“অহীটুবের পুত্র অহীমেলকের একটি মাত্র পুত্র রক্ষা পাইলেন; তাঁহার নাম অবিয়াথর; তিনি দায়ূদের কাছে পলাইয়া গেলেন। অবিয়াথর দায়ূদকে এই সংবাদ দিলেন যে, শৌল সদাপ্রভুর যাজকগণকে বধ করিয়াছেন। দায়ূদ অবিয়াথরকে কহিলেন, ইদোমীয় দোয়েগ সে স্থানে থাকাতে আমি সেই দিনই বুঝিয়াছিলাম যে, সে নিশ্চয়ই শৌলকে সংবাদ দিবে। আমিই তোমার পিতৃকুলের সমস্ত প্রাণীর বধের কারণ। তুমি আমার সহিত থাক, ভীত হইও না; কেননা যে আমার প্রাণনাশের চেষ্টা করে, সেই তোমার প্রাণনাশের চেষ্টা করিতেছে; কিন্তু আমার সঙ্গে তুমি সুরক্ষিত থাকিবে।” PPBeng 481.1
যেহেতু শৌল তখনও তাদের অনুসন্ধান করছিল তাই দায়ূদের সাহসী দল সীফের মরুপ্রান্তরে আত্মগোপন করলেন। যখন দায়ূদের জীবনে কোন উজ্জল আলো প্রায় ছিল না, তখন সহসা একদিন যোনাথন দায়ূদের সাথে দেখা করতে আসলেন। দুই বন্ধু তাদের বিভিন্ন অভিজ্ঞতার কাহিনী একে অপরকে বলেন, আর যোনাথন দায়ূদকে এই বলে উসাহিত করলেন, “ভয় করিও না, আমার পিতা শৌলের হস্ত তোমাকে পাইবে না, আর তুমি ইস্রায়েলের উপরে রাজা হইবে, এবং আমি তোমার দ্বিতীয় হইব, ইহা আমার পিতা শৌলও জানেন।” বিতাড়িত পলাতক এতে খুবই উসাহিত হলেন। “পরে তাহারা দুইজন সদাপ্রভুর সাক্ষাতে নিয়ম স্থির করিলেন। আর দায়ূদ বনে থাকিলেন; কিন্তু যোনাথন গৃহে গেলেন । ” PPBeng 481.2
সীফের লোকেরা গিবিয়াতে শৌলের নিকট সংবাদ পাঠাল যে তারা জানে দায়ূদ কোথায় আত্মগোপন করেছেন এবং রাজাকে ঐ স্থানে নিয়ে যেতে পারবে। দায়ূদকে যখন তাদের এই বাক্য জানানো হল তখন তিনি নিজ স্থান পরিবর্তন করে মায়োন ও মৃত সাগরের মধ্যবর্তী পাহাড়ে আশ্রয় লইলেন । PPBeng 481.3
আবারও শৌলের নিকট সংবাদ পাঠানো হল, “দেখুন, দায়ূদ ঐন্-গদীর প্রান্তরে আছে। তাহাতে শৈল সমস্ত ইস্রায়েল হইতে মনোনীত তিন সহস্র লোক লইয়া বনচ্ছাগের শৌল সকলের উপরে দায়ূদের ও তাহার লোকদের অন্বেষণে গমন করিলেন।” দায়ূদের দলে মাত্র ছয়শ’ লোক ছিল। যিশয়ের পুত্র একটি নির্জন গুহায় এরপর কি করা প্রয়োজন এই জন্য পরিচালনার অপেক্ষা করলেন। PPBeng 481.4
যখন শৌল পর্বতের উপরে দায়ূদের অনুসন্ধান করছিলেন, তখন তিনি একা সেই গুহায় প্রবেশ করলেন যেখানে দায়ূদ ও তার সঙ্গীরা আত্মগোপন করেছিলেন । যখন দায়ূদের লোকেরা শৌলকে দেখতে পেল তখন তারা তাদের নেতাকে অনুরোধ জানাল যেন শৌলকে হত্যা করা হয়। রাজা এখন পুরোপুরী তাদের ক্ষমতার আওতায়- আর ইহা নিশ্চিত প্রমাণ দিচ্ছিল যে ঈশ্বর নিজেই শত্রুকে তাদের হাতের মুঠোয় এনে দিয়েছেন যেন তারা তাকে হত্যা করতে পারে। দায়ূদ নিজেও এই মত পোষণ করতে যাচ্ছিলেন যখন তার বিবেক তাকে বলে উঠল, “সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তির প্রতি হাত উঠাইতে যাইও না” । দায়ূদের লোকেরা তাদের সেনাপতিকে ঈশ্বরের বাক্য স্মরণ করালেন, “দেখ, আমিই তোমার শত্রুকে তোমার হস্তে সমর্পন করিব, তখন তুমি তাহার প্রতি যাহা ভাল বুঝিবে, তাহাই করিবে। তাহাতে দায়ূদ উঠিয়া গুপ্তরূপে শৌলের পোষাকের অগ্রভাগ কাটিয়া লইলেন । ” PPBeng 482.1
