মান্না দানের মাধ্যমে আমরা নির্ভুলরূপে জানতে পারি যে সিনয় পর্বতে ব্যবস্থা দেবার আগেই শাব্বাথ পালন করা তাদের অবশ্য করণীয় ছিল। শুক্রবারে দ্বিগুণ পরিমাণ মান্না সংগ্রহের মাধ্যমে তাদের নিকট অনবরত শাব্বাথের পবিত্রতা তুলে ধরা হত। আর যখন শাব্বাথ দিনে কোন কোন লোক মান্না সংগ্রহ করতে বেরিয়ে আসত, তখন ঈশ্বর জিজ্ঞাসা করতেন, “কতদিন পর্য্যন্ত তোমরা আমার ব্যবস্থা ও আমার বিধি অমান্য করবে?” PPBeng 207.2
ইস্রায়েলরা চল্লিস বৎসর...সেই মান্না আহার করিল; কনান দেশের সীমান্তে উপস্থিত না হওয়া পর্যন্ত তাহারা মান্না খাইত। চল্লিশ বসর পর্য্যন্ত প্রতিদিন তাদের ঈশ্বরের অপরিবর্তনীয় যত্ন ও গভীর প্রেমের কথা স্মরণ করানো হয়েছিল । ঈশ্বর “তাহাদিগকে স্বর্গের শস্য দিলেন। মনুষ্য পরাক্রমীদের খাদ্য ভোজন করিল” (গীতসংহিতা ৭৮:২৪, ২৫) অর্থাৎ সেই খাবার যা দূতগণ তাদের দিতেন। তাদের প্রতিদিন শিক্ষা দেয়া হত যে কনানের প্রচুর শস্যে আচ্ছাদিত মাঠ দ্বারা পরিবেষ্টিত হলে যে নিরাপত্তা - বোধ আসে তারা অভাব হতে সেরূপই নিরাপদ ছিল । PPBeng 207.3
মান্না ছিল তাঁরই প্রতীক যিনি পৃথিবীকে জীবন দেবার জন্য ঈশ্বরের নিকট হতে এসেছিলেন। যীশু বলেছেন, আমিই জীবনখাদ্য। তোমাদের পূর্বপুরুষেরা প্রান্তরে মান্না খাইয়াছিল, আর তাহারা মরিয়া গিয়াছে। এ সেই খাদ্য, যাহা স্বর্গ হইতে নামিয়া আইসে, ...কেহ যদি এই খাদ্য খায়, তবে সে অনন্তকাল জীবিত থাকিবে, আর আমি যে খাদ্য দিব, সে আমার মাংস, জগতের জীবনের জন্য।” যোহন ১৬:৪৮- ৫১। PPBeng 207.4
সীন প্রান্তর পার হওয়ার পর ইস্রায়েলরা রফীদীমে তাঁবু স্থাপন করলেন। এখানে জল ছিল না, আর তারা আবার ঈশ্বরের জোগান দেবার ক্ষমতাতে বিশ্বাস রাখতে পারলেন না। লোকেরা মোশির নিকট দাবী সহকারে উপস্থিত ছিলেন। ক্রোধে চিকার করে তারা বললেন, “আমাদিগকে জল এবং আমাদের সন্তানদিগকে ও পশুগুলিকে তৃষ্ণা দ্বারা বধ করিতে মিসর হইতে কেন আনিলে?” যখন তাদের প্রচুর খাদ্য দ্রব্য দেয়া হয় তখন তারা তাদের অবিশ্বাস স্মরণ করে লজ্জিত হয়েছিল এবং প্রতিজ্ঞা করেছিল যে ভবিষ্যতে সর্বদাই ঈশ্বরের উপর বিশ্বাস রাখবে ; কিন্তু বিশ্বাসের প্রথম পরীক্ষাতেই তারা অকৃতকাৰ্য্য হল। যে মেঘস্তম্ভ তাদের পরিচালনা করছিল, তাকে এক ভয়ঙ্কর রহস্য বলে প্রতীয়মান হল । এবং মোশি আসলে লোকটা কে ? কি উদ্দেশে সে তাদের মিসর হতে বের করে নিয়ে এল? সন্দেহ ও অনাস্থা তাদের হৃদয় পরিপূর্ণ করল, এবং বিক্ষুব্ধ ক্রোধে তারা তাকে পাথর মেরে মেরে ফেলতে প্রস্তুত হল । PPBeng 207.5