শেষকালিন ঘটনাবলি
Bengali (বাঙ্গালি)
EnglishAbkhazianAfrikaansAkawaioAlbanian (Shqiptare)AltayAmharic (አማርኛ)Arabic (عربى)Armenian (Հայերեն)AssameseAvarAzerbaijani (Azərbaycan)BandungBatakBosnian (Bosanski)Bulgarian (Български)BuluBurmese (မြန်မာနိုင်ငံ)CaribCatalan (Català)CebuanoChewaTshilubaChinese (中文)ChitongaCroatian (Hrvatski)Czech (Čeština)Danish (Dansk)DariDutch (Nederlands)EsperantoEstonian (Eesti Keel)EweFalam FaroeseFarsi (فارسی)FijianFinnish (Suomalainen)French (Français)GaroGeorgian (Ქართული)German (Deutsch)Greek (Ελληνικά)GreenlandicGujarati (ગુજરાતી)GusiiHakhaHausaHebrew (עִברִית)HiligaynonHindi (हिन्दी)HmarHungarian (Magyar)Icelandic (Íslenska)IgboIlocanoIndonesian (Indonesia)Italian (Italiano)Japanese (日本語)KabardianKannada (ಕನ್ನಡ)Kazakh (Қазақ)KhasiKhmer (ខ្មែរ)KikuyuKinandeKinyarwandaKiribatiKirundiKonjo Korean (한국어)KoryakKurdish (Kurdî)Kyrgyz (Кыргызча)LaoLatvian (Latviski)Lithuanian (Lietuvių)LoziLugandaLuhyaLuoMaasaiMacedonian (Македонски)MalagasyMalay (Melayu)Malayalam (മലയാളം)ManipuriMaoriMaraMarathi (मराठी)Mauritian CreoleMizoMongolianMontenegrinNdebeleNepali (नेपाली)NorwegianNyoro (Tooro)OdiaOromoOvamboPampanganPangasinanPapiamentoPashtoPolish (Polskie)Portuguese (Português)Punjabi (ਪੰਜਾਬੀ)RarotonganRomanian (Română)Russian (Русский)RusynSamoan (Samoa)SantaliSerbian (Српски)Serbo-CroatianSgaw KarenShonaSinhala (සිංහල)Slovak (Slovenský)SlovenianSomali SothoSpanish (Español)Swahili (Kiswahili)Swedish (Svenska)TagalogTahitianTaiwaneseTajik (Тоҷикӣ)Tamil (தமிழ்)Telugu (తెలుగు)Thai (ไทย)Tok PisinTonganTswanaTumbukaTurkish (Türkçe)TurkmenTwiUkrainian (Українська)Urdu (اردو)Uzbek (O'zbek)VendaVietnamese (Tiếng Việt)Welsh (Cymraeg)Xhosa (Isixhosa)YorubaZomiZulu
By Ellen Gould Whitebn
Book code: LDEBeng
Bibliography
ISBN:
Citation: White, E. G. (1999) শেষকালিন ঘটনাবলি.
