Go to full page →

৬৭—পূর্বকার ও বর্তমানের যাদুবিদ্যা PPBeng 496

ঐদোরের মহিলার সহিত শৌলের সাক্ষাৎকার বাইবেলের ছাত্রদের জন্য একটি জটিল বিষয়। অনেকেই বলে থাকেন যে শমূয়েল আসলেই উপস্থিত হয়েছিল । কিন্তু বাইবেলে এর বিপরীত সিদ্ধান্ত নেবার পর্যাপ্ত যুক্তি ও প্রমাণ রয়েছে। PPBeng 496.1

শমূয়েল যদি স্বর্গে থাকতেন তবে ঐস্থান হতে তাকে হয় ঈশ্বর নয় শয়তান আহবান করে নিয়ে এসেছিলেন। কেউই এটা বিশ্বাস করতে চাইবে না শয়তানের এমন ক্ষমতা থাকবে যে একটি পরিত্যক্ত মহিলার মন্ত্রকে সম্মান দেখানোর জন্য ঈশ্বর ভাববাদীকে স্বর্গ হতে নামিয়ে নিয়ে আসবে। আর আমরা এও চিন্তা করতে পারি না যে ঈশ্বর তাকে ঐ ডাইনীর গুহায় আসার জন্য আহবান জানাবেন, কেননা সদাপ্রভু স্বপ্ন, উরীম, অথবা ভাববাদীর দ্বারা শৌলের সাথে যোগাযোগ করতে অস্বীকার করেছিলেন। PPBeng 496.2

বাণীই তার উৎসের আসল প্রমাণ। এর লক্ষ্য ছিল না শৌলকে অনুতাপ করার দিকে চালিত করা, কিন্তু এর লক্ষ্য ছিল শৌলের ধ্বংস সাধন করা । এটা ঈশ্বরের কাজ নয়, বরং শয়তানের কাজ। তদুপোরী শাস্ত্র অনুসারে ঈশ্বর যে সকল কারণে শৌলকে পরিত্যাগ করেছিলেন তার একটি হল শৌল যাদুবিদ্যাকারিণীর সহিত পরামর্শ করেছিলেন। “এইরূপে শৌল সদাপ্রভুর বিরুদ্ধে কৃত সত্যলঙ্ঘন হেতু মরিলেন; কারণ তিনি সদাপ্রভুর বাক্য পালন করেন নাই; আবার তিনি অনুসন্ধান করিবার জন্য ভূতড়িয়ার কাছে মন্ত্রণা জিজ্ঞাসা করিয়াছিলেন, সদাপ্রভুর কাছে অনুসন্ধান করেন নাই; তজ্জন্য তিনি তাঁহাকে বধ করিলেন, এবং রাজ্য হস্তান্তর করিয়া যিশয়ের পুত্র দায়ূদকে দিলেন।” ১ বংশাবলি ১০:১৩, ১৪ । শৌল ঈশ্বরের ভাববাদী শমূয়েলের সহিত যোগাযোগ করেন নি, কিন্তু শয়তানের সহিত করেছিলেন। শয়তান আসল শমূয়েল ভাববাদীকে উপস্থিত করতে পারে নি, কিন্তু তার প্রতারণা কার্যকরী করার জন্য এক নকল শমূয়েল উপস্থিত করেছিল। PPBeng 496.3

মৃতদের সাথে যোগাযোগের উপর বিশ্বাস থাকার উপর ভিত্তি করে পুরাকালে যাদুবিদ্যা ও ডাইনী বিদ্যার সৃষ্টি হয়েছিল। যারা যাদুবিদ্যা ও ভুতুড়ে বিদ্যা ব্যবহার করত তারা দাবী করত যে মৃতের আত্মার মাধ্যমে তারা ভবিষ্যৎ জানতে পারে। “আর যখন তাহারা তোমাদিগকে বলে, তোমরা ভূতড়িয়া ও গুণীদিগের নিকটে, যাহারা বিড় বিড় ও ফুসফুস করিয়া বকে, তাদের নিকটে অন্বেষণ কর, প্রজাগণ কি আপনাদের ঈশ্বরের কাছে অন্বেষণ করিবে না? যিশাইয় ৮:১৯ পদ ৷ PPBeng 496.4

পৌত্তলিকদের দেবতাদের মৃত বীরদের আত্মা বলে বিশ্বাস করা হত। এই ভাবে পৌত্তলিকদের ধর্ম ছিল মৃতদের পূজা করা। ইস্রায়েলদের স্বধর্ম ত্যাগ সম্বন্ধে গীত রচক বলেছেন, “তাহারা বাল-পিয়োরের প্রতি আসক্ত হইল, মরাদের বলি ভোজন করিল।” (গীতসংহিতা ১০৬:২৮), অর্থাৎ যে সকল বলি মৃতদের উদ্দেশে দেয়া হয়েছিল । PPBeng 497.1

পৌত্তলিকতার সকল অনুষ্ঠানের মধ্যেই এটা বিশ্বাস করা হয় যে মৃতেরা তাদের ইচ্ছা জীবিতদের জানায়, এবং যখন তাদের পরামর্শ চাওয়া হয়, তখন তারা পরামর্শ দেয় । এমন কি বিশ্বাসীদের দেশেও মৃতদের আত্মার সহিত যোগাযোগ স্থাপন বহুল প্রচলিত হয়ে পড়ছে। ভূতরা মাঝে মাঝে মৃত বন্ধু বা আত্মীয়ের আকার ধরে উপস্থিত হয় এবং তাদের জীবনের সহিত জড়িত ঘটনার বর্ণনা দেয় ও জীবিত থাকা কালে তারা যে সকল কাজ করত তার কিছু কিছু করে দেখায়। এই ভাবে তারা লোকদের মধ্যে বিশ্বাস জন্মায় যে তাদের মৃত বন্ধুরা দূতে পরিণত হয়েছে। অনেকের কাছে এদের বাণী ঈশ্বরের বাক্যের PPBeng 497.2