজন করিয়া থাকে।” PKBeng 118.1
যিনি যিহোবার উদ্দেশ্য সাধনে উদ্যোগী, তিনিই এই আদেশ করলেন; আর আহাব তৎক্ষণাৎ আজ্ঞাবহ হলেন, ভাববাদী যেন সম্রাট, এবং রাজা । রাজ্যের মধ্য দিয়ে ঘোষণা করা হল যেন সকলে এলিয় এবং বাল এবং আশেরার ভাববাদীর সাথে মিলিত হয়। প্রতিটি শহরে এবং গ্রামে ভাববাদী নির্ধারিত সময়ে একত্রিত হবার জন্য প্রস্তুত হলেন। যেমন তারা নির্ধারিত স্থানে যাত্রা করলেন, অনেকের অন্তঃকরণ অদ্ভুত পূর্বাভাসে পরিপূর্ণ হল। অস্বাভাবিক কিছু একটা ঘটতে যাচ্ছে; নতুবা কেন কৰ্ম্মিলে এত লোকের ভিড়। লোকজন এবং দেশের ওপরে কোন্ নূতন ধরণের দুর্ঘটনা ঘটতে যাচ্ছে । PKBeng 118.2
অনাবৃষ্টির পূর্বে কম্মিল ছিল সৌন্দর্যপূর্ণ একটি স্থান, এর জলস্রোত চির প্রবাহিত ঝর্ণাধারা হতে জল পেতো, এবং এর উর্বর ঢালু ভূমি মনোরম পুষ্পরাজি এবং জাঁকালো লতাকুঞ্জ দ্বারা আবৃত ছিল। কিন্তু এখন এর সৌন্দর্য একটি জীবনহীন অভিশাপের নীচে চাপা পড়ে গেল। বাল এবং আশেরার আরাধনার উদ্দেশে স্থাপিত এখন পত্রহীন লতা কুঞ্জ রূপে দন্ডায়মান রইল। সুউচ্চ খাড়া পাহাড়ের শৃঙ্গে একটি ব্যবধান পরিলক্ষিত হল, যিহোবার ভয় বেদী। PKBeng 118.3
সুবিস্তৃত দেশের উপর দিয়ে কম্মিল পর্বত দেখা যেত; এর সুউচ্চ শিখরগুলো ইস্রায়েলের রাজ্যের অনেক স্থান হতে দেখা যেত। পাহাড়ের পাদদেশে অনুকূল অবস্থানসমূহ ছিল, যে স্থানসমূহ হতে ওপরে কি ঘটতো তার অধিকাংশ দেখা যেত। জঙ্গলাকীর্ণ ঢালু স্থানের নীচে পুতুল পূজকদের দ্বারা ঈশ্বর এককভাবে অসমাদৃত হতেন; আর এলিয় অতীব সুদৃশ্যপূর্ণ স্থানটি মনোনীত করলেন ঈশ্বরের শক্তি প্রদর্শন এবং তাঁর নামের সমাদরের সত্যতা প্রমাণ করার জন্য । PKBeng 118.4
নির্ধারিত দিনের অতি ভোরে ভ্রষ্ট ইস্রায়েল বাহিনী, একান্ত প্রত্যাশা সহকারে পাহাড়ের ওপরে একত্রিত হল । ঈষেবলের ভাববাদীরা কুচকাওয়াজের পোশাক সহকারে অগ্রসর হল। রাজকীয় শোভাযাত্রায় রাজা আবির্ভূত হয়ে পুরোহিতদের অগ্রভাগে অবস্থান গ্রহণ করলেন এবং পুতুল পূজকেরা তাকে স্বাগতম জানাল। কিন্তু পুরোহিতদের মনের মধ্যে আশঙ্কা দেখা দিল যখন তাদের মনে পড়ল যে, ভাববাদীর কথায় ইস্রায়েল দেশে সাড়ে তিন বছর শিশির এবং বৃষ্টিপাত না হওয়ায় দেশে দূরাবস্থা বিরাজ করেছিল। আরও কিছু ভীতিপূর্ণ চরম সংকট দেখা দিতে পারে বলে তারা নিশ্চিত । যে সকল দেবতাতে তারা বিশ্বাস করেছিল, তারা এলিয়কে একজন মিথ্যা ভাববাদী বলে প্রমাণ করতে ব্যর্থ হল । প্রচন্ড ক্রন্দন, অশ্রুপাত, নম্রতা তাদের বিরক্তিকর অনুষ্ঠানাদি, তাদের ব্যয়বহুল এবং বিরামহীন বলি উৎসর্গ, তাদের আরাধনার উদ্দেশ্য অদ্ভূতরূপে আকর্ষণ শূণ্য হয়ে পড়ল । PKBeng 119.1