bn
Retrieved fromhttp://text.egwwritings.org/book/b14742
শেষকালিন ঘটনাবলি - Contents
- পাঠকের প্রতি
-
-
- আমাদের প্রভুর বৃহ ভবিষ্যদ্বাণী
- আকাশমন্ডলে বা আকাশে চিহ্নাবলি
- পৃথিবীতে চিহ্নাবলি
- ভাক্ত ভাববাদী
- একজন ভাক্তভাববাদীর সহিত একটি অভিজ্ঞতা
- অতিভোজন এবং অমিতাচার
- সন্ত্রাসী কার্যকলাপ
- যুদ্ধ এবং বিপর্য্যয়
- প্রকান্ড অগ্নি গোলক
- ভূমিকম্প ও জলপ্লাবন
- অপরাধ, দূর্ভিক্ষ, মহামারী
- দুর্যোগে ঈশ্বরের উদ্দেশ্য
- আগামী ঘটনাবলী ঈশ্বরের হস্তে রহিয়াছে।
- পৃথিবীর বিষয়াদির নিমিত্ত স্বর্গের মনোযোগ
-
- শিষ্যেরা খ্রীষ্টকে তাহার প্রত্যাবর্তন সম্পর্কে জিজ্ঞাসা করে
- খ্রীষ্টের প্রত্যাবর্তনের সময় অজ্ঞাত
- আমাদের বার্তা সময় নির্ধারণ নহে
- সময় নির্ধারণ অবিশ্বাসে পরিচালিত করে
- ১৮৪৪ খ্রীষ্টাব্দের পরে কোন সময় নির্ধারক ভবিষ্যদ্বাণী নাই
- ঈলেন হোয়াইট তাহার সময়েই খ্রীষ্টের প্রত্যাবর্তন আশা করিয়াছিলেন
- বিলম্বের ব্যাখ্যা
- ঈশ্বরের প্রতিজ্ঞাসমূহ শর্ত পূর্ণ
- খ্রীষ্ট কি জন্য অপেক্ষা করিতেছেন
- ঈশ্বরের ধৈর্য্যশীলতার একটি সীমা
- পাপ প্রায় ইহার সীমা স্পর্শ করিয়াছে
- ঈশ্বরের মহাদিনকে আমাদের মনের সম্মুখে রাখিতে হইবে
- সময়ের সংক্ষিপ্ততা
-
- ঈশ্বরের লোকেরা তাঁহার আজ্ঞা সকল পালন করে
- তাহাদের নিকট যীশুর সাক্ষ্য রহিয়াছে
- তাহাদের “উল্লেখ যোগ্য” বাইবেল ভিত্তিক ধর্মীয়মতবাদ
- সেভেন্থ-ডে অ্যাডডেন্টিষ্টগণের স্বতন্ত্র কাৰ্য্য
- সেভেন্থ-ডে অ্যাডডেন্টিষ্ট মন্ডলী সংগঠিত হইবার কারণ সমূহ
- সংগঠন সর্বদাই প্রয়োজন হইবে।
- ঈশ্বরের মন্ডলীর বিশেষ ক্ষমতা
- একটি আধ্যাত্মিক দুর্বলতা ও অজ্ঞতার (অন্ধত্বের) সময়
- মন্ডলীর প্রধান কার্য্যালয়গুলিতে ক্ষমতার অপব্যবহার
- অভিজ্ঞ নেতৃবৃন্দ ঈশ্বরর পক্ষে কথা বলে না
- একটি নূতন সম্প্রদায়ের প্রয়োজন নাই
- ঈশ্বর সকলই সুবিন্যস্ত করিবেন
- দায়িত্ব বন্টন করিবার জোরালো সুপারিশ
- ১৯০১ খ্রীষ্টাব্দের জেনারেল কনফারেন্স অধিবেশন সাড়া প্রদান করে
- এসডিএ সংগঠনের উপর আস্থা পুনর্ব্যক্ত
- ডব্লিউ, সি, হোয়াইটের একটি বিবৃতি
- তখনও আধ্যাত্মিক পুনর্জাগরণ প্রয়োজন
- তাহার লোকদের প্রতি ঈশ্বরের ধৈর্য্য
- যাহারা তাহার প্রতি বিশ্বস্ত ঈশ্বর তাহাদের সহিত কার্য্য করেন
- প্রদত্ত জ্যোতি অনুযায়ী বিচারিত
