Go to full page →

ইস্রায়েল তাদের পবিত্র অঙ্গীকার ভঙ্গ করে PPBeng 223

মাত্র কয়েক দিন আগেই যিহূদীরা পর্বতের সামনে কম্পিত পায়ে দাঁড়িয়ে ঈশ্বরের বাণী শুনেছিল, ” আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক।” ঈশ্বরের গৌরব এখনো সীনয় পর্বতের উপর রয়েছে যা লোকেরা দেখতে পাচ্ছে; তথাপি, “তাহারা হোরেবে এক গোবৎস নির্মাণ করিল, ছাঁচে ঢালা প্রতিমার কাছে প্রণিপাত করিল। এইরূপে তৃণভোজী গোরুর প্রতিমার সহিত তাহারা আপনাদের গৌরব পরিবর্তন করিল।” গীতিসংহিতা ১০৬:১৯, ২০। PPBeng 223.2

তাঁবুতে ধর্মহীনতা সম্পর্কে মোশিকে সতর্ক করে দেয়া হল । ঈশ্বরের বাণী আসল, “তুমি নামিয়া যাও, কেননা তোমার যে লোকদিগকে তুমি মিসর হইতে বাহির করিয়া আনিয়াছ, তাহারা ভ্রষ্ট হইয়াছে। আমি তাহাদিগকে যে পথে চলিবার আজ্ঞা দিয়াছি, তাহারা শীঘ্রই সেই পথ হইতে ফিরিয়াছে।” PPBeng 223.3

তাঁর লোকদের সহিত ঈশ্বরের চুক্তি বাতিল হয়ে গিয়েছে, এবং তিনি মোশিকে বললেন, “এখন তুমি ক্ষান্ত হও, তাহাদের বিরুদ্ধে আমার ক্রোধ প্রজ্বলিত হউক, আমি তাহাদিগকে সংহার করি, আর তোমা হইতে এক বড় জাতি উৎপন্ন করি।” ইস্রায়েলরা, বিশেষতঃ “মিশ্রিত লোকদের মহাজনতা,” সর্বদাই ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করবে, তাদের নেতার বিরুদ্ধে অভিযোগ তুলবে, এবং তাদের অবিশ্বস্ততা ও একগুয়েমী দ্বারা ঈশ্বরকে অবমাননা করবে। তাদের পাপ ইতিমধ্যেই তাদের ঈশ্বরের অনুগ্রহ হতে দূরে সরিয়ে নিয়েছে। PPBeng 223.4

যদি ঈশ্বরই ইস্রায়েলদের ধ্বংস করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, কে তাদের জন্য অনুরোধ জানাতে পারবে? কিন্তু যেখানে শুধু নিরুৎসাহ ও ক্রোধ ছিল, সেখানেই মোশি আশার আলো দেখতে পেলেন। “এখন তুমি ক্ষান্ত হও, ঈশ্বরের এই বাণীতে মোশি নিষেধের পরিবর্তে ঈশ্বরের কাছে মিনতি জানাবার উসাহ দানই দেখতে পেলেন; যদি মিনতি বা অনুরোধ জানানো হয়, তাহলে ঈশ্বর তাঁর লোকদের ক্ষমা করবেন। PPBeng 223.5

ঈশ্বর বুঝালেন যে তিনি তাঁর লোকদের উপর নিজ অধিকার ত্যাগ করেছেন। তিনি তাদের সম্বন্ধে মোশিকে বলেছিলেন যে, “তোমার যে লোকদিগকে তুমি মিসর হইতে বাহির করিয়া আনিয়াছ।” কিন্তু মোশি ইস্রায়েলদের উপর নিজ নেতৃত্ব অস্বীকার করলেন। তারা তার লোক নয়, কিন্তু ঈশ্বরের লোক “তোমার যে প্রজাদিগকে তুমি মহা-পরাক্রমে ও বলবান্ হস্ত দ্বারা...বাহির করিয়াছ।” মোশি অনুরোধ জানালেন, “মিস্ত্রীয়রা কেন বলিবে, অনিষ্টের নিমিত্তে, পৰ্ব্বতময় অঞ্চলে তাহাদিগকে নষ্ট করিতে --- তিনি তাহাদিগকে বাহির করিয়া আনিয়াছেন?” PPBeng 224.1