এলিয় রাজা আহাব এবং অলীক ভাববাদীরা এবং চারদিকের ইস্রায়েল বাহিনীর সামনে দন্ডায়মান হলেন, একমাত্র তিনিই যিহোবার সমাদর লাভের যথার্থতা প্রতিপাদন করবার জন্য। গোটা সাম্রাজ্য যাকে ভারি অভিশাপের জন্য দায়ী করেছে, তারা এখন ইস্রায়েলের সম্রাট, বালের ভাববাদীরা, যোদ্ধা, এবং চারদিকের হাজার হাজার লোকদের সামনে প্রতিরোধহীন হীন, অসহায় অবস্থায় দন্ডায়মান। কিন্তু এলিয় একাকী নন । তার ঊর্দ্ধে এবং তার চারপাশে স্বর্গীয় বাহিনী, শক্তিশালী দূতেরা রয়েছেন । PKBeng 119.2
অলজ্জিত, নির্ভিক ভাববাদী, বিশাল জনতার সামনে দন্ডায়মান ঐশ্বরিক নির্দেশ কার্যকরী করার দায়িত্ব সম্পাদনার্থে তিনি সচেতন। এক ভয়াবহ নীরবতাসহ তিনি দীপ্তিময় অবয়বে দন্ডায়মান। জনতা, উদ্বেগ প্রত্যাশা নিয়ে তার কথা শুনার অপেক্ষা করছে। প্রথমতঃ যিহোবার ভগ্নবেদীর প্রতি দৃষ্টিপাত করে পরে জনতাকে লক্ষ্য করে, এলিয় তুরীধ্বনির ন্যায় উচ্চরবে চীৎকার করলেন, “তোমরা কতকাল দুই নৌকায় পা দিয়া থাকিবে, যদি সদাপ্রভু তোমাদের ঈশ্বর হন, তাহার অনুসরণ কর; কিন্তু বাল যদি ঈশ্বর হইয়া থাকে, তবে তাহার সেবা কর । PKBeng 119.3
লোকেরা তাকে উত্তর দিল না। বিশাল জনতার একজনও যিহোবার প্রতি অটল আনুগত্য প্রকাশ করতে সাহস করল না। এক কৃষ্ণ মেঘ, প্রতারণা এবং অন্ধত্ব ইস্রায়েলের উপরে ছায়া করে রইল। কিন্তু ক্রমে মাঝে মাঝে তারা সতর্কবাণী এবং তাদের কাছে প্রেরিত সদাপ্রভুর অনুযোগের প্রতি মনোযোগ প্রদান ব্যর্থ হল। প্রতিটি ন্যায্য আচরণ, প্রতিটি মনপরিবর্তনে অস্বীকৃতি তাদের অপরাধ গভীরে প্রবেশ করেছে, এবং স্বর্গ হতে তাদেরকে দূরে নিয়ে গিয়েছে। আর এখন, এই সংকটের মধ্যে, ঈশ্বরের পক্ষে অটল থাকার অস্বীকারে নাছোরবান্দা হয়েছে। PKBeng 120.1
সদাপ্রভু তাঁর জরুরী কাজের মুহূর্তে উদাসীনতা এবং অবিশ্বস্ততা ঘৃণা করেন। সমগ্র বিশ্ব, উত্তম এবং মন্দের মধ্যে মহা সংগ্রামের শেষ দৃশ্যের প্রতি অব্যক্ত আগ্রহ সহকারে চেয়ে রয়েছে। ঈশ্বরের প্রজারা, চিরস্থায়ী জগতের প্রান্ত সীমানার কাছে বার্তা হচ্ছে, তারা স্বর্গের ঈশ্বরের প্রতি বিশ্বস্ত হবে, এটি অপেক্ষা গুরুত্বপূর্ণ তাদের কাছে আর কি হতে পারে? যুগ যুগ ধরে, ঈশ্বরের নৈতিক যোদ্ধা