- ইস্রায়েলের ইতিহাস আমাদের নিকট একটি সতর্কবাণী
- রণমুখী মন্ডলী ত্রুটিপূর্ণ
- বিজয়ী মন্ডলী বিশ্বস্ত এবং খ্রীষ্টের ন্যায় হইবে
-
- একটি দ্বিগুনিত জীবন
- খ্রীষ্টে দৃঢ় ভিত্তি
- পবিত্র আত্মা দ্বারা গঠিত
- বাইবেল পাঠের প্রয়োজনীয়তা
- শাস্ত্র মুখস্ত করিয়া রাখ
- প্রকাশিত বাক্য ১৪ অধ্যায় ঈশ্বরের লোকদের নিমিত্ত একটি নোঙ্গর
- ঈশ্বরের বাক্য বিশ্বাস করিবার নিমিত্ত মনকে সুশিক্ষিত করুন
- ভবিষ্য পরীক্ষা সমূহের নিমিত্ত প্রস্তুতি
- নৈতিক শক্তিসমূহকে নিয়ন্ত্রণ করুন
- হনোকের উদাহরণ
- ঈশ্বরের অতীত আর্শীবাদ সমূহ স্মরণ করুন
- গাম্ভীর্যপূর্ণ অনুচিন্তনের সময়
- বিচারদিন সম্পর্কীয় জীবন যাপন
- খ্রীষ্টের প্রত্যাবর্তনের নিমিত্ত প্রস্তুত
-
- সেবা ও আত্মোসর্গের আত্মা
- “আমি যে পর্য্যন্ত না আসি ব্যবসা কর।”
- প্রতিদিন যেন আমাদের শেষদিনের ন্যায় হয়
- বিবেকবুদ্ধি সম্পন্ন শাব্বাথ পালন
- চাঁদা ও দশমাংশে বিশ্বস্ততা
- মৃতপ্রায় সদয়তা জীবন্ত সদাশয়তার দুর্বল বিকল্প
- নূতন প্রতিষ্ঠান সমূহ স্থাপন করুন
- চিকিসা প্রচার কাৰ্য্য
- ঈশ্বরের লোকেরা তাহাদের স্বাস্থ্যের মূল্য দেয়
- আদি খাদ্যে প্রত্যাবর্তন
- উপবাস ও প্রার্থনা করিবার সময়
- ঈশ্বরের উপরে সম্পূর্ন আস্থা
- পারিবারিক উপাসনা
- জগতের সহিত মেলামেশায় সতর্ক থাকুন
- কোন চুক্তিতে আমাদিগকে আবদ্ধ করা
- যে বিনোদন খ্রীষ্ট অনুমোদন করেন
- উন্নতি সাধনকারী সঙ্গীত
- টেলিভিশন এবং থিয়েটার (নাট্যমঞ্চ)
- পোশাক এবং আভরণ (অলঙ্কার)
- প্রকাশনা সমূহের প্রয়োজন
- আমাদের কাগজে কোন তীক্ষ্ণ আক্রমন নহে
- পার্শ্বপ্রসঙ্গ (গৌণ বিষয়) হইতে সাবধান
- বৈষম্য নহে, একতা জোরদার করুন
- কিরূপে সমালোচকদের মোকাবেলা করিবেন
- ঈশ্বরের বাক্য উচ্চে তুলিয়া ধরুন
-
- ঐশ্বরিক আদর্শ
- শহর হইতে দূরে
- দূরবর্তী অবস্থান সমূহ হইতে শহরগুলিতে কার্য্য করিতে হইবে
- প্রাকৃতিক পরিবেশে উন্নতমানের আশীর্বাদ
- গ্রামে চরিত্র গঠন করা সহজতর
- গ্রামীণ পরিবেশে উত্তম শারীরিক স্বাস্থ্য
- নিজের খাদ্য দ্রব্য নিজেই উপন্ন করুন।
- প্রতিষ্ঠানগুলিকে “বৃহৎ নগরীর বাহিরে” স্থাপন করুন
- কুরাংবং, নিউ সাউথ ওয়েলস
- হান্সভিল, আলাবামা
- বেরিয়ান শ্রীং, মিসিগান
- ষ্টোনহ্যাম, ম্যাসাচুসেটস
- টকোমা পার্ক, ওয়াশিংটন ডি.সি.
