Go to full page →

“সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তির” দুঃখজনক সমাপ্তি PPBeng 494

ইস্রায়েল ও পলেষ্টীয় সৈন্য বাহিনীদ্বয় মারাত্মক যুদ্ধে অবতীর্ণ হল । যদিও ঐদোরের গুহায় তার হৃদয়ের সকল প্রত্যাশার সমাপ্তি ঘটেছিল, তথাপি শৌল অত্যন্ত বীর বিক্রমে যুদ্ধ করলেন। কিন্তু সকলই ব্যর্থ হল। “ইস্রায়েল লোকেরা পলেষ্টীয়দের সামনে হইতে পলায়ন করিল, এবং গিলবোয় পর্বতে আহত হইয়া পড়িতে লাগিল। শৌল দেখতে পেলেন যে তার চতুর্দিকে তার সৈন্যরা মারা পড়ছে আর তার তিন পুত্রও মারা পড়েছে। তিনি নিজেও আহত হয়ে পড়লেন, আর তখন তিনি যুদ্ধ করতে বা পলায়ন করতে সক্ষম ছিলেন না। যেহেতু পলায়ন অসম্ভব ছিল, তাই তিনি পলেষ্টীয়দের হাতে ধরা না পড়ার জন্য নিজ খড়্গের উপর পড়ে গিয়ে আত্ম হত্যা করলেন । PPBeng 494.6

এই ভাবে ইস্রায়েলদের প্রথম রাজা আত্ম-হত্যার দোষ কাঁধে নিয়ে মারা গেলেন। তার জীবন ছিল একটি অকৃতকার্য্য জীবন, এবং তিনি অপমানে ও নৈরাশ্যে মৃত্যুবরণ করলেন । PPBeng 495.1

পরাজয়ের কাহিনী চতুর্দিকে ছড়িয়ে পড়ল, এবং ইস্রায়েলদের মধ্যে প্রচন্ড ভয় উপস্থিত হল। লোকেরা শহর ছেড়ে পালিয়ে গেল এবং পলেষ্টীয়েরা বিনা বাধায় সব কিছু দখল করে নিল । ঈশ্বর বিবর্জিত শৌলের রাজত্বকাল তার লোকদের ধ্বংসের কারণ হল । PPBeng 495.2

পরের দিন পলেষ্টীয়েরা শৌল ও তার তিন ছেলের মৃত দেহ দেখতে পেল । তারা শৌলের মস্তক কেটে নিল ও তার দেহ হতে তার অস্ত্র খুলে নিল । তারপর ঐ রক্তাক্ত মস্তক ও অস্ত্র যুদ্ধের উপহারস্বরূপ পলেষ্টীয়েরা নিজ দেশে পাঠিয়ে দিল, “এবং নিজেদের দেবালয়ে ও লোকদের মধ্যে সেই বার্তা জানাইতে পলেষ্টীয়দের দেশের সর্বত্র প্রেরণ করিল।” এই ভাবে যুদ্ধ জয়ের গৌরব মিথ্যা দেবতাদের উপর আরোপিত হল, এবং ঈশ্বরের নামের অসম্মান হল। PPBeng 495.3

শৌল ও তার ছেলেদের মৃতদেহ বৈৎ-শানের প্রাচীরে শৃঙ্খল দ্বারা টাঙিয়ে রাখা হলো যেন শিকারী পাখীরা সেগুলি ভোজন করে। কিন্তু যাবেশ- গিলিয়দের লোকেরা শৌলের রাজত্বের আনন্দপূর্ণ বৎসরগুলি স্মরণ করল এবং তারা তাদের কৃতজ্ঞতা প্রকাশের জন্য রাজা ও রাজপুত্রদের মৃতদেহগুলিকে শৃঙ্খল হতে নামিয়ে সম্মানের সহিত কবর দিল । এই ভাবে চল্লিশ বৎসর আগে যে মহৎ কাজ করা হয়েছিল, সেই কাজ পরাজয় ও অপমানের এই অন্ধকার মুহূর্তে শোকাহত হৃদয়ের ও নরম হাতের দ্বারা কবরস্থ হবার সুযোগ সৃষ্টি করল । PPBeng 495.4