Go to full page →

মোশি অন্যায়কারীদের শাস্তি দেন PPBeng 225

মূর্তিটিকে ধরে মোশি আগুনের মধ্যে ফেলে দিলেন। পরে তিনি এটাকে গুড়া গুড়া করে পর্বত হতে আগত নদীতে ফেলে দেন । এই ভাবে তারা যে দেবতার আরাধনা করছিল তার মূল্যহীনতা প্রমাণ করা হয় । PPBeng 225.1

মহান নেতা অপরাধী ভাইকে ডেকে পাঠালেন। লোকদের দাবীর কথা উত্থাপন করে হারোণ নিজকে রক্ষা করার চেষ্টা করলেন, ও বললেন যে “যদি তিনি লোকদের দাবী না মানতেন তবে তারা তাকে মেরে ফেলত । “তাহারা আমাকে বলিল, আমাদের আগে আগে যাইবার জন্য আমাদের দেবতা তৈয়ার করুন, কেননা যে মোশি আমাদিগকে মিসর দেশ হইতে বাহির করিয়া আনিয়াছে, সেই ব্যক্তির কি হইল তাহা আমরা জানি না। তখন আমি বলিলাম, “তোমাদের মধ্যে যাহার যে স্বর্ণ থাকে, সে তাহা খুলিয়া দিউক; তাহারা আমাকে দিল; পরে আমি তাহা অগ্নিতে নিক্ষেপ করিলে ঐ গো-বৎসটি নির্গত হইল।” তিনি মোশিকে বিশ্বাস করাতে চাচ্ছিলেন যে একটি অলৌকিক ঘটনা ঘটেছিল, এবং স্বর্ণ অলৌকিক ক্ষমতায়ই গো-বসে পরিণত হয়েছিল। কিন্তু তার অজুহাতে কোন কাজ হইল না। তাকে ন্যায্য দন্ড দেয়া হল । PPBeng 225.2

“সদাপ্রভুর পবিত্র লোক” (গীতসংহিতা ১০৬:১৬) হারোণই মূর্তি তৈয়ার করেছিলেন ভোজের ঘোষণা দিয়েছিলেন। তিনি পৌত্তলিকদের তাদের ঈশ্বরের প্রতি বিরোধীতামূলক লক্ষ্যে বাধা দিতে ব্যর্থ হন। স্বর্ণের মূর্তির সম্মুখে যখন ঘোষণা করা হল, “হে ইস্রায়েল, এই তোমার দেবতা, যিনি মিসর দেশ হইতে তোমাকে বাহির করিয়া আনিয়াছেন।” তখন তিনি নির্লিপ্তভাবে তা শুনেছিলেন । তিনিই ঈশ্বরের গৌরবকে একটি ষাঁড়ের মূর্তিতে পরিণত করেন। মোশির অনুপস্থিতিতে ঈশ্বর যার উপর লোকদের শাসন করার দায়িত্ব অর্পণ করেছিলেন, তিনিই ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহের অনুমতি দিয়েছিলেন।” “সদাপ্রভু হারোণকে বিনষ্ট করণার্থে তাঁহার উপর অতিশয় ক্রুদ্ধ হইয়াছিলেন ।” দ্বিতীয় বিবরণ ৯:২০। মোশির মধ্যস্থতার ফলে তার জীবন রক্ষা পেয়েছিল; আর তার মহা পাপের জন্য অনুতাপ করার ফলে তাকে আবার ঈশ্বরের অনুগ্রহের পাত্র করা হয় । PPBeng 225.3