- মেডিসন, টেনেসী
- মাউন্টেনভিউ, ক্যালিফোর্ণিয়া
- লোমা লিন্ডা, ক্যালিফোর্ণিয়া
- এ্যাংগুইন, ক্যালিফোর্ণিয়া
-
- আদি (সর্ব প্রথম) মহানগর নির্মাতারা
- নগর সমূহ দুষ্কর্ম্মের বীজতলা
- নগরী সমূহের দন্ডাজ্ঞা আসিতেছে
- ঈশ্বরের লোকদের
- বিপর্য্যয় প্রতিরোধক্ষম অট্টালিকাসমূহ ভষ্মে পরিণত হইবে
- নিউইয়র্ক শহর
- শিকাগো এবং লস এঞ্জেলস্
- সান ফ্রানসিসকো (সানফ্রান্সিসকো)
- সান ফ্রান্সিস্কো এবং ওকল্যান্ড
- অন্যান্য মন্দ নগর সমূহ
- শহরগুলিতে শ্রমিক ইউনিয়নসমূহ
- শ্রমিক ইউনিয়ন অ্যাডভেন্টিষ্টগণের নিমিত্ত সঙ্কটের একটি উৎস
- নগর সমহেূ অনেকে আলো ও সত্যের আকাঙ্খায় রহিয়াছে
- নগরসমূহে একাগ্র (ঐকান্তিক) প্রচেষ্টার প্রয়োজন রহিয়াছে
- সকলে এখনই শহরগুরি পরিত্যাগ করিতে পারে না
- শহরগুলিতে বহু স্কুল, গির্জাঘর এবং রেষ্টুরেন্ট (রেস্তোরা) আবশ্যক
- গ্রামে যাইবার হিড়িক সুপারিশ করা হয় নাই
- শহরগুলি ছাড়িয়া যাইবার সংকটে
- মৃত্যু পরোয়ানা জারী হইবার পরেও কিছু ধার্মিক তখনও শহরসমূহে
-
- ঈশ্বরের ক্ষমতার বিরুদ্ধে শয়তানের চ্যালেঞ্জ
- বিচার্য্য বিষয়ে শাব্বাথ-বিরাট প্রসঙ্গ
- ১৮৮০ দশকে রবিবার আইন আন্দোলন
- রবিবার-আইন সুপারিশকারীগণ বুঝিতে পারতেছেন না তাহারা কি করিতেছেন
- কিছু না করিয়া প্রশান্তিতে বসিয়া থাকিতে হইবে না
- রবিবার আইনকে লেখনী ও ভোট দ্বারা প্রতিবাদ করুন
- যুক্তরাষ্ট্র একটি রবিবার আইন পাস করিবে যখন
- রবিবার আইন সুপরিশকারীগণে ব্যবহৃত যুক্তি সমূহ
- প্রটেষ্টান্টবাদ ও ক্যাথলিকবাদ সম্মিলিতভাবে কার্য্য করিবে
- রবিবার আইন রোমকে সম্মানিত করে
- রোম তাহার হৃত আধিপত্য ফিরিয়া পাইবে
- একটি জাতীয় রবিবার আইনের অর্থ-জাতীয় স্বপক্ষত্যাগ
- জাতীয় স্বপক্ষত্যাগের পরেই জাতীয় ধ্বংস আসিবে।
- বিশ্বজনীন রবিবার আইন প্রণয়ন
- সমগ্র পৃথিবী রবিবার আইনের পৃষ্ঠ পোষকতা করিবে
- খ্রীষ্টিয়ান জগ বিরোধের কেন্দ্র হইবে
- প্রকাশ্য অবাধ্যতা (বিরুদ্ধাচারণ) দেখাইবে না
- রবিবার কার্য্য হইতে বিরত থাক
- রবিবার আধ্যাত্মিক কার্যকলাপে নিয়োজিত থাক
- বিরোধীতায় সত্যের শোভা স্পষ্ট হয়
