Go to full page →

আখন অনুতাপ করতে অস্বীকার করে PPBeng 352

কোটি কোটি ইস্রায়েলদের মধ্যে মাত্র একজনই ঈশ্বরের আদেশ অমান্য করতে সাহস করেছিল। শিনিয়র দেশের অত্যন্ত মূল্যবান পোশাকটি আখনের প্রলোভন সৃষ্টির মূলে ছিল; এমনকি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও সে এটি সম্বন্ধে উক্তি করেছিল “উত্তম একখানা বাবিলীয় শাল।” যখন সে ঈশ্বরের গণিমতের উদ্দেশে রক্ষিত সোনা ও রূপা চুরি করল, তখন সে কনানের প্রথম ফসল হতে ঈশ্বরকে বঞ্চিত করল। দশ আজ্ঞার অমান্যকারী ও কোন সময়ই একটু তিরস্কৃত পর্য্যন্ত হয় না। এই পাপের গুরুত্ব ও তার ভয়ঙ্কর ফলাফল আখনের ইতিহাস হতে শিক্ষা করা উচিত। PPBeng 352.1

লাভের জন্য লোভ করা আখনের এমন একটি অভ্যাসে পরিণত হয় যে শেষ পর্য্যন্ত তা তাকে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলে এবং এই বাঁধন থেকে মুক্তি পাওয়া তার জন্য অসম্ভব হয়ে দাঁড়ায়। ইস্রায়েলদের জন্য বিপদের আহবান করাকে সে অবশ্যই ভয় করত; কিন্তু পাপের কারণে তার বিচার-ক্ষমতা লোপ পেয়েছিল, আর যখন প্রলোভন উপস্থিত হল, সে সহজে তার ফাঁদে পা দিল । PPBeng 352.2

আখনকে যে ভাবে যিরীহোর লুণ্ঠিত দ্রব্য গ্রহণ করতে মানা করা হয়েছিল, তদ্রূপ আমাদেরও লোভ করতে সুনির্দিষ্ট নিষেধ করা হয়েছে। আমাদের সতর্ক করা হয়েছে, “তোমরা ঈশ্বর ও ধন উভয়ের দাসত্ব করিতে পার না।” “সাবধান, সর্বপ্রকার লোভ হইতে নিজদিগকে রক্ষা করিও।” লোভের নামও যেন তোমাদের মধ্যে না হয়।” মথি ৬:২৪; লূক ১২:১৫; ইফিষীয় ৫:৩। আমাদের সামনে রয়েছে আখন, যিহূদা, অননীয় ও সফিরার ভয়ঙ্কর পরিণাম। এদের সকলের পেছনে রয়েছে শয়তান। এই সকল সতর্কবাণী সত্ত্বেও, প্রলোভন বেড়েই চলেছে। PPBeng 352.3

প্রত্যেক জায়গায়ই এর পিচ্ছিল পথ দেখা যায়। এটি পরিবারের মধ্যে মতভেদের সৃষ্টি করে ; এটি দরিদ্রদের মধ্যে ধনীদের প্রতি ক্রোধ ও ঘৃণার সৃষ্টি করে; এটি দরিদ্রদের প্রতি ধনীদের কঠিন অত্যাচারের কারণ হয়ে দাঁড়ায় আর এই মন্দতা শুধু পৃথিবীতে নয় মন্ডলীর মধ্যেও রয়েছে। স্বার্থপরতা, লোভ, দান বিমুখতা, এবং “দশভাগের এক ভাগে ও দানে” ঈশ্বরকে ঠকানো, এই সমস্ত কত সচরাচরই না দেখা যায়। অনেকেই এসে মন্ডলীতে বসে ও সদাপ্রভুর ভোজে অংশ নেয়, কিন্তু তাদের অধিকারভুক্ত জিনিসের মধ্যে লুকানো রয়েছে অন্যায় লাভ যা ঈশ্বরের শাপগ্রস্ত। “উত্তম একখানা বাবিলীয় শালের” জন্য অনেকেই স্বর্গের আশা পরিত্যাগ করে থাকেন। দরিদ্রদের দুঃখের কান্নায় কান দেয়া হয় না; বিভিন্ন প্রকার কর্মকান্ড বিশ্বাসীদের বিশ্বাসকে মিথ্যা প্রতিপন্ন করে; তথাপি লোভী ব্যক্তি সম্পদ সংগ্রহে ব্যস্ত থাকে। সদাপ্রভু বলেন, “মনুষ্য কি ঈশ্বরকে ঠকাইবে? তোমরা ত আমাকে ঠকাইয়া থাক।” মালাখী ৩:৮ । PPBeng 352.4