সমস্ত অন্যায় ও অবিচার যা জীবনের আয়ু হ্রাস করে; ঘৃনা ও প্রতিশোধের স্পৃহা, এমন কোন আসক্তিতে লিপ্ত হওয়া যা অন্যের প্রতি ক্ষতিকারক হয়। এমন কি কারো ক্ষতি কামনা করা, কারণ “যে কেহ নিজের ভাইকে ঘৃণা করে সে হত্যাকারী”; অভাবগ্রস্থদের প্রতি অবহেলা দেখানো; আত্মা বিলাসিতা অথবা অতিরিক্ত পরিশ্রম যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই সমস্ত কিছুই, অল্প - বিস্তর, চতুর্থ আজ্ঞা লঙ্ঘন করার তুল্য। PPBeng 216.1