যখন শৌল গুহার বাইরে গিয়ে দায়ূদের অনুসন্ধান করছিলেন, তখন সহসা “হে আমার প্রভু মহা রাজা” শব্দে তিনি চমকে উঠলেন। কে তাকে সম্বোধন করল? যিশয়ের পুত্র, যাকে তিনি হত্যা করতে অনুসন্ধান করে বেড়াচ্ছেন। দায়ূদ রাজার কাছে মস্তক নোয়ালেন, তারপর শৌলকে বললেন, “দেখুন, আপনি অদ্য নিজ চোখে দেখিতেছেন, অদ্য এই গুহার মধ্যে সদাপ্রভু আপনাকে আমার হস্তে সমর্পণ করিয়াছিলেন, এবং কেহ আপনাকে হত্যা করিবার পরামর্শ দিয়াছিল, কিন্তু আপনার উপরে আমার মমতা হইল, আমি বলিলাম, আমার প্রভুর বিরুদ্ধে হস্ত বিস্তার করিব না, কেননা তিনি সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তি। আর হে আমার পিতা, দেখুন; হাঁ, আমার হস্তে আপনার বস্ত্রের এই অঞ্চল দেখুন; কেননা আমি আপনার পোশাকের অগ্রভাগ কাটিয়া লইয়াছি, তথাপি আপনাকে বধ করি নাই, ইহাতে আপনি বিবেচনা করিয়া দেখিবেন, আমি হিংসায় কি অধর্মে হস্তক্ষেপ করি নাই, এবং আপনার বিরুদ্ধে পাপ করি নাই; তথাপি আপনি আমার প্রাণ হরণ করিবার জন্য মৃগয়া করিতেছেন।” PPBeng 482.2
যখন শৌল বুঝতে পারলেন যে তিনি সম্পূর্ণ ভাবেই সেই ব্যক্তির ক্ষমতার আওতায় এসে পড়েছিলেন যার প্রাণ হরণ করার জন্য তিনি ঘুরে বেড়াচ্ছেন। নরম হৃদয়ে তিনি বলে উঠলেন, “হে আমার বস দায়ূদ, এ কি তোমার স্বর? আর শৌল উচ্চৈঃস্বরে রোদন করিলেন।” পরে তিনি দায়ূদের নিকট ঘোষণা করলেন, “আমা অপেক্ষা তুমি ধার্মিক, কেননা তুমি আমার মঙ্গল করিয়াছ, কিন্তু আমি তোমার অমঙ্গল করিয়াছি।...মনুষ্য আপন শত্রুকে পাইলে কি তাহাকে মঙ্গলের পথে ছাড়িয়া দেয়? অদ্য তুমি আমার প্রতি যাহা করিলে, তাহার প্রতিশোধে সদাপ্রভু তোমার মঙ্গল করুন। এখন দেখ, আমি জানি, তুমি অবশ্যই রাজা হইবে, আর ইস্রায়েলের রাজ্য তোমার হস্তে স্থির থাকিবে।” আর দায়ূদ শৌলের সাথে চুক্তি করলেন যে তার বংশ সম্পূর্ণ নির্মূল করবেন না । PPBeng 482.3
দায়ূদ অবশ্য রাজাকে বিশ্বাস করতে পারলেন না, সুতরাং যখন শৌল বাটী ফিরে গেলেন, তখন দায়ূদ ও তার সঙ্গীরা মরু পর্বতে থেকে গেলেন । PPBeng 483.1
যখন মন্দ লোকেরা ঈশ্বরের যাজকদের বিরুদ্ধে কুকাজ করে ও কু- বাক্য বলে তখন ঈশ্বরের আত্মা তাদের সহিত দ্বন্দ্বে লিপ্ত হয়, এবং মাঝে মাঝে তারা তাদের হৃদয় তাদের প্রতি নরম করে যাদের তারা ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু আবার যখন তারা শয়তানের জন্য তাদের হৃদয় দরজা খুলে দেয়, তখন সেই পুরাতন শত্রুতা আবার জেগে উঠে এবং যে কাজের জন্য তারা অনুশোচনা করেছিল, সেই একই কাজে আবার তারা ফিরে যায়। ঐ সকল আত্মাকে শয়তান আরো কার্য্যকারীতার সাথে ব্যবহার করতে পারে কারণ তারা ঈশ্বরের আলোর বিরুদ্ধে পাপ করেছে।’ PPBeng 483.2