Go to full page →

শয়তান স্বর্গ হতে বিতাড়িত PPBeng 16

ঈশ্বর শয়তানকে তার কাজ ততক্ষণ পর্যন্ত চালু রাখতে দিলেন যতক্ষণ না অবিশ্বস্ততার আত্মা কার্যকর বিদ্রোহের রূপ নিল। ইহার প্রয়োজন ছিল যে তার পরিকল্পনা সমূহ পূর্ণ রূপ নেয় যাতে তাদের আসল প্রকৃতি প্রত্যেকের নিকট উন্মোচিত হয়। ঈশ্বরের রাজত্ব শুধুমাত্র স্বর্গীয় দূতগণের মধ্যে সীমিত ছিল না, কিন্তু তাঁর সৃষ্ট অন্যান্য পৃথিবীও এর আওতাভুক্ত ছিল। লূসিফর চিন্তা করেছিল যে যদি সে দূতগণকে তার সঙ্গে নিতে পারে তবে অন্যান্য সৃষ্ট পৃথিবীদেরকে ও তার সাথে নিতে পারবে। তার সমস্ত ক্রিয়া-কলাপ এমন ভাবে রহস্যাবৃত ছিল যে এর প্রকৃত প্রকৃতি প্রকাশ করা কঠিন ছিল। এমন কি বিশ্বস্ত দূতগণও তার চরিত্র সঠিক ভাবে মূল্যায়ন করতে এবং তার কাজের ফলাফল নিরূপন করতে সক্ষম হন নি। যা কিছুই সহজ সরল ছিল তা সে রহস্যাবৃত করেছিল, এবং ঈশ্বরের সরল উক্তিকে সে এমন ভাবে বিকৃত করত যে তা সন্দেহজনক মনে হত এবং তার উচ্চ পদমর্যাদা তার উপস্থাপনকে শক্তিশালী করে তুলত। PPBeng 16.1