“পরে শমূয়েলের মৃত্যু হইল, এবং সমস্ত ইস্রায়েল একত্রিত হইয়া তাঁহার জন্য শোক করিল, আর রামায় তাঁহার বাটীতে তাঁহাকে কবর করিল।” একজন মহান ও উত্তম ভাববাদী এবং একজন বিখ্যাত বিচারক মৃত্যু বরণ করলেন । শৈশব কাল হতে শমূয়েল তার হৃদয়ের সততা সহকারে ইস্রায়েলদের মধ্যে চলাফেরা করেছিলেন। আর যদিও শৌল রাজা ছিলেন, তথাপি শমূয়েলের বিশ্বস্ততা ও ধার্মিকতার জন্য তিনিই অধিক প্রভাবশালী ছিলেন । PPBeng 483.3
লোকেরা দেখতে পেল যে অন্যান্য জাতি হতে পৃথক না থাকার জন্য তারা যে একজন রাজা কামনা করেছিল তাতে একটি বিরাট ভুলই করে ফেলেছে। ঈশ্বরকে ভুলে গিয়ে সমাজ যে অবক্ষয়ের মধ্যে ডুবেছিল তাতে অনেকেই ভীত হয়ে পড়ল। সদাপ্রভুর ভাববাদী শমূয়েলের মৃত্যুতে ইস্রায়েলরা তাই মহাশোকের কান্না কাঁদল। PPBeng 483.4
জাতি তাকে হারাল যার কাছে লোকেরা নিয়ত তাদের সমস্যা নিয়ে উপস্থিত হত...তাকে হারাল যিনি লোকদের স্বার্থ রক্ষার জন্য ঈশ্বরের নিকট অনবরত প্রার্থনা করতেন। “ধার্মিকের বিনতি কার্য্য সাধনে মহাশক্তি যুক্ত।” যাকোব ৫:১৬। রাজাকে প্রায় পাগল বলে মনে হচ্ছিল। সুবিচারের পরিবর্তে অন্যায় বিচার করা হচ্ছিল, এবং বিশৃঙ্খলা শৃঙ্খলার স্থান দখল করেছিল। PPBeng 483.5
শমূয়েলের শেষ ও শান্ত বিশ্রাম স্থানের দিকে তাকিয়ে যখন লোকেরা তাকে তাদের শাসকরূপে অস্বীকার করায় তাদের যে ভুল হয়েছিল তা চিন্তা করত তখন তাদের হৃদয় তিক্ততায় ভরে উঠত; কারণ স্বর্গের সাথে তার যোগাযোগ এত ঘনিষ্ঠ ছিল যে মনে হত তিনি সমস্ত ইস্রায়েলকে ঈশ্বরের ক্ষমতার সহিত বেঁধে রেখেছিলেন। ঈশ্বরকে প্রেম করতে ও তাঁর আজ্ঞা মানতে শয়েল তাদের শিক্ষা দিতেন, কিন্তু এখন তিনি আর নেই। লোকেরা অনুভব করত যে তারা এমন এক রাজার করুণার উপর নির্ভরশীল যিনি শয়তানের সাথে যুক্ত হয়ে পড়েছেন এবং যিনি লোকদের ঈশ্বর ও স্বর্গ হতে দূরে সরিয়ে ফেলবেন। PPBeng 484.1
দায়ূদ জানতেন যে শমূয়েলের মৃত্যুর পর শৌলের কাজে বাধাদানকারী আরেকটি শক্তি ভেঙ্গে পড়ল, এবং ভাববাদীর জীবন কালের চেয়ে এখন তিনি আরো কম নিরাপত্তা বোধ করতে লাগলেন। সুতরাং তিনি পারণ মরুভূমিতে পালিয়ে গেলেন। ভাববাদী মৃত্যু বরণ করেছেন এবং রাজা তার শত্রু এই অনুভূতিতে তিনি নির্জন মরুপ্রান্তরে গাইলেনঃ PPBeng 484.2
তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখ, যিনি ইস্রায়েলের রক্ষক,
তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না।........
সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার
ভিতরে আসা রক্ষা করিবেন, এখন হইতে চিরকাল পর্যন্ত। PPBeng 484.3
গীতসংহিতা ১২১: ৩-৮।