১৩ - অন্তিম সতর্কবাণী
- ভূমিকা
- পুস্তক প্রণেতার পরিচায়িকা
- ১ - মন্দের উৎপত্তি
- ২ - মানব সন্তান ও দিয়াবলের মধ্যে পরস্পর শত্রুতা
- ৩ - মন্দ আত্মাদের প্রতিনিধি
- ৪ - ধর্ম-ভ্রষ্টতা
- ৫ - রােম থেকে লুথারের বিচ্ছেদ
- ৬ - শয়তানের ফাঁদসমূহ
- ৭ - সর্বপ্রথম মহা প্রতারণা
- ৮ - ধর্মধাম কি?
- ৯ - আমাদের মৃতজনেরা কি আমাদের সঙ্গে কথা বলতে পারে?
- ১০ - বিবেকের স্বাধীনতা শঙ্কিত
- ১১ - আসন্ন সংঘাত
- ১২ - শাস্ত্র একটি রক্ষাকবচ
- ১৩ - অন্তিম সতর্কবাণী
- ১৪ - সঙ্কটকাল
- ১৫ - ঈশ্বরের প্রজাদের মুক্তি
- ১৬ - পৃথিবীর জনশূণ্যতা
- ১৭ - সংঘর্ষের পরিসমাপ্তি
Search Results
- Results
- Related
- Featured
- Weighted Relevancy
- Content Sequence
- Relevancy
- Earliest First
- Latest First
- Exact Match First, Root Words Second
- Exact word match
- Root word match
- EGW Collections
- All collections
- Lifetime Works (1845-1917)
- Compilations (1918-present)
- Adventist Pioneer Library
- My Bible
- Dictionary
- Reference
- Short
- Long
- Paragraph
No results.
EGW Extras
Directory
১৩ - অন্তিম সতর্কবাণী
“আমি স্বর্গ হইতে আর এক দূতকে নামিয়া আসিতে দেখিলাম; তিনি মহাক্ষমতাসম্পন্ন এবং তাঁহার প্রতাপে পৃথিবী দীপ্তিময় হইল । তিনি প্রবল রবে ডাকিয়া কহিলেন, “পড়িল, পড়িল মহতী বাবিল; সে ভূতগণের আবাস, সমস্ত অশুচি আত্মার কারাগার, ও সমস্ত অশুচি ও ঘৃণাৰ্হ পক্ষীর কারাগার হইয়া পড়িয়াছে” “পরে আমি স্বর্গ হইতে এইরূপ আর এক বাণী শুনিলাম, হে আমার প্রজাগণ, উহা হইতে বাহিরে আইস, যেন উহার পাপ সকলের সহভাগী না হও, এবং উহার আঘাত সকল যেন প্রাপ্ত না হও । ” প্রকাশিত ১৮:১,২,৪।GrHBen 167.1
এই শাস্ত্রবাক্য ভবিষ্যতের এমন এক সময়ের দিকে নির্দেশ করে যখন প্রকাশিত বাক্য ১৪ অধ্যায়ের দ্বিতীয় দূত দ্বারা ঘােষিত বাবিল পতনের ঘােষণার পুনরাবৃত্তি করা হবে (৮ পদ), সেই সাথে আরও উল্লেখ করা হবে সেই সব ভ্রষ্টতার কথা যা ১৮৪৪ এর গ্রীষ্মে প্রদত্ত প্রথম বার্তা অবধি বাবিলের অন্তর্ভুক্ত বিভিন্ন অঙ্গসমূহে প্রবেশ করে এসেছে । ধর্মীয় জগতের একটা ভয়ানক অবস্থার কথা এখানে বর্ণনা করা হয়েছে। সত্যের বার্তা প্রত্যাখ্যান করতে করতে লােকদের মন ক্রমেই আরও অন্ধকারাচ্ছন্ন হতে থাকবে, তাদের হৃদয় আরাে কঠিন হতে থাকবে, যতক্ষণ না তারা নাস্তি কতাবাদের কুপে পতিত হবার স্পর্ধা করবেন। ঈশ্বরদত্ত সতর্কবাণীর বিরােধিতা করে তারা সেই দশটি আজ্ঞার মধ্যে একটি আজ্ঞাকে পদাঘাত করতে থাকবেন । যারা সেই আজ্ঞকে যত্ন সহকারে লালন করেন, এক পর্যায়ে তারা তাদের উপর অত্যাচরে লিপ্ত হবেন । খ্রীষ্টের বাক্য এবং তাঁর প্রজাদের উভয়ের প্রতি ঘৃণা প্রদর্শনমূলক তাকে অবজ্ঞা করা হলাে। মণ্ডলীসমূহে আধ্যাত্মিকবাদ শিক্ষা গ্রহণ যােগ হওয়াতে মাংসিক হচ্ছে, তাঁর পেশাধারী ধর্মকর্ম হবে অপরাধকে আলখিল্লায় অবৃত করার মাধ্যমে। ভৌতিক প্রদর্শনীর প্রতি বিশ্বাস প্রতারণার আত্মা এবং দিয়াবলের মতবাদের অভিমুখে যাওয়ার রাস্তা খুলে দেয়। অতঃপর মণ্ডলীসমূহ মন্দ দূতের প্রভাব অনুভূত হবে ।GrHBen 167.2