- আমাদের মনুষ্যদের অপেক্ষা বরং ঈশ্বরের আদেশ পালন করিতে হইবে
-
- ৩৩ পৃষ্ঠায় [of Early Writings] ইহা লিখিত আছে :
- যুক্তরাষ্ট্রে ধর্মীয় স্বাধীনতার সমাপ্তি
- মন্ডলী এবং রাষ্ট্র ঈশ্বরের লোকদের বিরোধিতা করে
- কোর্টের (আদালতের) সম্মুখে
- অ্যাডভেন্টিষ্টগণকে অবজ্ঞার সহিত ব্যবহার করা হইবে
- নানা প্রকার নির্যাতন
- সকল প্রকার জাগতিক (পার্থিব) সমর্থন প্রত্যাহার করা হইবে
- কেহ কেহ তাহাদের বিশ্বাসের নিমিত্ত কারারুদ্ধ হইবে
- অনেককে হত্যা করা হইবে
- কিরূপে নির্যাতনের সময় দৃঢ় থাকা যায়
- নির্যাতন ঈশ্বরের লোকদিগকে ছিন্ন-বিচ্ছিন্ন করে
- সঙ্কট ঈশ্বরের হস্তক্ষেপকে বেশী লক্ষ্যযোগ্য করিয়া তুলে
- দুঃখ কষ্ট ঈশ্বরের লোকদিগকে বিশুদ্ধ করে
-
- খ্রীষ্টধর্মের আবরণে
- এমন কি অ্যাডডেন্টিষ্ট মন্ডলীতেও
- মিথ্যাবাদী আত্মাগণ শাস্ত্রবিরুদ্ধ মতবাদ প্রকাশ করে
- মিথ্যা পুনর্জাগরণ
- সঙ্গীতকে ফাঁদ স্বরূপ পাতা হইয়াছে
- মিথ্যা নানা ভাষায় কথা বলা
- দুষ্ট দূতগণ মনুষ্যরূপে প্রকাশিত
- মৃতদের বেশ ধারণ
- শয়তান যীশুর আকৃতি ধারণ করে
- শয়তান নিখুঁতভাবে খ্রীষ্টের সদৃশ্য হয়
- শয়তান সাধুগণের প্রার্থনার উত্তর দিবার ভান করে
- নকল কিরূপে আসল হইতে পৃথক
- আশ্চর্য্য কাৰ্য সকল সাধিত হইবে
- স্বর্গ হইতে অগ্নি
- শয়তান দেবত্ব প্রাপ্ত হইবে
- আশ্চর্য্য কাৰ্য্য কিছুই প্রমাণ করে না
- আশ্চর্য্য কাৰ্য সকল বাইবেলের স্থলাভিষিক্ত হইতে পারে না।
- প্রতারণাটি প্রায় বিশ্বজনীন
-
- মন্ডলীর সদস্যপদ পরিত্রাণের নিশ্চয়তা নহে
- গম হইতে তুষ পৃথকীকৃত
- তাড়না মন্ডলীকে পরিষ্কার করে
- অল্পজ্ঞ বিশ্বাসীগণ আনুষ্ঠানিকভাবে বিশ্বাস পরিত্যাগ করিবে
- সরল সাক্ষ্য ঝাঁকুনী সৃষ্টি করিবে
- অন্যায় সমালোচনা লোক ক্ষয় করে
- মিথ্যা মতবাদ অনেককে আকর্ষণ করিয়া লইয়া যাইবে
- সাক্ষ্য সমূহ প্রত্যাখানের ফলাফল পদস্খলন
- মন্ডলীর নেতৃবৃন্দের মধ্যে স্বপক্ষত্যাগ
- অপবিত্র পুরোহিতদিগকে বাছিয়া ফেলা হইবে
- মন্ডলীকে মনে হইবে পতনোন্মুখ
- ঈশ্বরের বিশ্বস্তগণ প্রকাশিত হইবে
- নবাগতেরা প্রস্থানকারীদের স্থান গ্রহণ করিবে
-
- আত্মার কার্য্য বৃষ্টির ন্যায়
