Go to full page →

মিথ্যা অনুশোচনার একটি দৃষ্টান্ত PPBeng 274

মোশি যখন লোকদের স্বর্গীয় সিদ্ধান্ত জ্ঞাপন করলেন, তারা বুঝতে পারল যে তাদের যথার্থ শাস্তিই মিলেছে । অবিশ্বস্ত দশজন গুপ্তচর ইস্রায়েলদের চোখের সামনেই আঘাত প্রাপ্ত হয়ে ধ্বংস হল; আর তাদের ভাগ্য লিপিতে লোকেরা তাদের নিজদের ধ্বংসও পড়তে পারল । PPBeng 274.4

এখন মনে হলো যে তারা প্রকৃতই অনুশোচনা করছে; কিন্তু তাদের অনুতাপ তাদের অকৃতজ্ঞতা ও অবাধ্যতার জন্য ছিল না, বরং তা ছিল তাদের মন্দ কাজের ভয়ঙ্কর ফলাফলের জন্য। যখন তারা দেখতে পেল যে সদাপ্রভু নম্র, হচ্ছেন না তখন তাদের আত্ম-ইচ্ছা আবার জেগে উঠল ও তারা ঘোষণা করল যে তারা মরুপ্রান্তরে ফিরে যাব না। ঈশ্বর তাদের বাহ্যিক আত্ম-নিবেদনের পরীক্ষা করে দেখলেন যে ইহা যথার্থ ছিল না। তাদের হৃদয়ে কোন পরিবর্তন আসেনি এবং যে কোন ছুতাই তারা আগের মত বিদ্রোহী হয়ে উঠছিল। যখন তাদের পাপ তাদের নিকট পূর্ণরূপে প্রকাশ করা হয়েছিল তখন যদি তারা প্রকৃতই অনুতাপ ও ক্রন্দন করত তবে তাদের জন্য এই শাস্তির ঘোষণা করা হত না; কিন্তু তারা বিচারের ভয়ে ক্রন্দন করেছিল। তাদের অনুতাপ প্রকৃত অনুতাপ ছিল না, তাই এই দন্ডাদেশ প্রত্যাহার করা হল না । PPBeng 274.5

ঐ রাত্রিটিই বিলাপে কাটল, কিন্তু ভোরবেলা তারা তাদের কাপুরুষতা পরিহার করতে সিদ্ধান্ত নিল । যখন ঈশ্বর তাদের ঐ দেশ দখল করতে আদেশ দিলেন, তখন তারা তা করতে অস্বীকার করল; এবং এখন যখন তাদের পিছু হটতে বলা হল তখন তারা সমভাবে বিদ্রোহী হয়ে উঠল । PPBeng 275.1

ঈশ্বর এটা তাদের একটি সুযোগ ও কর্তব্যরূপে নিরূপণ করেছিলেন যে তারা তার দ্বারা নির্দ্ধারিত সময়ে ঐ দেশে প্রবেশ করবে, কিন্তু তাদের ইচ্ছাকৃত অবহেলার দরুণ ঐ অনুমতি বিলুপ্ত করা হল। স্বর্গীয় নিষেধ সত্ত্বেও শয়তান এখন তাদের সেই কাজ করতে প্ররোচিত করল যখন ঈশ্বর যা করতে বলার পর তারা তা করতে অস্বীকার করেছিল। যার ফলে সে তাদের দ্বিতীয়বার বিদ্রোহ করতে পরিচালিত করল। তারা চিৎকার করে বলল, “আমরা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছি; আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর সমস্ত আজ্ঞানুসারে উঠিয়া গিয়া যুদ্ধ করিব।” দ্বিতীয়। ১:৪১। তারা কত ভয়ঙ্কর ভাবে অন্ধ হয়ে গিয়েছিল। সদাপ্রভু তাদের কখনও বলেন নি যে “উঠিয়া গিয়া যুদ্ধ কর।” তার উদ্দেশ্য এই ছিল না যে তারা যুদ্ধ দ্বারা দেশ জয় করবেন বরং তার উদ্দেশ ছিল যে তারা তার আদেশের প্রতি পূর্ণ বাধ্যতা দ্বারা তা জয় করবে। PPBeng 275.2

“আমরা...পাপ করিয়াছি,” এই বলে তারা স্বীকার করল যে দোষ রয়েছে তাদের ভিতর, যে ঈশ্বরকে আগে প্রতিজ্ঞা পূরণে ব্যর্থতার জন্য দায়ী করেছিল তার মধ্যে নয়। যদিও তাদের স্বীকারোক্তি প্রকৃত অনুতাপ হতে উদ্ভুত হয় নি, তথাপি এটি ঈশ্বরের ন্যায়পরায়ণতার সত্যতা প্রমাণ করল। PPBeng 275.3

বর্তমান কালেও সদাপ্রভু একই ভাবে তার ন্যায় বিচার স্বীকৃতির মাধ্যমে তার নামের মহিমা প্রকাশ করে থাকে। অন্ধকারের কাজ প্রকাশার্থে ঈশ্বর ভিন্ন ভিন্ন বিপরীত মুখী সংস্থাকে নিযুক্ত করে থাকেন। যদিও যে আত্মা মন্দ কাজে লিপ্ত হয়েছিল তা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয় না, তথাপি যে সকল স্বীকারোক্তি করা হয় তা দ্বারা ঈশ্বরের নামের গৌরব হয় এবং তার যে সকল বিশ্বস্ত সমর্থকদের বাধা দান করা হয়েছিল ও ভুল বুঝা হয়েছিল তাদের ন্যায্যতা প্রমাণিত হয়। পরিশেষে যখন ঈশ্বরের ক্রোধ প্রকাশিত হবে তখনও একইরূপ ঘটনা ঘটবে। তার দন্ডাদেশের ন্যায়পরায়ণতা প্রত্যেক পাপীই বুঝতে পারবে ও স্বীকার করবে। PPBeng 275.4