এই ভবিষ্যদ্বাণী উচ্চারিত হওয়ার সময় বাবিলের বিষয় ঘােষণা করা হয়: “উহার পাপ আকাশ পর্যন্ত সংলগ্ন হইয়াছে এবং ঈশ্বর উহার অপরাধ সকল স্মরণ করিয়াছেন।” প্রকাশিত ১৮৫। বাবিল তাঁর পাপের মাত্রা পরিপূর্ণ রূপে ব্যবহার করেছে, আর সে পতনের দ্বারে অবস্থান করছে । কিন্তু এখনও বাবিলে ঈশ্বরের লােক রয়েছে; আর তাঁর বিচার আসবার। আগেই বিশ্বস্তদেরকে ডাকা হবে যেন তারা বাবিলনের “পাপের ভাগী না হয় এবং উহার আঘাত সকল যেন প্রাপ্ত না হয়। অতঃপর সেই অন্দোলনের প্রতীক স্বরূপ স্বর্গ হতে আগত দূত তাঁর মহিমায় পৃথিবীকে আলােকিত করে উচ্চরবে বলিষ্ঠ কণ্ঠে বাবিলের পাপসমূহ উচ্চারণ করলেন । দূতের সেই বার্তার সাথে সামঞ্জস্যপূর্ণ আহ্বানে শােনা গেল; “হে আমার প্রজাগণ, উহা হইতে বাহিরে আইস।” এই ঘােষণা এবং তৃতীয় দূতের বার্তা একত্রে মিলে পৃথিবী নিবাসীদের প্রতি দাতব্য অন্তিম সতর্কবাণীর রূপ নিয়েছে ।GrHBen 167.3
জগত যে বিচারের মুখােমুখী হতে যাচ্ছে তা ভয়াবহ। ঈশ্বরের আজ্ঞাসমূহের বিপক্ষে যুদ্ধ করার উদ্দেশ্যে পৃথিবীর কর্তৃত্ব শক্তিগুলাে ঘােষণা জারী করবে যে, “ক্ষুদ্র ও মহান, ধনী ও দরিদ্র, স্বাধীন ও দাস, সকলকেই” ভ্রান্ত বিশ্রামদিন পালনের মাধ্যমে মণ্ডলীতে প্রচলিত প্রথার বশ্যতা স্বীকার করতে হবে (প্রকাশিত যভলত ১৩:১৬)। যারা এতে সম্মতি দিবে না তাদেরকে শাস্তি দেয়ার অন্য আইনের সাহায্য নেয়া হবে, রায় দেয়া হবে যে। তারা মৃত্যুদণ্ডের যােগ্য। অপরদিকে সৃষ্টিকর্তার নির্দেশিত বিশ্রামবার পালনে আনুগত্য দাবি করে এবং যারা তা লঙ্ঘন করবে তাদের প্রতি গভীর রােষ প্রদর্শিত হবে ।GrHBen 168.1
বিষয়টি পরিষ্কারূপে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে বিধায়, যে কেউ মানুষ্যসৃষ্ট আইন পালনের জন্য ঈশ্বরের পরিবর্তে সেই ক্ষমতার আনুগত্যের চিহ্ন গ্রহণ করে যা সে নিজেই মনােনয়ন করেছে, সে পশুর ছাপ ধারণ করে। স্বর্গীয় সতর্কবাণী হল: “যদি কেহ সেই পশু ও তাহার প্রতিমূৰ্ত্তির ভজনা করে, আর নিজ ললাটে কি হস্তে ছাব ধারণ করে, তবে সেই ব্যক্তিও ঈশ্বরের সেই ‘রােষ মদিরা পান করিবে, যাহা তাহার কোপের পানপাত্রে, অমিশ্রিতরূপে প্রস্তুত হইয়াছে।” প্রকাশিত যলত ১৪:৯,১০ ।GrHBen 168.2
তবে ঈশ্বরের রােষ মদিরা একজনের উপরে তখনই বর্তিত হয় যখন সে তাঁর জ্ঞানে ও বিবেক দ্বারা সত্যকে জেনেও তা প্রত্যাখ্যান করে । অনেকেই রযেছেন যারা এই সময়ের বিশেষ সত্য জানার সুযােগ পান নি। যাদের সামনে চতুর্থ আজ্ঞার নিজ আলােতে তাঁর বাধ্যবাধকতার বিষয় তুলে ধরা হয়নি। যিনি সাবার অন্তর্যামী এবং প্রতিটি অভিপ্রায় বিবেচনায় আনেন, যারা সত্যের অনুসন্ধান করে তিনি তাদের দ্বন্দ্বের বিষয়গুলাের ব্যাপারে তাদেরকে বঞ্চিত করেন না। লােকদের উপর অন্ধের মত বলবৎ করার জন্য এ রায় নয়। প্রত্যেকে বুন্ধিপূর্বক তার সিদ্ধান্ত নেয়ার জন্য পর্যাপ্ত জ্ঞানের আলাে প্রাপ্ত হবেন ।GrHBen 168.3