ছিল, এখনও তারা রয়েছে- যারা যোষেফ এবং এলিয় এবং দানিয়েলের ন্যায়, তাঁর নিজস্ব প্রজা বলে তাদের পরিচয় দান করতে লজ্জিত না। তাঁর বিশেষ আশীর্বাদ কর্মী লোকদের সহবর্তী, যারা কর্তব্যের সরল রেখা হতে এক পা সরে যাবে না, কিন্তু ঈশ্বরের শক্তির সাথে জিজ্ঞেস করবে, “সদাপ্রভুর পক্ষ কে?” (যাত্রা ৩২:২৬), তারা কেবল জিজ্ঞেস করে থেমে থাকবে না, কিন্তু তারা এই দাবী করবে যে, যারা তাদেরকে ঈশ্বরের লোকদের সাথে পরিচয় দান মনোনয়ন করবে তারা নির্ভুলভাবে রাজাদের রাজা এবং প্রভুদের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করবে। এরূপ লোকেরা তাদের ইচ্ছা এবং পরিকল্পনা সমূহ ঈশ্বরের ব্যবস্থার অধীন রাখবে। তার জন্য তাদের প্রেম হেতু তাদের জীবন প্রিয় জ্ঞান করবেন না। তাদের কার্য হবে আলো লুফে পরিষ্কার এবং অবিচলিতভাবে রশ্মি বিকীরণ করা। ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা এবং আনুগত্য হবে তাদের লক্ষ্য। PKBeng 120.2
ইস্রায়েল যখন কৰ্ম্মিলে সন্দেহ এবং দ্বিধাযুক্ত, এলিয় তখন পুনরায় নীরবতা ভঙ্গ করে বলছিলেন; “আমি, কেবল একা আমিই, সদাপ্রভুর ভাববাদী অবশিষ্ট আছি; কিন্তু বালের ভাববাদিগণ চারিশত পঞ্চাশ জন আছে। আমাদিগকে দুইটি বৃষ দত্ত হউক; উহারা আপনাদের জন্য একটি বৃষ মনোনীত করুক, ও খন্ড খন্ড করিয়া কাষ্ঠের উপরে রাখুক, কিন্তু তাহাতে আগুন না দিউক; পরে আমি অন্য বৃষ প্রস্তুত করিয়া কাষ্ঠের উপরে রাখিব, কিন্তু তাহাতে আগুন দিব না। পরে তোমরা আপনাদের দেবতার নামে ডাকিও, এবং আমি সদাপ্রভুর নামে ডাকিব; আর যে ঈশ্বর আগুনের দ্বারা উত্তর দিবেন, তিনিই ঈশ্বর হউন। PKBeng 120.3
এলিয়ের প্রস্তাবটি এতই যুক্তিযুক্ত যে, তারা কোন কৌশলেই এড়িয়ে যেতে পারে না, বরং সাহসের সাথে উত্তর দিল, “এ বেশ কথা।” বালের ভাববাদিরা এর প্রতিবাদ করতে সাহস করল না; এবং তাদের উদ্দেশ্য করে, এলিয় নির্দেশ দিলেন, “অগ্রে তোমরাই আপনাদের জন্য একটা বৃষ মনোনীত করিয়া প্রস্তুত কর, এবং আপনাদের দেবতার নামে ডাক, কিন্তু আগুন দিও না ।” PKBeng 121.1
বাহ্যিক দৃঢ়তা এবং অবজ্ঞাচ্ছলে, কিন্তু দোষী অন্তরে ত্রাসসহ মিথ্যা পুরোহিতেরা তাদের বেদী প্রস্তুত করল, তার ওপরে কাঠ দিল এবং বলির বৃষ রাখল; অতঃপর তারা তাদের মন্ত্র উচ্চারণ করতে আরম্ভ করল । তাদের তীক্ষ্ম চীকার “হে বাল আমাদিগকে উত্তর দেও” এটি বনে-জঙ্গলে ও চারদিকে উচ্চ স্থানসমূহে ধ্বনিত ও প্রতিধ্বনিত হতে