- পঞ্চাশত্তমীর দিনে অগ্রিম বর্ষার ফলাফল
- শেষ বর্ষার প্রতিজ্ঞা
- শেষ বর্ষা উচ্চরব সৃষ্টি করিবে
- খ । স্বতন্ত্র খ্রীষ্টিয়ানের নিকট ব্যক্তিগত প্রয়োগ
- পবিত্র আত্মা অবতরণের নিমিত্ত আমরা একাগ্রভাবে প্রার্থনা করিব
- আমাদিগকে অবশ্যই প্রকৃত অনুতাপে আমাদের হৃদয় নত করিতে হইবে
- সংস্কার সাধনের সহিত পুনর্জাগরণ থাকা আবশ্যক
- আমাদিগকে অবশ্যই ঝগড়া-বিপদ পরিত্যাগ করিতে হইবে
- পরস্পর প্রেম কর
- সম্পূর্ণ সমর্পন আবশ্যক
- শেষ বর্ষার নিমিত্ত পথ পরিষ্কারকরণ
- খ্রীষ্টের সেবায় সক্রিয় কার্য্যকারী হও
- “পাত্র পরিষ্কার করিয়া পাত্রের মুখ উপরের দিকে রাখ”
- সকলেই শেষ বর্ষা প্রাপ্ত হইবে না
-
- সকল মন্ডলীতে ঈশ্বরের রত্নরাজী রহিয়াছে
- বাবিলের পতন এখনও সম্পূর্ন হয় নাই
- ঈশ্বরের শেষ সতর্কবাণী
- ঈশ্বরের শেষ বার্তার প্রাণ/হৃদয়
- বার্তাটি মহা পরাক্রমের সহিত প্রচারিত হইবে
- ১৮৪৪ খ্রীস্টাব্দের ন্যায় আন্দোলন
- পঞ্চাশত্তমীর দিনের ন্যায়
- ঈশ্বর বহু মাধ্যম নিয়োগ করিবেন যাহা আমাদিগকে আশ্চর্য্য করিবে
- কার্য্যকারীগণ পবিত্র আত্মা দ্বারা প্রশিক্ষিত হয়।
- ঈশ্বর এমন কি অশিক্ষিতদের ও (নিরক্ষরদের) ব্যবহার করেন
- শিশুগণ বার্তা ঘোষণা করে
- দূতগণের পরিচর্য্যা
- ঘোষণার বিশ্বব্যাপী বিস্তার
- রাজন্যবর্গ, বিধানমন্ডলীর সদস্যগণ, পরিষদ মন্ডলী বার্তা শ্রবণ করে
- অনেক অ্যাডভেন্টিষ্ট নিজেদিগকে আলোর বিরুদ্ধে করিবে দৃঢ়
- অধিকাংশ নন-অ্যাডডেন্টিষ্ট সতর্কবাণী প্রত্যাখ্যান করিবে
- বিস্তর লোক আহবানে সাড়া দিবে
- একদিনে সহস্ৰ সহস্ৰ মন পরিবর্তন
- সহৃদয় বিশিষ্টেরা বেশী দিন ইতস্তত করিবে না
- মুদ্রিত পৃষ্ঠার প্রভাব
-
- কেবল দুটি শ্রেণী
- পরিবারের সদস্যগণ পৃথকীকৃত
- আমরা যে আলো পাইয়াছি তদ্বারা বিচারিত হইব
- স্বেচ্ছা অন্ধত্বের নিমিত্ত অব্যহতি নাই
- বাস্তব হিতসংকল্পের প্রয়োজনীয়তা
- উদ্দেশ্য ক্রিয়াকলাপের চরিত্র প্রদান করে
- ঈশ্বরের মুদ্রাঙ্ক
- চরিত্রে খ্রীষ্টের ন্যায়
- এখন মূদ্রাঙ্কনের সময়ে
- পশুর ছাপ
- কখন পশুর ছাপ প্রাপ্ত হয়
- রবিবার পালন বলবৎ করনই পরীক্ষা
-
