স্বর্গীয় দন্ডাদেশের পরও ইস্রায়েলরা কনান দেশ অধিকার করার জন্য প্রস্তুত ছিল। ঈশ্বরের আদেশ ও তাদের নেতাদের নিষেধ সত্ত্বেও তারা শত্রু- সেনার বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করল । PPBeng 276.1
মোশি তাদের পেছনে পেছনে দৌড়ে গিয়ে এই সতর্কবাণী উচ্চারণ করলেন, “এখন সদাপ্রভুর আদেশ কেন লঙ্ঘন করিতেছ? ইহা ত সফল হইবে না। তোমরা উঠিয়া যাইও না, কারণ সদাপ্রভু তোমাদের মধ্যে নাই, গেলে তোমর৷ শত্রুসম্মুখে পরাস্ত হইবে।” PPBeng 276.2
কনানীয়রা শুনতে পেয়েছিল যে এই লোকদের একটি রহস্যপূর্ণ শক্তি রক্ষা করে থাকে, তাই এখন তাদের বাধা দেবার জন্য একটি শক্তিশালী সৈন্যদল প্রস্তুত করল। আক্রমণকারী সৈন্যদের কোন নেতা ছিল না। ঈশ্বর যেন তাদের বিজয় দান করেন এই লক্ষ্যে কোন প্রার্থনাও করা হল না। যদিও সমর বিদ্যায় তারা প্রশিক্ষণপ্রাপ্ত ছিল না, তথাপি তারা আশা করল যে প্রচন্ড আক্রমণ দ্বারা তারা সমস্ত বাধার উপর জয়লাভ করবে। যে শত্রুরা তাদের আক্রমণ করতে ভরসা পায় নি সেই শত্রুদের তারা হট্কারীতার সহিত সম্মুখ যুদ্ধে আহবান জানাল । PPBeng 276.3
কনানীয়রা একটি পাথুরে উঁচু স্থানে দলবদ্ধ হল যে স্থান কেবল মাত্র অত্যন্ত বিপদ সঙ্কুল খাড়া পথে পৌঁছানো সম্ভব ছিল। যিহুদীদের জনাধিক্যতা পরাজয়কে আরো ভয়ঙ্কর করে তুলল। বৃহ শিলা গড়িয়ে পড়তে থাকল ও তাদের পথ মৃতদের রক্তে রঞ্জিত করে তুলল। যারা পরিশেষে খাড়া পথের ক্লান্তি বহন করে উচ্চ ভূমিতে উঠল, তারা প্রচন্ড বাধার মোকাবেলা করল ও অনেক জীবন হারিয়ে পিছু হটতে বাধ্য হল। ইস্রায়েলদের সৈন্যদল সম্পূর্ণভাবে পরাভূত হল । PPBeng 276.4
যে শত্রুরা ভয়ে কম্পমান অবস্থায় ইস্রায়েলদের সৈন্য বাহিনীর আগমনের অপেক্ষায় ছিল, তারা এখন তাদের বাধা দান করতে আত্ম-বিশ্বাস দ্বারা অনুপ্রাণীত হল। ঈশ্বর তার লোকদের জন্য যে সকল আশ্চর্য্য কাজ করেছিলেন বলে তারা শুনেছিল, সে সকল এখন তারা মিথ্যা বলে জানল; তারা বুঝতে পারল যে ভয়ের কোন কারণই নাই। ইস্রায়েলদের এই প্রথম পরাজয়, কনানীয়দের সাহসী দৃঢ়চেতা করে তুলল, যার ফলে বিজয় লাভের সম্ভাবনাকে অধিকতর কঠিন করে তুলল । PPBeng 277.1
তাদের উপর জয়লাভকারী শত্রুদের নিকট হতে পালিয়ে মরুপ্রান্তরে যাওয়া ছাড়া ইস্রায়েলদের আর কোন গত্যান্তর থাকল না, আর তারা এখন নিশ্চিতরূপে জানল যে এই মরুপ্রান্তরেই তাদের প্রজন্মের কবরস্থান হবে । PPBeng 277.2