লাগল। যাজকেরা তাদের বেদীর চারদিকে, লাফিয়ে লাফিয়ে শরীর মোচড়িয়ে, হেলে-দুলে, চীকার করে, তাদের মাথার চুল ছিঁড়ে, শরীর ক্ষতবিক্ষত করে তাদের দেবতাদের কাছে সাহায্যের আবেদন জানাল। সকাল হতে শুরু করে দুপুর পার হল, তথাপি কোন বাণীও হল না। বাল যে তাদের চীকার শুনছে, তেমন কোন প্রমাণও দেখা গেল না । তাদের বলি গ্রাহ্য হল না । PKBeng 121.2
তারা তাদের অত্যন্ত উত্তেজনাপূর্ণ আরাধনা চালিয়ে গেল, নিপুণ পুরোহিতেরা অবিরত এমন এমন কলা-কৌশল ব্যবহার করল, যাতে তারা বেদীর ওপরে আগুন জ্বালাতে পারে, যেন লোকেরা বিশ্বাস করতে পারে আগুন সরাসরি বালের কাছ হতে এসেছে। কিন্তু এলিয় প্রতিটি গতিবিধি লক্ষ্য করছেন; এবং পুরোহিতেরা, প্রতারণা করার সুযোগ গ্রহণের আশায় অজ্ঞানতাপূর্ণ অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে, আবার এর বিপরীত আশাও তারা করছে হয়তো কোন ফল হবে না। PKBeng 121.3
“পরে মধ্যাহ্নকালে এলিয় তাহাদেরকে বিদ্রুপ করিয়া বলিলেন, উচ্চৈঃস্বরে ডাক, কেননা সে দেবতা; সে ধ্যান করিতেছে, বা কোথাও গিয়াছে, বা পথে চলিতেছে, কিম্বা হয়ত নিদ্ৰা গিয়াছে, তাহাকে জাগান চাই। তখন তাহারা উচ্চৈঃস্বরে ডাকিল, এবং আপনাদের ব্যবহারানুসারে গাত্রে রক্তের ধারা বহন পর্যন্ত ছুরিকা ও শলাকা দ্বারা আপনাদিগকে ক্ষতবিক্ষত করিল। আর মধ্যাহ্নকাল অতীত হইলে তাহারা [বৈকালের] বলিদানের সময় পর্যন্ত ভাবোক্তি প্রচার করিল, তথাপি কোন বাণীও হইল না, কেহ উত্তরও দিল না, কেহ মনোযোগও করিল না।” PKBeng 122.1
শয়তান যাদেরকে প্রতারিত করছিল, এবং যারা তার সেবায় রত ছিল, তাদেরকে সাহায্য করে আনন্দিত হত। শয়তান তাদের যজ্ঞ গ্রাস করার জন্য অগ্নি প্রেরণ করতে পেরে আনন্দিত হত। কিন্তু যিহোবা শয়তানকে বন্দী করলেন, তার ক্ষমতা ধরে রাখলেন, আর শত্রুর কোন ফন্দি-ফিকিরে বালের বেদীর উপরে একটি অগ্নি-স্ফূলিঙ্গও দেখা গেল না । PKBeng 122.2
অবশেষে, মহাচিৎকারে তাদের স্বর-ভঙ্গ হল, তাদের নিজেদের ছুরি ও শলাকাঘাতে তাদের বস্ত্র রক্তাক্ত হল, পুরোহিতগণ নিরুৎসাহিত হল। হ্রাসপ্রাপ্ত প্রবল উত্তেজনা নিয়ে তারা তাদের সূর্য দেবতাকে অভিশাপ দিতে লাগল। আর এলিয় মনোযোগ সহকারে লক্ষ্য করতে লাগলেন; কারণ তিনি জানেন যে, যদি কোনভাবে কলা-কৌশল প্রয়োগ করে পুরোহিতগণ তাদের বেদীতে আগুন জ্বালাতে পারে, তাহলে, তৎক্ষণাৎ তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলা হবে। PKBeng 122.3