- কেহ জানেনা কখন পরিত্রাণের দ্বার রূদ্ধ হইবে
- পরিত্রানের দ্বার রুদ্ধ হইবার পূর্বে রবিবার আইন বলবৎ হইবে
- যখন মুদ্রাঙ্কন সমাপ্ত হইবে তখন পরিত্রাণের দ্বার রুদ্ধ হইবে
- অকস্মা, অপ্রত্যাশিত পরিত্রাণের দ্বার রুদ্ধ হইবে
- পরিত্রাণের দ্বার রুদ্ধ হইবার পরে মনুষ্যদের কার্য্যকলাপ
- অবিশ্বাস ও নিষিদ্ধ ভোগসুখ রত
- মনুষ্যেরা সম্পূর্ণ ভাবে ব্যবসায় মগ্ন থাকিবে
- ধর্মীয় নেতাগণ আশাবাদ পূর্ণ হইবে
- শয়তান অনুমান করে যে পরিত্রাণের দ্বার রুদ্ধ হইয়াছে
- বাক্যের নিমিত্ত একটি দুর্ভিক্ষ
- দুষ্ট দিগের নিমিত্ত আর কোন প্রার্থনা নহে
- চরিত্র বদল করা সম্ভব নহে
- আরও একটি অবেক্ষা / দুষ্টদিগের প্রত্যয় উৎপাদন করিতে পারিবে না
-
- ঈশ্বরের রোষের বাটি গুলি ঢালিয়া দেওয়া হইবে
- জাতিগণ যুদ্ধরত
- সমগ্র পৃথিবী ধ্বংসের সহিত জড়িত থাকিবে
- ঈশ্বর যেরূপ ন্যায় পরায়ণ সেরূপ করুণাময়
- ঈশ্বরের বিচারের নিশ্চয়তা
- ঈশ্বর যখন তাঁহার সংরক্ষণ ব্যবস্থা তুলিয়া ফেলেন তখন দন্ডাজ্ঞা সমূহ আইসে
- কখন কখন পবিত্র দূতগণ ধ্বংসাত্বক শক্তি ব্যবহার করেন
- প্রথম দুইটি আঘাত
- তৃতীয় আঘাত
- চতুর্থ আঘাত
- পঞ্চম আঘাত
- ঈশ্বরের ব্যবস্থা আকাশে প্রকাশিত
- পরাজিতগণ তাহাদের ভাক্ত মেষ পালকগণকে অভিশাপ দেয়
- ষষ্ঠ আঘাত
- ভাল এবং মন্দের মধ্যে শেষ মহাযুদ্ধ
- সমগ্র পৃথিবী যে কোন একদলে একত্রিত হইবে
- সপ্তম আঘাত
-
- পরিত্রাণের দ্বার রুদ্ধ হইবার পরে মহা সঙ্কটের সময় আরম্ভ হইবে
- ঈশ্বরের লোকেরা তাহাদের সম্মুখের পরীক্ষার সময়ের নিমিত্ত প্রস্তুত
- উপলব্ধির ক্ষমতার বাহিরে, এত ভয়াবহ
- সঙ্কটকালের পূর্বেই অনেককে কবরে শয়ান হইয়াছে
- শয়তানের লক্ষ্য : সকল শাব্বাথ পালনকারীকে ধ্বংস
- ঈশ্বরের লোকদের বিরূদ্ধে ব্যবহৃত যুক্তিসমূহ
- যাহারা রবিবারকে মান্য করিবে না তাহাদের সকলের নিমিত্ত মৃত্যু
- অহশ্বেরশ কর্তৃক জারিকৃত আদেশের ন্যায় মৃত্যুর আদেশ
- অবশিষ্টেরা ঈশ্বরকে তাহাদের প্রতিরক্ষার উপায় করিয়াছে
- ঈশ্বরের লোকেরা সকল শহর ছাড়িয়া পলায়ন করে; অনেকে কারারূদ্ধ
- বাড়ীঘর ও জমিজমা কোন কাজে আসিবেনা
- যাকোবের সঙ্কট কালের ন্যায়
