যাদের তাঁর ন্যায় বিচার সম্পন্ন করার কথা ছিল তাদের মধ্যে একজন ঈশ্বরের আদেশ অমান্য করেছে। এখন এই অমান্যকারীর জন্য সমস্ত জাতিকে দায়ী করা হয়েছে। “তাহারা সেই অপবিত্র দ্রব্যের কিছু লইয়াছে, আবার চুরি, করিয়াছে...আবার নিজেদের সামগ্রীর মধ্যে তাহা রাখিয়াছে।” লটারীর মাধ্যমে দোষীকে খুঁজে বের করা হবে, আর বিষয়টি কিছুকালের জন্য সন্দেহের মধ্যেই রাখা হয় যেন লোকেরা তাদের করণীয় নির্দ্ধারণ করতে পারে এবং নিজদের হৃদয়ের মধ্যে অনুসন্ধান করে ও ঈশ্বরের নিকট আত্ম-সমর্পণ করে। PPBeng 350.5
খুব ভোরে সাধু যিহোশূয় লোকদের একত্রিত করলেন, এবং একটি গম্ভীর ও দর্শনীয় অনুষ্ঠান শুরু হল। ধাপে ধাপে অনুসন্ধানের কাজ এগিয়ে চল। ভয়ঙ্কর পরীক্ষাটিও নিকটবর্তী হতে লগল। প্রথমে বংশ, তারপর পরিবার, এবং তারপর ব্যক্তির পরীক্ষা করা হল, এবং ঈশ্বর আপন অঙ্গুলীর সংকেতে দেখালেন যে যিহূদা বংশীয় কর্মির পুত্র আখন ইস্রায়েলদের জন্য বিপদ ডেকে এনেছে। সাধু যিহোশূয় আখনকে অভিশাপের ভয় দেখিয়ে সত্য কথা বলতে গভীর ভাবে অনুরোধ করলেন। হতভাগ্য লোকটি তার অপরাধ পুরোপুরী স্বীকার করল । “সত্য, আমি ইস্রায়েলের ঈশ্বরের বিরুদ্ধে পাপ করিয়াছি ।...আমি লুট করা দ্রব্যের মধ্যে উত্তম একখানা বাবিলীয় শাল, দুইশত শেকল রৌপ্য, ও পঞ্চাশ শেকল পরিমিত এক থান সোনা দেখিয়া লোভে পড়িয়া হরণ করিয়াছি; আর দেখুন, সে সকল আমার তাঁবুর মধ্যে ভূমিতে লুকান রয়েছে।” কর্মীরা নির্দিষ্ট স্থানের মাটি সরাল, “আর দেখ, তাহার তাঁবুর মধ্যে তাহা লুকান রহিয়াছে, আর নীচে রৌপ্য ছিল। আর তাহারা সে সকল লইয়া যিহোশূয়ের কাছে আনিল, এবং সদাপ্রভুর সম্মুখে তাহা বিস্তার করিল ।” PPBeng 351.1
সাধু যিহোশূয় বললেন, “তুমি আমাদিগকে কেন ব্যাকুল করিলে? অদ্য সদাপ্রভু তোমাকে ব্যাকুল করিবেন।” আর যেহেতু আখনের পাপের জন্য লোকদের দায়ী করা হয়েছিল এবং এর ফলে তারা শাস্তি ভোগ করেছিল, তারা তাকে শাস্তি দানে অংশ গ্রহণ করবে। “সমস্ত ইস্রায়েল তাহাকে পাথর মারিল।” বংশাবলি পুস্তকে তার স্মৃতি এ ভাবে উদ্ধৃত হয়েছে “আখন ইস্রায়েলের কন্টক হইয়াছিল।” ১ বংশাবলি ২:৭। PPBeng 351.2
ঈশ্বরের শক্তির শক্তিশালী প্রকাশ ও তাঁর সুনির্দিষ্ট ও গুরুত্বপূর্ণ আদেশ সত্ত্বেও আখন এই পাপ করেছিল। শুধু যে স্বর্গীয় শক্তিই ইস্রায়েলদের বিজয় দান করেছিল, তারা যে নিজের শক্তিতে যিরীহো দখল করে নি, এই সত্য, তাদের লুণ্ঠিত দ্রব্য গ্রহণ করতে যে আদেশ করা হয়েছিল, তাতে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছিল। ঈশ্বর এই শক্তিকেন্দ্রকে পরাজিত করেছিলেন, আর এর মধ্যস্থ সমস্ত কিছুসহ শহরটিকে তাঁর উদ্দেশে উৎসর্গ করে দিতে হবে। PPBeng 351.3