ইস্রায়েল মিসর পরিত্যাগ করার কয়েক মাসের মধ্যে তাদের আশ্চর্য্য মুক্তির কাহিনী চতুষ্পার্শ্বস্থ জাতিসমূহের মধ্যে ছড়িয়ে পড়ে। পৌত্তলিকদের মতে এতে প্রচন্ড ভয়ের সৃষ্টি হয়। তারা সকলেই লক্ষ্য রাখছিল যে ইস্রায়েলের ঈশ্বর তাঁর লোকদের জন্য কি করেন। যদি এখন তাদের ধ্বংস করা হয় তবে তাদের শত্রুদেরই জয় হবে। মিস্ত্রীয়রা দাবী করবে যে, তাদের অভিযোগই সত্য ছিল। তাঁর লোকদের বলিদান দেবার জন্য মরুভূমিতে পরিচালিত করা হয়নি, বরং তিনি তাদেরই বলি দিয়েছেন। তাঁর যে লোকদের তিনি সম্মান দেখিয়েছেন, এখন তাদের ধ্বংস করা তাঁর নামের অগৌরব হবে। যাদের ঈশ্বর অত্যন্ত সম্মান দান করেছেন, তাঁর নামের সম্মান রক্ষা করার জন্য তাদের উপর কি গুরু দায়িত্বই না অর্পিত হয়েছে। PPBeng 224.2

যখন মোশি ইস্রায়েলদের জন্য মধ্যস্থতা করলেন, ঈশ্বর তখন তার অনুরোধ শুনলেন এবং তার নিঃস্বার্থ অনুরোধ রক্ষা করলেন। ঐ অকৃতজ্ঞ জাতির জন্য নিজ প্রেমের প্রমাণ ঈশ্বর দিয়েছিলেন এবং মোশিকে সেই পরীক্ষা সহ্য করতে শক্তি দিয়েছিলেন। একটি শক্তিশালী জাতির পিতা হওয়ার চেয়ে ঈশ্বরের লোকদের উন্নতিই তার নিকট অধিক কাম্য ছিল । ঈশ্বর তার বিশ্বস্ততা ও সততায় খুশী হয়েছিলেন এবং ইস্রায়েলদের প্রতিজ্ঞাত দেশে পরিচালনা করে নিয়ে যাওয়ার দায়িত্ব তার উপরই দিয়েছিলেন । PPBeng 224.3

যখন মোশি ও যিহোশূয় পর্বত হতে নীচে এসে তাঁবুর নিকটবর্তী হলেন তারা দেখলেন যে, লোকেরা মূর্তির চতুর্দিকে নৃত্য করছে ও চিৎকার করছে। পৌত্তলিকদের উচ্ছৃঙ্খল আনন্দ উৎসব, মিসরের পৌত্তলিকদের ভোজ-উৎসবের অনুকরণ । ঈশ্বরের শ্রদ্ধাপূর্ণ ও গম্ভীর আরাধনার সম্পূর্ণ বিপরীত। তিনি এইমাত্র ঈশ্বরের গৌরবের নিকট হতে এসেছিলেন এবং ইস্রায়েলদের এই অবনতি দেখার জন্য তিনি মোটেই প্রস্তুত ছিলেন না। তাদের অপরাধের প্রতি ঘৃনা প্রদর্শনের জন্য তিনি তার হাতের পাথরের ফলক দুটি ছুড়ে মারলেন এবং সকলের চোখের সামনে তা ভেঙ্গে টুক্রা টুক্রা হয়ে গেল, যাতে এটাই বুঝা গেল যে যেহেতু তারা ঈশ্বরের সহিত তাদের চুক্তি ভঙ্গ করেছে, সুতরাং ঈশ্বরও তাদের সহিত তাঁর চুক্তি ভঙ্গ করলেন। PPBeng 224.4