বিশ্রামবার পালন হবে বাধ্যতার মহাপরীক্ষা, কারণ এ হচ্ছে। সত্যের একটা বিশেষ মতবিরােধের বিষয়। মানুষের উপরে যখন অন্তিম পরীক্ষা আনা হবে, তখন যাহারা ঈশ্বরের সেবা করে ও যাহারা ঈশ্বরের সেবা করে না তাহাদের মধ্যে বিভেদের রেখা অঙ্কিত হবে । একটি দল যারা ঈশ্বরের সেবক - তাঁর প্রতি অনুগত্য থেকে সত্য বিশ্রামবার পালন করে সৃষ্টিকর্তার প্রতি বাধ্যতার প্রমাণ দেবে; আর অন্য দলটি রাষ্ট্রের আইনের সাথে সামঞ্জস্য রেখে ও চতুর্থ আজ্ঞার বিরােধিতামূলক ভ্রান্ত বিশ্রামবার পালন করে ঈশ্বরের বিরুদ্ধাচারীদের ক্ষমতার প্রতি আনুগত থেকে সত্য বিশ্রামবার পালনে সৃষ্টিকর্তার প্রতি অবাধ্যতার প্রমাণ দেয় । এক শ্রেণীর লােক যখন পার্থিব ক্ষমতার বশ্যতার প্রতীকস্বরূপ সেই পশুর ছাব গ্রহণ করে, তখন অরেক শ্রেণী স্বর্গীয় ক্ষমতার প্রতি আনুগত্যের চিহ্ন মনােনয়ন করে ঈশ্বরের [missing]GrHBen 169.1
ইতঃপূর্বে যারা তৃতীয় স্বর্গদূতের সত্য বার্তা প্রচার করেছেন তাদেরকে এভাবে গণ্য করা হয়েছে যে তারা অকারণে আতঙ্ক ছড়িয়ে। বেড়াচ্ছে। যুক্তরাষ্ট্র ধর্মীয় অসহিষ্ণুতার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং যারা ঈশ্বরের আজ্ঞা পালন করবে তাদেরকে অত্যাচার করতে মণ্ডলী এবং রাষ্ট্র একজোট হবে- এই ভবিষ্যদ্বাণীগুলােকে ভিত্তিহীন এবং অবান্তর বলে ঘােষণা করা হয়েছে। আস্থার সাথে ঘােষণা করা হয়েছে যে এই দেশ পূর্বের চাইতে অভিন্ন কোন কিছুতে পরিণত হতে পারেই না-এটা ধর্মীয় স্বাধীনতার রক্ষক । কিন্তু রবিবার পালনে চাপ প্রয়ােগের প্রশ্নটা ব্যাপকভাবে উত্থাপিত হবার সাথেই এতদিনের সন্দেহ এবং অবিশ্বাস আসন্ন প্রায় প্রতীয়মান হচ্ছে, আর সেই তৃতীয় বার্তা এমন এক প্রভাব ফেলবে যা আগে সম্ভবপর ছিল না ।GrHBen 169.2
প্রত্যেক প্রজন্মেই ঈশ্বর জগতের এবং মণ্ডলীতে উভয় জায়গাতেই পাপকে ভৎর্সনা করতে তাঁর দাসদের পাঠিয়েছেন। কিন্তু লােকেরা আশা করে যে তাদের কাছে মধুর মধুর বিষয়গুলি নিয়েই কথা বলা হােক, আর খাঁটি এবং অকপট সত্য তাদের কাছে অগ্রাহ্য হয়। এমন অনেক সংস্কার সাধক রয়েছেন যারা তাদের কর্ম জীবনে প্রবেশের পর মণ্ডলী এবং জাতীয় অপরাধসমূহ ধরিয়ে দিতে যথেষ্ট বিচক্ষণতা অবলম্বনে বদ্ধ পরিকর। তারা আশা করেছেন, বিশুদ্ধ খ্রীষ্টীয় জীবন যাপনের আদর্শ দ্বারা তারা লােকদেরকে বাইবেলের মতবাদে ফিরিয়ে আনবেন। কিন্তু তাদের উপর ঈশ্বরের আত্মা। এলেন যেমনি এলিয়ের কাছে এসেছিলেন, একজন দুষ্ট রাজা ও এক ধর্মভ্রষ্ট জাতিকে ব্রভাবে তিরস্কার করে জাগ্রত করার জন্য যে সমস্ত মতবাদ তুলে ধরতে একদা তারা অনিচ্ছুক ছিলেন এখন তারা বাইবেলের সে সমস্ত সরল উক্তিগুলাে প্রচার করা থেকে বিরত থাকতে পারছিলেন না। প্রবল আগ্রহ নিয়ে সত্যের বার্তা ঘােষণা করার জন্য তারা সক্রিয় হলেন এবং মানুষের ভীতিসৃষ্টিকারী বিপদের সতর্কবাণীও ঘােষণা করলেন । ঈশ্বর তাদের মুখে যে। বাক্য দিয়েছিলেন সেগুলাে তারা নির্ভয়ে ব্যক্ত করলেন পরিণতির ভয় না করে, আর সেই বিপদ সংকেত না শুনে লােকদের কোন উপায় ছিল না।GrHBen 169.3
