Go to full page →

অত্যন্ত কঠিন সময়ে মোশির জন্ম হয় PPBeng 170

যখন ঐ আদেশ পরিপূর্ণ ভাবে বহাল ছিল, ইস্রায়েলদের লেবিয় বংশের অম্রম ও যোকেবদের এক পুত্র জন্ম গ্রহণ করে। যেহেতু পিতা-মাতা বিশ্বাস করতেন যে ইস্রায়েলের মুক্তির সময় এগিয়ে আসছে, এবং ঈশ্বর তার লোকদের মুক্তির জন্য একজন মুক্তিদাতার জন্ম দেবেন, তাই তারা সিদ্ধান্ত নিলেন যে তাদের সন্তানকে ত্যাগ করবেন না (নদীতে ফেলবেন না)। ঈশ্বর এর উপর তাদের বিশ্বাস তাদের হৃদয়কে শক্ত করল, “আর রাজার আজ্ঞাতে (তারা) ভীত হইলেন না।” ইব্রীয় ১১:২৩। PPBeng 170.3

মা সন্তানটিকে তিন মাস লুকিয়ে লুকিয়ে রাখলেন। পরে যখন দেখলেন যে তাকে আর নিরাপদে রাখা সম্ভব নয়, তিনি নল-খাগড়া দ্বারা একটি ছোট পেটরা তৈরী করেন, এবং যাতে এতে জল না ঢুকে তার জন্য মাটিয়া তেল ও আলকাতরা লেপে দেন, এরপর বালকটিকে এর মধ্যে শোয়ায়ে রেখে, তিনি নৌকাটিকে নদীর তীরে নলবনে রেখে দেন। তার বোন মরিয়ম ভাইয়ের কি হয় তা দেখার জন্য আশে পাশে থেকে গেল। PPBeng 170.4

ওখানে অন্যান্য প্রহরী ছিলেন। মা তার সন্তানকে ঈশ্বরের হাতে সঁপে দিয়েছিলেন; এবং অদৃশ্য দূতগণ সেই নীচু আশ্রয়-স্থানের উপরে ঘুরতে থাকলেন । দূতগণই ফরৌণের মেয়েকে পরিচালিত করে ঐখানে নিয়ে এলেন। এই ছোট পেটরা তার ঔৎসুক্য জাগাল, এবং তিনি এর মধ্যের ফুটফুটে শিশুকে দেখতে পেলেন, আর ছেলেটির চোখের জল তার সহানুভূতির উদ্রেক করল; সেই সহানুভূতি সেই অপরিচিত মায়ের কথা স্মরণ করাল যাকে নিজ সন্তান রক্ষার জন্য এই প্রক্রিয়া গ্রহণ করতে হয়। তিনি সিদ্ধান্ত নিলেন যে একে বাঁচাতে হবে; তিনি তাকে তার নিজের সন্তানরূপে গ্রহণ করবেন । PPBeng 171.1

মরিয়ম যখন দেখতে পেল যে শিশুটিকে স্নেহের চোখে দেখা হচ্ছে, তখন সে সাহস করে ফরৌণের মেয়ের নিকটবর্তী হল, এবং শেষে বলল, “আমি কি গিয়া আপনার নিমিত্তে এই ছেলেকে দুদ দিবার জন্য স্তন্যদাত্রী একটি ইব্রীয় স্ত্রীলোককে আপনার নিকটে ডাকিয়া আনিব?” তাকে অনুমতি দেয়া হল। PPBeng 171.2

বোনটি তখন সুসংবাদ নিয়ে দৌড়ে তার মার কাছে গেল, এবং অল্পক্ষণের মধ্যেই তার মাকে নিয়ে ফরৌণের মেয়ের নিকট উপস্থিত হল। ফরৌণের কন্যা বললেন, “তুমি এই ছেলেটিকে লইয়া আমার জন্য দুগ্ধ পান করাও; আমি তোমাকে বেতন দিব। PPBeng 171.3