সন্ধ্যা ঘনিয়ে এল। বালের ভাববাদীগণ ক্লান্ত অবসন্ন, এবং কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ল। একজন একটি পরামর্শ দিল, অন্য জনে অন্য পরামর্শ দিল, অবশেষে তারা তাদের সর্ব প্রচেষ্টা স্থগিত রাখল । তাদের তীক্ষ্ণ চিৎকার এবং অভিশাপ বাণী কর্মিলে আর শোনা গেল না। নিরুৎসাহিত হয়ে তারা প্রতিযোগিতা হতে নিবৃত্ত হল । PKBeng 122.4
লোকজন দিনভর, হতবুদ্ধিকর পুরোহিতদের কর্মকাণ্ড লক্ষ্য করল। তারা বেদীর চারপাশে তাদের উন্মত্ত এবং নিষ্ফল লাফালাফি লক্ষ্য করল, মনে হচ্ছিল, তারা তাদের উদ্দেশ্য হাসিল করার মানসে সূর্যের জ্বলন্ত রশ্মি ধরে ফেলবে। তারা পুরোহিতদের ক্ষতবিক্ষত, বিভৎস চেহারা দেখে আতঙ্কিত হল, এবং প্রতিমা পূজার মুর্খতার কর্মের প্রতি দৃষ্টিপাত করার সুযোগ প্রাপ্ত হল । জনতার মধ্যে অনেকে এই ভৌতিক প্রদর্শনী লক্ষ্য করে ভাবিত হল এবং তারা গভীর আগ্রহ সহকারে এলিয়ের গতিবিধি লক্ষ্য করল । PKBeng 122.5
এখন সান্ধ্যকালীন বলিদানের সময়, আর এলিয় জনতাকে আদেশ করলেন, “আমার কাছে এস।” তারা কাঁপতে কাঁপতে কাছে এলেন, তিনি ভগ্ন বেদীর দিকে ফিরে দাঁড়ালেন, একদা যেখানে লোকেরা ঈশ্বরের আরাধনা করত, তা মেরামত করলেন। তার কাছে এই ঢিবি ছিল সমস্ত সুউচ্চ পৌত্তলিক বেদী অপেক্ষা অধিক মূল্যবান । PKBeng 123.1
এই পুরাতন বেদীর পুনর্নির্মাণ কার্যে এলিয় ব্যবস্থা বা নিয়মের প্রতি তার শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন, যে নিয়ম সদাপ্রভু ইস্রায়েলের যদন নদী পার হয়ে প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করার সময়ে করেছিলেন। “যাকোবের সন্তানদের বংশ-সংখ্যানুসারে এলিয় বারোখানা প্রস্তর গ্রহণ করিলেন... আর তিনি সেই প্রস্তার দিয়া সদাপ্রভুর নামে এক যজ্ঞবেদী নির্মাণ করিলেন।’ PKBeng 123.2
বালের নিরুৎসাহিত পুরোহিতগণ, তাদের বৃথা প্রচেষ্টার দ্বারা ক্লান্ত, শ্রান্ত হয়ে, এলিয় কি করেন তা দেখার জন্য অপেক্ষা করতে লাগলেন । তারা ভাববাদীকে ঘৃণা করে কারণ তার একটি পরীক্ষার প্রস্তাব মেনে নেবার কারণে তাদের দেবতাদের দুর্বলতা এবং অদক্ষতা প্রকাশ পেল; তথাপি তারা তাঁর ক্ষমতায় ভয় করে। লোকেরা ভীতও বটে, এবং প্রত্যাশায় শ্বাসরুদ্ধ অবস্থায় এলিয়ের প্রস্তুতি লক্ষ্য করে দেখছে। ভাববাদীর শান্ত আচরণ বালের অনুগামীদের গোড়ামী, বোধশূন্য উত্তেজনার বিপরীত । PKBeng 123.3