এভাবে তৃতীয় দূতের বার্তা প্রচারিত হবে । এই বার্তা যখন সর্বোচ্চ শক্তির সাথে প্রচারের সময় আসবে, তখন ঈশ্বর যারা তাঁর সেবায় নিজেদেরকে সমর্পন করেন, তাদের মনকে পরিচালিত করে নম্ৰাত্মাদের মাধ্যমে কাজ করবেন। সেই কার্যকারীগণ প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণগত যােগ্যতার পরিবর্তে পবিত্র আত্মার উদ্দীপনার মাধ্যমে যােগ্যতা অর্জন করবেন । বিশ্বাস এবং প্রার্থনাশীল লােকেরা ঈশ্বর তাদেরকে যে সব বাক্য দিয়েছেন সেগুলাে স্বর্গীয় উদ্দীপনার সাথে সামনে এগিয়ে গিয়ে ঘােষণা করবেন । বাবিলর সব পাপ দৃষ্টিগােচর করা হবে । পৌর কর্তৃপক্ষের দ্বারা সৃষ্ট মণ্ডলীর নিয়ম-কানুন জোর পূর্বক পালন করানাের ভয়ানক পরিণতি, প্রেতাত্মবাদে প্রবেশের পথ, পােপীয় ক্ষমতার গুপ্ত অথচ দ্রুত অগ্রগতি এসব কিছুই প্রকাশ হয়ে পড়বে। এই সব গুরুগম্ভীর সতর্কবাণী শুনে লােকেরা আলােড়ণ প্রণােদিত হবেন । হাজার হাজার লােক এতে কর্ণপাত করবেন যারা কখনও এমন ধরণের কথা শােনেননি। তারা অবাক হয়ে শুনবেন যে, বাবিল হচ্ছে মণ্ডলীর প্রতীক, এবং এর পতনের কারণ হলাে তাঁর ভুলত্রুটি এবং পাপ, স্বর্গ থেকে প্রাপ্ত সত্য প্রত্যাখ্যান । লােকেরা যখন আগ্রহের সাথে তাদের প্রাক্তন গুরুদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, এসব কি সত্যি? তখন সেই পরিচারকেরা কল্পকথা শুনান নিঝঞাট পরিবেশের ভবিষ্যদ্বানী করেন যেন সেই জাগ্রত বিবেক স্তিমিত হয়ে যায় । কিন্তু যেহেতু বহু সংখ্যক লােক শুধু এজগতের লােকদের কর্তৃত্বে অস্বীকৃতি জানিয়ে “সদাপ্রভু কহেন”, এরূপ সরল আদেশের দাবী করেন, সেহেতু জনপ্রিয় সেই পরিচর্যা কর্তৃপক্ষ প্রাচিন কালের ফরীশীদের মত তাদের কর্তৃত্বে কোনরূপ প্রশ্ন করার ফলে ক্রোধ পরিপূর্ণ হন এবং সেই সতর্কবানীকে শয়তানের বলে ঘােষণা করেন এবং পাপ প্রিয় জনতাকে উত্তেজিত করে যেন তারা সেই সর্তকবাণী ঘােষণাকারীদের নামে কুৎসা রটায় এবং তাদেরকে অত্যাচার করে ।GrHBen 170.1
এই সংঘটিত নব নব ক্ষেত্রে বিস্তৃত হবার এবং লােকদের মন ঈশ্বরের পদদলিত আজ্ঞার দিকে ফিরাবার সাথে সাথেই, শয়তান বিচলিত হয়। এই বার্তায় সাথে যুক্ত যে শক্তি রয়েছে তা সেই বার্তায় বিরােধীদেরকে উন্মত্ত করবে। যাজকবর্গ সেই সত্যের আলাে যেন তাদের মেষপালের উপরে জ্যোতি না দেয় তজ্জন্য তা রুদ্ধ করার লক্ষ্যে সকল প্রকার প্রচেষ্টায় রত থকবেন । এসব অত্যাবশ্যক প্রশ্নাদির আলােচনা যে কোন উপায় অবলম্বনে সচেষ্ট হবেন। মণ্ডলী পৌর ক্ষমতার শক্তিশালী হাতের জন্য আবেদন করে । আর উক্ত কার্যক্রমে পােপত্ববাদী এবং প্রােটেষ্টান্টগণ ঐক্যবদ্ধ হয়। রােববার পালনের আইন বলবৎ করার আন্দোলন জোরালাে এবং সুনিশ্চিত হবার সাথে সাথে তা আজ্ঞা পালনকারীদের বিরুদ্ধে প্রয়ােগ করা হবে। তাদেরকে জরিমানা এবং কারাদণ্ডের হুমকি দেয়া হবে, আর কতকজনকে তাদের বিশ্বাস থেকে স্থলিত করার উদ্দেশ্যে প্রভাবশালী ক্ষমতার