Go to full page →

মোশি ঈশ্বরের প্রতাপ দেখেন PPBeng 230

অনুগ্রহপূর্ণ বাণী উচ্চারিত হল, “আমি তোমার সম্মুখ দিয়া আপনার সমস্ত উত্তমতা গমন করাইব।” মোশিকে পর্বতের চূড়ায় আসতে আহবান জানান হল; তখন যে হাত পৃথিবী সৃষ্টি করেছিল, যে হাত “পর্বতগুলিকে স্থানান্ত র করেন, তাহারা তাহা জানে না” (ইয়োব ৯:৫), সেই হাত ধূলার এই জীবকে ধরে নিয়ে পর্বতের ও তাঁর সকল উত্তমতার সামনে দিয়ে চলে গেলেন । PPBeng 230.4

মোশি তার এই নিশ্চয়তা ও অভিজ্ঞতাকে রাজনৈতিক অথবা সৈনিকদের নেতারূপে মিসরের সমস্ত শিক্ষার চেয়ে অসীম মূল্যবান বলে জ্ঞান করলেন । পৃথিবীর কোন ক্ষমতা অথবা শিক্ষার দক্ষতা ঈশ্বরের চিরন্তন উপস্থিতির স্থান পূরণ করতে পারে না । PPBeng 230.5

মোশি একাকী অনন্ত জীবের সম্মুখে দাঁড়িয়ে রইলেন, কিন্তু তিনি ভীত ছিলেন না কেননা তার হৃদয় তার স্রষ্টার সহিত ঐক্যতানে ছিল। “যদি চিত্তে অধর্ম্মের প্রতি তাকাইতাম, তবে প্রভু শুনিতেন না।” গীতসংহিতা ৬৬:১৮। কিন্তু “সদাপ্রভুর গূঢ় যন্ত্রণা তাঁহার ভয়কারীদের অধিকার, তিনি তাহাদিগকে আপন নিয়ম জানাইবেন। গীতসংহিতা ২৫:১৪। PPBeng 231.1

সদাপ্রভু নিজেই ঘোষণা করলেন, “সদাপ্রভু, সদাপ্রভু, স্নেহশীল ও কৃপাবান ঈশ্বর, ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান; সহস্র সহস্র { পুরুষ } পর্য্যন্ত দয়ারক্ষক, অপরাধের ও পাপের ক্ষমাকারী; তথাপি তিনি অবশ্য (পাপের) দন্ড দেন।” PPBeng 231.2

“তখন মোশি ত্বরা করিলেন, ভূমিতে নত মস্তক করিলেন।” সদাপ্রভু অনুগ্রহযুক্ত হয়ে ইস্রায়েলদের প্রতি তাঁর দয়া নূতন করতে প্রতিজ্ঞা করলেন এবং এমন সব অলৌকিক কাজ করতে প্রতিজ্ঞা করলেন যা “সমস্ত পৃথিবীতে ও যাবতীয় জাতির মধ্যে” আর কখনও করা হয়নি। প্রথম থেকে যেমন করা হয়েছিল, এই সমস্ত সময় একই ভাবে মোশিকে আশ্চর্য্যভাবে রক্ষা করা হয়েছিল । ঈশ্বরের আদেশে তিনি পাথরের দু'টি ফলক তৈরী করেছিলেন এবং তা তিনি তার সাথে করে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়েছিলেন; আর আবারও অর্থা দশটি আজ্ঞা সদাপ্রভু “সেই দুইটি পাথরে ব্যবস্থার বাক্যগুলি লিখিলেন ।” PPBeng 231.3