Go to full page →

পাথর হতে জল PPBeng 208

হতাশার মধ্যে মোশি ঈশ্বরের কাছে কাঁদলেন, “আমি এই লোকদের জন্য কি করিব?” তাকে নির্দ্দেশ দেয়া হল যে তিনি যেন ইস্রায়েলদের প্রাচীনদের ও যার দ্বারা মিসরে অনেক আশ্চর্য্য কাজ করেছিলেন তার সেই যষ্টি হাতে নিয়ে লোকদের সামনে গিয়ে উপস্থিত হন। আর সদাপ্রভু তাকে বললেন “দেখ, আমি হোরেবে সেই শৈলের উপরে তোমার সম্মুখে দাঁড়াইব; তুমি শৈলে আঘাত করিবে, তাহা হইতে জল নির্গত হইবে, আর লোকেরা পান করিবে।” তিনি সে ভাবেই আদেশ পালন করলেন, আর এক জীবন্ত উনুইয়ের সৃষ্টি করে জল বেরিয়ে এল। তাতে সমস্ত তাঁবুর অধিবাসীদের জন্য পর্যাপ্ত জলের বন্দোবস্ত হল । সদাপ্রভু তাঁর দয়াতে যষ্টিকে তাঁর পরিত্রাণের হাতিয়ারে পরিণত করলেন । PPBeng 208.1

মেঘেরস্তম্ভ আবৃত হয়ে ঈশ্বরের পুত্র মোশির সামনে দাঁড়িয়েছিলেন এবং জীবনদায়ী জলের উনুই সৃষ্টি করেছিলেন। সমস্ত জনতা ঈশ্বরের মহিমা দেখতে পেল; কিন্তু যদি মেঘ সরে যেত, তাহলে যিনি ঐ মেঘের আড়ালে ছিলেন তাঁর প্রখর ঔজ্জল্যে সকলেই মারা পড়ত। PPBeng 208.2

যে অবিশ্বাস করা হয়েছিল তা প্রচন্ড অপরাধমূলক ছিল এবং মোশি ভয় পেয়েছিলেন যে হয়ত এবার তাদের উপর ঈশ্বরের বিচার নেমে আসবে। তাদের পাপের স্মারক হিসেবে তিনি ঐ জায়গার নাম দিলেন মঃসা, “পরীক্ষা” ও মীরবা “বিবাদ”। PPBeng 208.3