লােভ, অনান্য পুরস্কার এবং সুবিধাবাদীর লােভ দেখানাে হবে। কিন্তু তাদের দৃঢ় উত্তর হবে: “ঈশ্বরের বাক্যের সমর্থনে আমাদেরকে দেখিয়ে দিন আমাদের ভুল। কোথায়”—অনুরূপ পরিস্থিতির শিকার লুথার যে প্রার্থনা করেছিলেন , এটাও সেরকমই। বিচারালয়ে জবাবদিহি করতে গিয়ে তারা সত্যের এক জোরালাে সমর্থন করে, এবং তাদের কথা যারা শােনে, তাদের অনেকেই ঈশ্বরের যাবতীয় আভা পালনের সংকল্প গ্রহণ করে। এ ভাবেই বহু সংখ্যক লােকের সাক্ষাতে সত্য আনীত হবে যা অন্য উপায়ে জানা হত না।GrHBen 171.1
ঈশ্বরের বাক্যে ধর্মভীরু বিদ্রোহ বলে বিবেচিত হবে। শয়তানের প্রভাবে বিরােচিত হয়ে, পিতা-মাতা ধর্ম বিশ্বাসী সন্তানের প্রতি কঠোরতা ও কর্কশতা প্রয়ােগ করবে। গৃহকর্তা অথবা গৃহকত্রী ঈশ্বরের আজ্ঞাপালনকারী দাস-দাসীদের অত্যাচার করবে। স্নেহ-প্রীতি বিচ্ছিন্ন হবে; সন্তানদের উত্তরাধিকার থেকে বাঞ্চিত করে ঘর ছাড়া করা হবে। পৌলের বক্তব্য আক্ষরিক ভাবে পূর্ণ হবেঃ যতলােক ভক্তিভাবে খ্রীষ্ট যীশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে, সেই সকলের প্রতি তাড়না ঘটিবে ২ তিমথীয় ৩:১২ । রবিবার বিশ্রাম দিনকে সমাদর করতে অস্বীকার করলে তাদের সকলকেGrHBen 171.2
কারাগারে নিক্ষেপ করা হবে, কাউকে নির্বাসিত করা হবে । কারাে সঙ্গে ক্রীতদাসের মত ব্যবহার করা হবে। মানবীয় জ্ঞানে এক্ষনে এসব অসম্ভব মনে হয়; তবে যখন ঈশ্বরের সংযমের আত্মাকে তুলে নেয়া হবে এবং যখন তারা শয়তানের নিয়ন্ত্রণাধীন হয়ে পড়বে যা কিনা ঐশ্বরিক নীতিমালা ঘৃণা করে। সেখানে অদ্ভুত ও অসাধারণ উন্নয়ন ঘটবে । যখন ঈশ্বরের ভয় এবং প্রেম দূর হয় তখন হৃদয় অতি নিষ্ঠুর হয়ে উঠতে পারে ।GrHBen 172.1
প্রচণ্ড ঝড় অগ্রসর হতে থাকলে তৃতীয় দূতের বার্তায় ভানকারী বিশ্বাসী বৃহৎ দল, যারা সত্যের প্রতি আজ্ঞাবহতার মাধ্যমে পবিত্ৰীকৃত হয়নি, তারা তাদের অবস্থান পরিত্যাগ করে বিরােধীদের দলে যােগ দান করে । জগতের সঙ্গে সংযুক্ত হয়ে এবং তাঁর মনােভাব গ্রহণ করে তারা প্রায় একই আলােকে বিষয়গুলি দেখে এসেছে; আর যখন পরীক্ষা আনায়ন করা হয় তারা সহজ এবং জনপ্রিয় দিক মনােনয়নে প্রস্তুত তালন্ত ধারী লােক, যারা একবার সত্যে আনন্দ করেতুিল; তারা আত্মাগণকে প্রতারিত করতে এবং ভুল পথে পরিচালিত করতে তাদের শক্তি ব্যবহার করে। তারা পূর্বকার ভ্রাতৃগণের পালনকরীদের তাদের বিশ্বাসে জবাবদিহি করতে বিচারালয়ে নীত হতে হয়। এই ধর্ম ভ্রষ্টলােকেরা তাদেরকে মিথ্যা পরিচয় দিতে এবং দোষারােপ করতে এবং মিথ্যা বিকৃত এবং কটুক্তি দ্বারা তাদের বিরুদ্ধে শাসনকর্তাদেরকে উত্তেজিত করতে তারা শয়তানের অতি সুক্ষ প্রতিনিধি। ক্ষমতার বাইরে তাদেরকে বিনাশের ভয় দেখানাে হয়। যে আশ্রয়ে তারা উৎসাহিত হয়েছিল, তা চলে গেছে; তথাপি তা থেকে পিছু পা হতে পারে না । অতঃপর তারা অনুভব করে যে তারা সম্পূর্ণ অসহায়; এবং শক্তির জন্য মহাপরাক্রমী ব্যক্তির স্মরণাপন্ন হয়। তাদের মনে পড়ে যায় যে বক্তব্য তারা রেখেছেন, তা তাদের নয়। তবে যিনি তাদের