বেদী প্রস্তুত সম্পন্ন হলে, ভাববাদী এর চতুর্দিকে একটি নালা খনন করলেন, এবং কাঠ রাখলেন এবং বৃষটি খণ্ড খণ্ড করে কেটে কাঠের ওপরে রাখলেন এবং লোকদের বেদী জলে পরিপূর্ণ করতে আদেশ দিলেন। “চারি জালা জল ভরিয়া এই হোমবলির উপরে ঢালিয়া দেও।” পরে তিনি বললেন, “দ্বিতীয়বার একইরূপ কর।” তারা দ্বিতীয়বার করল। পরে তিনি বললেন, “তৃতীয় বার কর।” তারা তৃতীয় তা করল। “তখন বেদীর চারিদিকে জল ছড়িয়ে পড়িল, আর ঐ প্রণালী জলে পরিপূর্ণ হইল।” PKBeng 123.4
এলিয় লোকদের দীর্ঘস্থায়ী ধর্মভ্রষ্টতার কথা স্মরণ করিয়ে দিলেন যা যিহোবার ক্রোধ জাগিয়েছিল; পরে তিনি তাদেরকে আহ্বান জানালেন যেন তারা নম্রচিত্ত হয়ে তাদের পিতা ঈশ্বরের কাছে ফিরে আসে, যেন ইস্রায়েল দেশের উপর হতে অভিশাপ দূর হয়। অতঃপর অদৃশ্য ঈশ্বরের সামনে শ্রদ্ধাভরে অবনত হয়ে, স্বর্গের দিকে তার হাত তুলে একটি সরল-সহজ প্রার্থনা করলেন। বালের পুরোহিতেরা সেই সকাল হতে বৈকাল পর্যন্ত নৃত্য করে এবং সজোরে চিৎকার করে ফেনিয়ে উঠেছিল, কিন্তু এলিয়ের প্রার্থনার কোন অর্থহীন তীক্ষ্ম চীৎকার কৰ্ম্মীল পর্বতে উপরে শ্রুত হয়নি। তিনি এই জ্ঞানে প্রার্থনা করলেন যেন যিহোবা সেখানে যবনিকার একজন সাক্ষীরূপে, তার আবেদনের প্রতি একজন শ্রোতারূপে উপস্থিত ছিলেন। বালের ভাববাদীরা পাগলের ন্যায় অসংলগ্ন প্রার্থনা করেছে। এলিয় সরল ভাষায় এবং দৃঢ়তার সাথে ঈশ্বরকে বালের ঊর্ধ্বে তাঁর মহত্ত্ব প্রদর্শন করতে বললেন যেন ইস্রায়েল তাঁর কাছে ফিরে আসে। ভাববাদী আবেদন জানিয়েছিলেন, “হে সদাপ্রভু, অব্রাহামের ঈশ্বর, অদ্য জানাইয়া দেও যে, ইস্রায়েলের মধ্যে তুমিই ঈশ্বর, এবং আমি তোমার দাস ও তোমার বাক্যানুসারেই এই কর্ম করিলাম। হে সদাপ্রভু, আমাকে উত্তর দেও; যেন এই লোকেরা জানিতে পারে যে, তুমিই ঈশ্বর, এবং তুমিই তাদের হৃদয় ফিরাইয়া আনিয়াছ।” PKBeng 124.1
সবার উপরে এক দুঃখদায়ক নীরবতা বিরাজ করছিল। বালের ভাববাদিরা ত্রাসযুক্ত হয়ে কাঁপতে লাগল । তাদের অপরাধী বিবেক নিয়ে তারা দ্রুত প্রতিশোধের অপেক্ষা করতে লাগল । PKBeng 124.2
এলিয়ের প্রার্থনা শেষ হতে না হতে উচ্চে স্থাপিত বেদীর উপরে, আকাশ হতে বিদ্যুতের অতিশয় ত্যেজপূর্ণ অগ্নিময় জিহ্বা নেমে এসে বলি গ্রাস করল, প্রণালির জল চেটে খেল, এবং এমনকি বেদির পাথরগুলোও নিঃশেষ করে দিল । অগ্নিচ্ছটার প্রখর উজ্জ্বলতা পর্বত পর্যন্ত আলোকময় করে এবং অগণিত লোকের চোখ ঝলসিয়ে দেয়। নীচে উপত্যকায়, যেখানে অনেকে ব্যগ্রচিত্তে ওপরের কর্মকান্ড এবং গতিবিধি লক্ষ্য করছে, আগুনের অবতরণ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, এবং এ দৃশ্য অবলোকন করে অবাক হচ্ছে। মনে হচ্ছে এটি লোহিত সাগরের কাছে সেই অগ্নিস্তম্ভ যা মিস্ত্রীয় বাহিনী হতে ইস্রায়েলদের পৃথক করেছিল । PKBeng 124.3
