মোশি জানতেন যে লোকদের উপর জয়লাভের জন্য তার ঈশ্বরের সাহায্যের প্রয়োজন । তিনি ঈশ্বরের উপস্থিতির নিশ্চয়তার জন্য মিনতি করলেন: “ভাল, আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইয়া থাকি, তবে বিনয় করি, আমি যেন তোমাকে জানিয়া তোমার দৃষ্টিতে অনুগ্রহ পাই, এই জন্য আমাকে তোমার পথ সকল জ্ঞাত কর; এবং এই জাতি যে তোমার প্রজা, ইহা বিবেচনা কর।” PPBeng 230.1
উত্তর হল, “শ্রীমুখ তোমার সহিত গমন করিবেন, এবং আমি তোমাকে বিশ্রাম দিব।” মোশি কিন্তু তখনও সন্তুষ্ট হলেন না । তিনি প্রার্থনা করলেন যেন ঈশ্বরের অনুগ্রহ তাঁর লোকদের মধ্যে স্থাপন করা হয় এবং তাঁর উপস্থিতির চিহ্ন যেন তাদের যাত্রার পরিচালনা করেন; “তোমার শ্রীমুখ যদি সঙ্গে না যান, তবে এখান হইতে আমাদিগকে লইয়া যাইও না। কেননা আমি ও তোমার এই প্রজাগণ যে তোমার দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইয়াছি, ইহা কিসে জানা যাইবে? আমাদের সহিত তোমার গমন দ্বারা কি নয়?” PPBeng 230.2
তখন সদাপ্রভু বললেন, “এই যে কথা তুমি আমাকে বলিলে, তাহাও আমি করিব, কেননা তুমি আমার দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইয়াছি, এবং আমি নাম দ্বারা তোমাকে জানি।” ভাববাদী তথাপি মিনতি হতে ক্ষান্ত হলেন না। তিনি এখন এমন এক অনুরোধ জানালেন যা, কোন মানুষ এর পূর্বে কোন দিনই করে নি; “বিনয় করি, তুমি আমাকে তোমার প্রতাপ দেখিতে দাও।” PPBeng 230.3