আদেশ করেছেন তারা সতর্ক বাণী দিয়েছেন। ঈশ্বর তাদের হৃদয়ে সত্য স্থাপন করেছেন, আর তারা তা ঘােষণা করা থেকে বিরত থাকতে পারে না। অতীতে ঈশ্বরের লােকেরা এই অভিজ্ঞতা অর্জন করেছে। ওয়াইকি, লিফ, হাস, লুথার, টিণ্ডেল, বাক্সটার; ওয়েসলী জোর দিয়ে বলেছেন যে তারা সর্বপ্রকার শিক্ষা বাইবেলের সাথে পরীক্ষা করে ঘােষণা দিলেন যে যা কিছু এর নিন্দা করে তা বর্জন করবেন । এই সব ব্যক্তিদের বিরুদ্ধে প্রচণ্ড ভাবে উৎপীড়িত হয়েছে, তথাপি সত্য ঘােষণায় তারা নিবৃত হয়নি ।GrHBen 172.2
এই তাড়নার সময়ে প্রভুর দাসদের বিশ্বাসের পরীক্ষা করা হবে । তারা ঈশ্বরের এবং তাঁর বাক্যে দিকে চেয়ে বিশ্বস্তভাবে সতর্কবানী প্রচার করেছেন । ঈশ্বরের আত্মা, তাদের অন্তরে চালিত হয়ে, তাদেরকে কথা বলতে বাধ্য করেছেন। পবিত্র আত্মা উৎসাহিত হয়ে এবং প্রবল ঐশ্বরিক আবেগ তাদের মধ্যে অবস্থিতি করায় তারা তাদের কর্তব্য সম্পাদনে প্রবেশ করেছেন এবং তা করতে গিয়ে লােকদের কাছে বলার জন্যে সদাপ্রভু যে বাক্য তাদেরকে প্রদান করেছেন, ঠাণ্ডা মাথায় তাঁর পরিণামের হিসেব না করেই তা করেছেন। তারা তাদের পার্থিব স্বার্থ বিবেচনা করেননি। কিংবা তাদের সুনাম অথবা তাদের জীবন সংরক্ষণের প্রয়াস পাননি। তথাপি যখন বিরােধ ও ভৎসনার ঝড় তাদের ওপরে আছড়ে পড়ে, কোন কোন লােক ভয় ও আতঙ্কে অভিভূত হয়ে এই আবেগ বিস্ময়ের উক্তি করতে প্রস্তুত হবে: আমাদের বক্তব্যের পরিণামের পূর্ব ধারণা “যদি আমাদের থাকত, তবে আমরা শান্তি বজায় রাখতে পারতাম।” তারা সমস্যা বেষ্টিত। শয়তান তাদের ওপর প্রচণ্ড প্রলােভনের দ্বারা আক্রমণ চালায়। তারা যে দায়িত্বভার হাতে নিয়েছে মনে হয় তা সম্পাদন করা তাদের পক্ষে অসম্ভব। মণ্ডলীর ইতিহাসের বিভিন্ন সময়ে এদের প্রত্যেকে সেইকালের লােকদের প্রয়ােজনের সঙ্গে খাপ খাইয়ে কোন বিশেষ সত্য সম্প্রসারণ করে প্রাধান্য লাভ করেছেন। প্রতিটি নতুন সত্য ঘৃণা ও বিরােধীতার বিপক্ষে তাঁর পথ করে নিয়েছে; যারা এর আলাে দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল তারা প্রলােভিত এবং পরীক্ষিত হয়েছে। সংকট ও জরুরী সময়ে সদাপ্রভু লােকদের জন্যে বিশেষ সত্য প্রদান করে থাকেন। এটি প্রচারে অস্বীকার করতে কে সাহস করবে? তিনি তাঁর দাসদের জগতের কাছে অনুগ্রহের শেষ নিমন্ত্রণ জানাবার আদেশ দিয়েছেন। জীবনের ভয়ানক ঝুঁকি ব্যতীত তারা নীরব থাকতে পারে না। খ্রীষ্টের প্রতিনিধি দূতগণের সঙ্গে পরিণতির কোন সম্পর্ক নেই। তাদেরকে অবশ্যই তাদের কাজ করে যেতে হবে এবং ফলাফল ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হবে ।GrHBen 173.1
