Go to full page →

হারোণ কিভাবে বিদ্রোহে উসাহ প্রদান করেছিলেন PPBeng 226

যদি হারোণের ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহস থাকত তবে তিনি ধর্মদ্রোহীতা বন্ধ করতে পারতেন। যদি তিনি অনঢ়রূপে নিজে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকতেন এবং লোকদের ঈশ্বরের সহিত তাদের পবিত্র চুক্তির কথা স্মরণ করাতেন, তবে এই দুষ্কর্ম ঘটত না । কিন্তু তার সম্মতি লোকদের মনের পাপকে আরো প্রবল ভাবে প্রকাশ করতে সাহসী করে তুলে। PPBeng 226.1

তার নিজেকে রক্ষা করতে গিয়ে, হারোণ তাদের দাবী মানার তার দুর্বলতার জন্য লোকদের দোষী করেছিলেন; কিন্তু এতদ্‌সত্ত্বেও তারা তার ভদ্রতা ও ধৈর্য্যের জন্য তাকে যথেষ্ট সম্মান ও প্রশংসা করত। কিন্তু হারোণের আত্ম-সমর্পণকারী আত্মা এবং অন্যদের সুখী করার ইচ্ছা যে অপরাধের অনুমোদন তিনি দিচ্ছিলেন তার প্রচন্ডতা সম্পর্কে তাকে অন্ধ করেছিল। তার কাজের ফলে হাজার হাজার লোকের জীবন ধ্বংস ও বিনষ্ট হয়। মোশির কাজ ছিল তার থেকে বিপরীত। বিশ্বস্তভাবে ঈশ্বরের বিচার প্রদান করার মধ্যে তিনি দেখিয়েছিলেন যে ইস্রায়েলের মঙ্গল তার নিকট ব্যক্তিগত উন্নতি, সম্মান, ও জীবনের চেয়েও অধিক মূল্যবান । PPBeng 226.2

যতই কষ্টকর হোক না কেন বিশ্বস্তভাবে অন্যায়ের বিরোধীতা করার দ্বারাই ঈশ্বর তাঁর সন্তানদের বিশ্বস্ততা পরীক্ষা করেন। যাদের স্বর্গীয় দায়িত্ব দেয়ার মাধ্যমে সম্মানিত করা হয়েছে তারা আত্ম-সম্মানের লক্ষ্য রাখতে পারবেন না অথবা অপ্রীতিকর দায়িত্ব এড়াতে পারবেন না, কিন্তু ঈশ্বরের কাজ অনঢ়, বিশ্বস্ততার সহিত সম্পন্ন করতে হবে। PPBeng 226.3

হারোণ যে অবাধ্যতার অনুমোদন করেছিলেন, তা যদি দ্রুত নির্মূল না করা হয়, তা হলে তা দুষ্কর্মের আতিশয্য ঘটাবে এবং জাতির ধ্বংস ডেকে আনবে। ভয়ঙ্কর দৃঢ়তার সাথে মন্দকে মুছে ফেলতে হবে। মোশি আহ্বান জানালেন, “সদাপ্রভুর পক্ষে কে? সে আমার নিকট আসুক।” যারা ধর্মদ্রোহীতায় অংশ গ্রহণ করেনি তারা ডানে দাঁড়াল, কিন্তু যারা দোষী ছিল এবং অনুতাপ করেছিল তাদের বাঁ পাশে দাঁড়াতে হল। দেখা গেল যে লেবির বংশধরেরা মূর্তি পূজায় অংশ গ্রহণ করেনি। অন্যান গোত্রদের অনেকেই এখন অনুতাপ করেছে। কিন্তু একটি বড় দল, প্রধানতঃ “মিশ্রিত লোকদের মহাজনতা”, তাদের অবাধ্যতা বহাল রাখল। মোশি এখন “সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বরের” নামে যারা পৌত্তলিকতা হতে মুক্ত ছিল তাদের আদেশ দিলেন যে তারা যেন তাদের খড়গ নিয়ে প্রস্তুত হয় এবং যারা বিদ্রোহী তাদের সকলকে হত্যা করে। “আর সেই দিন লোকদের মধ্যে ন্যূনধিক তিন হাজার কিন্তু লোক মারা পড়িল।” দুষ্কর্মের হোতাদের নেতারা সকলেই মারা পড়ল, যতজন অনুতাপ করল তাদের সকলকেই রক্ষা করা হল । PPBeng 226.4

মানুষ যেন সহ-মানুষের বিচার করা ও অভিযোগ করা হতে বিরত থাকে; কিন্তু যখন ঈশ্বর আদেশ দেন যে অন্যায় ও পৌত্তলিকতার বিরুদ্ধে তাঁর নির্দ্ধারিত শাস্তি বিধান করতে, তখন তাঁর আদেশ মানতে হবে। যারা এই বেদনাদায়ক কাজটি করলেন তারা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ ও পৌত্তলিকতার প্রতি তাদের ঘৃণা প্রকাশ করলেন। ঈশ্বর তাদের বিশ্বস্ততাকে সম্মান দেখালেন এবং লেবির বংশকে তিনি বিশেষ সম্মানিত স্থান প্রদান করলেন। PPBeng 227.1

স্বর্গীয় প্রশাসন বহাল রাখার জন্য বিশ্বাসঘাতকদের শাস্তি দেয়া প্রয়োজন। কিন্তু এতেও ঈশ্বরের অনুগ্রহের প্রকাশ ঘটেছে, তিনি সকলকে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দিয়েছিলেন ও অনুতাপ করার সুযোগ দিয়েছিলেন । PPBeng 227.2