পর্বতের উপরে লোকেরা বিনয় ও ভক্তিসহকারে অদৃশ্য ঈশ্বরের সামনে উঁবুড় হয়ে পড়ল। তারা স্বর্গ-প্রেরিত অগ্নির দিকে, আর তাকাতে সাহস পেল না। তাদের ভয়ে তারা নিজেরাই নিঃশেষ হয়ে গেল; এবং, তাদের কর্তব্য সম্পর্কে চেতনা লাভ করল আর তারা এলিয়ের ঈশ্বরকে তাদের পিতৃগণের ঈশ্বররূপে স্বীকার করল, যার প্রতি তারা আনুগত্য স্বীকারে বাধ্য, তারা একস্বরে উচ্চরবে বলল, “সদাপ্রভুই ঈশ্বর, সদাপ্রভুই ঈশ্বর।” বিস্ময়জনক স্বাতন্ত্রতায় উচ্চরব পর্বতের উপরে পুনঃপুনঃ বেজে উঠল, এবং নীচে সমতলভূমিতে প্রতিধ্বনিত হতে লাগল। অবশেষে অপ্রতারিত, অনুশোচনাগ্রস্থ হল । অবশেষে লোকেরা দেখতে পেল তারা ঈশ্বরকে কতখানি অসমাদর করেছিল । বালের উপাসনার প্রকৃতি, সত্য ঈশ্বর কর্তৃক ন্যায় সঙ্গত আরাধনার দাবীর বিপরীত, তা পূর্ণরূপে প্রকাশিত হল । যাবৎ না তারা ঈশ্বরের নাম স্বীকার করল, সে পর্যন্ত শিশির এবং বৃষ্টি ধরে রাখার মধ্যে লোকেরা ঈশ্বরের ন্যায় বিচার এবং অনুগ্রহ উপলব্ধি করতে পারল। এখন তারা স্বীকার করতে প্রস্তুত যে এলিয়ের ঈশ্বরই সমস্ত দেবতার ঊর্ধ্বে । PKBeng 125.1
বালের পুরোহিতেরা বিস্ময়ের সাথে যিহোবার ক্ষমতার চমৎকার প্রকাশ প্রাপ্তির সাক্ষ্য প্রদান করল। তারপরও তারা তাদের পরাজয় এবং স্বর্গীয় প্রতাপের সান্নিধ্যে তাদের মন্দকাজের জন্য মনপরিবর্তন করতে অস্বীকার করে। তারা তখনও বাল ভাববাদীদের সঙ্গে রয়ে গেল। এরূপে তারা দেখাল যে, তারা রালের জন্য প্রস্তুত। ঐ অনুতপ্ত ইস্রায়েল দ্বারা তাদের সমস্ত কিছু হতে রক্ষা পেতে পারে; যারা তাদেরকে বালের উপাসনা করতে শিক্ষা দিয়েছে এসকল মিথ্যা গুরুদের ধ্বংস করার জন্য এলিয়কে নির্দেশ প্রদান করা হয়েছে। ইতোমধ্যেই আজ্ঞালঙ্ঘন হেতু লোকদের ক্রোধ বৃদ্ধি পেল, এবং যখন এলিয় আদেশ প্রদান করলেন, “তোমরা ভাববাদীদের ধর; _তাদের একজনকেও পালিয়ে রক্ষা পেতে দিও না;” তারা তখন আজ্ঞাবহ হতে প্রস্তুত। তারা পুরোহিতদের ধরে কিদ্রোণ স্রোতের কাছে নিয়ে গেল এবং সেখানে, দিনের শেষে নিয়ম পরিবর্তনকারী বালের পুরোহিতদের চিহ্নিত করে কবর দিল । এক জনকেও রক্ষা পেতে দিল না । PKBeng 125.2