বিরােধীতার প্রচণ্ডতা উচ্চতর মাত্রায় পৌছালে, ঈশ্বরের সেবকগণ পুনরায় বিচলিত ও হতবুদ্ধি হন, সেই কারণে তাদের কাছে এটা মনে হতে পারে যে, তারা সঙ্কট আনয়ন করেছেন। তবে বিবেকের কাছে ও ঈশ্বরের বাক্যের দ্বারা তারা আস্বস্ত হন যে তারা ঠিক পথেই চলেছেন, আর যদিও পরীক্ষা প্রলােভন চলতে থাকে, তা সহ্য করতে তারা শক্তিমন্ত হন । সংগ্রাম আরাে ঘনীভুত ও তীক্ষ্ম হয়। তবে তাদের বিশ্বাস ও সাহস সঙ্কটের প্রয়ােজনীয়তা অনুযায়ী বৃদ্ধি পায়। তাদের সাক্ষ্য এই “জগতের আনুকূল্য লাভের জন্য আমরা ঈশ্বরের বাক্যের সঙ্গে অশুচি হস্তক্ষেপ করতে পারি না, তাঁর পবিত্র ব্যবস্থা বিভক্ত করে, এক অংশকে প্রয়ােজনীয় এবং অপর অংশকে অপ্রয়ােজনীয় বলে অভিহিত করতে পারি না। আমরা যে প্রভুর সেবা করি, তিনি আমাদেরকে উদ্ধার করতে সমর্থ । খ্রীষ্ট জগতের শক্তিসমূহকে জয় করেছেন, আর ইতােপূর্বে বিজিত এই জগৎকে আমরা ভয় পাব কেন?”GrHBen 173.2
বহুবিধ পদ্ধতিতে তাঁর অত্যাচার একটি নীতির বিকাশ যা শয়তানের স্থিতিকাল পর্যন্ত বিদ্যমান থাকবে, এবং খ্রীষ্ট ধর্মের প্রবল জীবনীশক্তি রয়েছে । ঈশ্বরের সেবা করতে গিয়ে কেউই তাঁর বিপক্ষ, অন্ধকারের বাহিনীর বিরােধীতা করার জন্য নিজেকে অন্তর্ভুক্ত না করে পারে না। তাঁর প্রভাব তাদের কবল থেকে শিকার কেড়ে নিচ্ছে এই আশঙ্কায় দুষ্ট দূতেরা তাকে প্রচণ্ড আক্রমণ করবে । দুষ্টগণ তাঁর আক্রমণে তিরস্কৃত হয়ে, চাঞ্চল্যকর প্রলােভন দ্বারা তাকে ঈশ্বরের নিকট থেকে পৃথক করার জন্য তাদের সঙ্গে মিলিত হবে। এসব সফল না হলে তখন বিবেককে বশ করতে এক বাধ্যতামূলক শক্তি প্রয়ােগ করা হবে ।GrHBen 174.1
কিন্তু যতদিন যাবৎ যীশু উর্ধ্বে মানুষের মধ্যস্থরূপে থাকবেন, শাসকগণ ও সাধারণ লােক পবিত্র আত্মার নিয়ন্ত্রণকারী প্রভাব অনুভব করবে । পবিত্র আত্মা এখনও কিছু পরিমাণে দেশের আইনকে নিয়ন্ত্রণ করে । এই সব ব্যবস্থা ব্যতিরেকে, জগতের বর্তমান অবস্থা এর চেয়েও অনেক খারাপ হত । যদিও শাসকদের অনেকেই শয়তানের সক্রিয় প্রতিনিধি, দেশের অগ্রগণ্য লােকদের মধ্যে ঈশ্বরের প্রতিনিধিও রয়েছেন। বিপক্ষ তাঁর অনুচরদের মধ্যে এমন সব পদ্ধতির প্রস্তাব নিয়ে বিচরণ করে, যা ঈশ্বরের কাজে বহুলাংশে বাধা সৃষ্টি করে । তবে যেসব রাজনৈতিক ব্যক্তি প্রভুকে ভয় করেন, পবিত্র দূতগণ দ্বারা প্রভাবিত হয়ে তারা উত্তর দেবার অসাধ্য যুক্তি দিয়ে মন্দের প্রভাবশালী বিরােধিতা করেন। এভাবে কতিপয় লােকে মন্দের প্রভাবশালী প্রবাহকে নিয়ন্ত্রণে রাখবেন । সত্যের শত্রুদের বিরােধীতা দমন করা হবে, যেন তৃতীয় দূতের বার্তা তাঁর কাজ করতে পারে । যখন অন্তিম। সতর্কবাণী প্রদান করা হবে, তখন এইসব অগ্রগণ্য লােকদের মনােযােগ আকর্ষিত হবে, যাদের মাধ্যমে প্রভু এমন কাজ করছেন এবং তাদের কেউ কেউ তা গ্রহণ করবেন এবং সঙ্কটের সময় ধরে তারা ঈশ্বরের লােকদের সঙ্গে দণ্ডায়মান থাকবেন ।GrHBen 174.2
যে দূত তৃতীয় দূতের বার্তা ঘােষণায় সংযুক্ত থাকবেন, তিনি তাঁর মহিমার সমুদয় জগৎ আলােকিত করবেন। এখানে বিশ্বব্যাপী কার্য এবং অসাধারণ শক্তির ভবিষ্যদ্বাণী করা হয়েছে। ১৮৪০-৪৪ দ্বিতীয় আগমনের আন্দোলন ছিল ঈশ্বরের শক্তির এক গৌরবময় প্রকাশ; প্রথম দূতের বার্তা পৃথিবীর প্রত্যেক মিশনারীর কর্মস্থলে বহন করে নিয়ে যাওয়া হয়েছিল; এবং কোন কোন দেশে যা ষােড়শ শতাব্দীর ধর্ম সংস্কারের জন্য তা ছিল কোন দেশের পক্ষে তেমন মহা ধর্মীয় মনােযােগের প্রকাশ; তবে তৃতীয় দূতের অন্তিম সাবধানবাণীর অন্তর্গত মহৎ আন্দোলনের দ্বারা এই সবের মাত্রা অনেক বেশী অতিক্রম করবে ।GrHBen 175.1