- ধার্মিকগণের প্রকাশ করিবার মত কোন গুপ্ত পাপ নাই
- সাধুগণ তাহাদের জীবন হারাইবে না।
- ঈশ্বর যোগাইবেন
- মধ্যস্থতাকারীবিহীন, কিন্তু খ্রীষ্টের সহিত অবিরত যোগাযোগ
- ঈশ্বরের লোকেরা কোন পাপপূর্ণ বাসনা লালন করিবে না
- নিজের বিরূদ্ধে সংগ্রাম চলিতেছে
- ১,৪৪,০০০ জন (এক লক্ষ চুয়াল্লিশ সহস্র লোক )
- ঈশ্বরের লোকেরা মুক্ত
-
- সপ্তম আঘাত এবং বিশেষ পুনরুত্থান
- ঈশ্বর খ্রীষ্টের আগমনের সময় ঘোষণা করেন
- সর্বনাশগ্রন্তদিগের আতঙ্ক
- যীশু পরাক্রম ও প্রতাপের সহিত অবতরণ করেন
- যাহারা তাহাকে বিদ্ধ করিয়াছিল তাহাদের প্রতিক্রিয়া
- হে নিদ্রাগত ব্যক্তি, জাগ্রত হও
- গুহা এবং গহবর এবং অন্ধকার কারাগার হইতে
- পর্বতমালা এবং খনিসমূহ এবং মহাসাগরের গভীরতা হইতে
- দুষ্টেরা নিহত
- দুষ্টগণের ধ্বংস সাধন একটি দয়ার কার্য্য
- গৃহাভিমুখে
- দূতগণ গাহে, খ্রীষ্ট জয় করিয়াছে।
- সাধুগণকে মুকুট এবং বীণা দান
-
- প্রভুর নিকট হইতে একটি উপহার
- আমরা কেন আগামী পৃথিবীর বিষয় চিন্তা করিব
- খ্রীষ্টিয়ানের প্রেরণা/উদ্দেশ্য/ অভিপ্রায়
- একটি খাঁটি এবং বাস্তব স্থান
- অবর্ণণীয় গৌরব
- নদীনালা, পর্বতমালা এবং বৃক্ষরাজি
- ফুল, ফল এবং জীবজন্তু
- অনন্ত যৌবনের প্রাণশক্তি
- সুখ নিশ্চিত
- মুক্তি প্রাপ্তদিগের পরিচিতি সংরক্ষিত
- একটি লালিমা মন্ডিত গাত্রবর্ণ এবং একটি উজ্জ্বল পরিচ্ছদ
- স্বর্গে আমাদের পরিবারবর্গকে দেখিবার আনন্দ
- শিশু ও প্রতিবন্ধীগণের (জরবুদ্ধি) পরিত্রাণ
- বিশ্বস্ত মাতাগণের প্রতি শ্রদ্ধা
- আত্মালাভকারীগণের পুরস্কার
- আমাদের স্বাভাবিক প্রবণতা অপরিবর্তিত
- স্বর্গের শান্তিপূর্ণ এবং প্রীতিপূর্ণ আবহমণ্ডল
- প্রলোভন নাই এবং পাপ নাই
- পিতা এবং পুত্রের সহিত যোগাযোগ / আলাপ
- দূতগণ এবং সর্বযুগের বিশ্বস্তগণের সহিত সহভাগিতা
- অপতিত ব্যক্তি বর্গের নিকট সাক্ষ্য বহন
- সমৃদ্ধ সুরেলা সঙ্গীতে ঈশ্বরের প্রশংসা
- বিশ্বের সম্পদ অন্বেষণ
- পবিত্র ইতিহাস পুনরালোচিত
- জীবনের জটিল বিষয় সকলের ব্যাখ্যাদান
- প্রত্যেকটি উত্তম কার্য্যের বহিঃপ্রকাশ
- আমাদের আনন্দ বিরামহীন ভাবে বৃদ্ধি পাইবে
- নিখিল বিশ্ব ঘোষণা করে যে ঈশ্বর প্রেম