কাজটি পঞ্চাশত্তমীর দিনের কাজের অনুরূপ হবে । সুসমাচারের প্রথম আবির্ভাবের সময়ে পবিত্র আত্মার বর্ষণে যেমন “প্রথম বর্ষা প্রদান করা হয়েছিল, যাতে বহুমূল্য বীজের অঙ্কুরােদগম হয় ছিল, তেমনি তাঁর সমাপ্তিতে “শেষ বর্ষা” প্রদান করা হবে, যেন ফসল পুষ্ট হয়ে থাকতে পারে । “আইস, আমরা সদাপ্রভুকে জ্ঞাত হই, ২৪াত হইবার জন্য অনুধাবন করি; অরুণোদয়ের ন্যায় তাহার উদয় নিশ্চিত; আর তিনি আমাদের নিকটে বৃষ্টির ন্যায় আসিবেন, ভূমি-সেচনকারী শেষ বর্ষার ন্যায় আসিবেন।” হেশেয় ৬৪৩। “আর হে সিয়ােনসন্তানগণ, তােমরা উল্লাসিত হও, তােমাদের ঈশ্বর সদাপ্রভুতে আনন্দ কর, কেননা তিনি তােমাদিগকে যথাপরিমাণে অগ্রীম বৃষ্টি দিলেন, এবং প্রথমতঃ তােমাদের নিমিত্ত অগ্রীম ও উত্তর বর্ষার জল বর্ষাইলেন ।” যােয়েল ২:২৩। “শেষকালে এইরূপ হইবে, ইহা ঈশ্বর বলিতেছেন, আমি মৰ্ত্তমাত্রের উপরে আপন আত্মা সেচন করিব।”GrHBen 175.2
“আর এইরূপ হইবে, যে কেহ প্রভর নামে ডাকিবে, সেই পরিত্রাণ পাইবে।”প্রেরিত ২:১৭, ২১। প্রেরিত পিতর দৃষ্টি প্রসারিত করে বলেছেন; “অতএব তােমরা মন ফিরাও, ও ফির যেন, তােমাদের পাপ মুছিয়া ফেলা হয়, যেন এইরূপে প্রভুর সম্মুখ হইতে তাপশান্তির সময় উপস্থিত হয়, এবং তােমদের নিমিত্ত পূর্বনিরূপিত খ্রীষ্টকে, যীশুকে, তিনি যেন প্রেরণ করেন ।” - প্রেরিত ৩:১৯, ২১।GrHBen 175.3
ঈশ্বরের দাসগণ তাদের মুখমণ্ডল পবিত্র উৎসর্গীকরণ ও উজ্জ্বল দীপ্তিশালী হয়ে, ঈশ্বরদত্ত স্বর্গবাণী প্রচার করতে স্থান থেকে স্থানান্তরে ত্বরা করবেন। হাজার কন্ঠে সমস্ত জগৎ জুড়ে সতর্কবাণী প্রদত্ত হবে । অলৌকিক কার্য সাধিত হবে, পীড়িতরা আরােগ্য লাভ করবে, চিহ্নকার্য ও অদ্ভুত লক্ষণ বিশ্বাসীদের অনুগমন করবে । শয়তানও মিথ্যার পরাক্রম সহ কাজ করে, এমনকি লােকদের সাক্ষাতে স্বর্গ হতে অগ্নি নামায় । প্রকাশিত বাক্য ১৩:১৩। এভাবে জগৎনিবাসী তাদের আপন আপন পক্ষ সমর্থনের সন্ধিক্ষণে উপনীত হবে।GrHBen 175.4
তর্কবিতর্কে নয় পরম্ভ বার্তা বহন করা হবে ঈশ্বরের আত্মার গভীর বিশ্বাসে । যুক্তি উপস্থাপন করা হয়েছে । বীজ বপন করা হয়েছে আর এখন। তা গজিয়ে উঠবে এবং ফল ধারণ করবে। ধর্ম প্রচারকদের দ্বারা বিতরিত পুস্তক ও পত্রিকাদি তাদের প্রভাব বিস্তার করেছে, তথাপি যাদের মন প্রভাবিত হয়েছিল তাদের অনেককেই তা সম্পূর্ণ হালয়ঙ্গম করতে অথবা আনুগত্য প্রদর্শন করতে বিরত করা হয় । এক্ষণে আলাের কিরণ সর্বত্র প্রবেশ করে, সত্যকে স্পষ্টতায় দেখা যায়, আর ঈশ্বরের অকপট সন্তানগণ তাদেরকে আটকে রাখা বন্ধনী ছিন্ন করেন। পারিবারিক যােগসূত্র ও মণ্ডলীর সম্পর্ক এখন তাদের ধরে রাখতে শক্তিহীন । যে কোন জিনিস বা সম্পর্কের চেয়ে সত্য মূল্যবান । সত্যের বিরুদ্ধে শক্তিশালী সংঘবদ্ধ হওয়া সত্ত্বেও এক বৃহৎ জনসংখ্যা ঈশ্বরের পক্ষ সমর্থনে তাদের সংকল্প নেয়।GrHBen 176.1