Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
শেষকালিন ঘটনাবলি - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    সাধুগণকে মুকুট এবং বীণা দান

    আমি দেখিলাম বহু সংখ্যক দূতগণ নগর হইতে গৌরবমন্ডিত মুকুট আনিতেছেন প্রত্যেক সাধুর নিমিত্ত তাহার নামাঙ্কিত একটি মুকুট । যীশু যখন মুকুটের নিমিত্ত আহবান করেন তখন দূতগণ তাহা তাঁহার নিকট উপস্থিত করে এবং তাঁহার নিজ দক্ষিণ হস্ত দ্বারা প্রিয় যীশু সাধুগণের মস্তকে মুকুটগুলি স্থাপন করেন। —EW 288 (1858).LDEBeng 199.1

    কাঁচময় সমুদ্রে ১,৪৪,০০০ জন একটি নিখুঁত বর্গাকারে দাঁড়াইল। কাহারও কাহারও মুকুট খুবই উজ্জ্বল ছিল অন্যান্যদিগের গুলি তত উজ্জ্বল ছিলনা। কতকগুলি মুকুট বহুতারকায় ভারী ছিল আর কতকগুলি অল্প কয়েকটি তারকা ছিল। সকলেই তাহাদের মুকুটে সম্পূর্ণ সন্তুষ্ট ছিল। —EW 16,17 (1851).LDEBeng 199.2

    জীবন মুকুট আমাদের নিজেদের কার্য্যানুসারে সমুজ্জ্বল বা অনুজ্জ্বল বহু তারকায় চমকিত বা কয়েকটি রত্বে আলোকিত থাকিবে। — 6 BC 1105 (1895).LDEBeng 199.3

    স্বর্গে তারকাশূন্য কোন মুক্তি প্রাপ্ত থাকিবে না। তুমি যদি প্রবেশ কর গৌরব প্রাঙ্গণে এমন আত্মাকে পাওয়া যাইবে, যে তোমার দ্বারা সেই স্থানে প্রবেশ করিবার সুযোগ পাইয়াছে। —ST June 6, 1892.LDEBeng 199.4

    ঈশ্বরের নগরে প্রবেশের পূর্বে ত্রাণকর্তা তাহার অনুগামী দিগকে বিজয়ের প্রতীক প্রদান করিবেন এবং তাহাদের উপরে রাজকীয় পদমর্য্যাদা সূচক চিহ্ন স্থাপন করিবেন। রাজার চতুর্দিকে চমকিত শ্রেণী গুলি একটি ফাঁকা বর্গক্ষেত্র রূপ করিল।..... বিজয়ীগণের শিরে, যীশু তাঁহার নিজ দক্ষিণ হস্ত দ্বারা গৌরব মুকুট স্থাপন করিবেন ।....প্রত্যেক হস্তে বিজয়ীর খর্জ্জর পত্র এবং উজ্জ্বল বীনা প্রদত্ত হইল । যখন পরিচালক দূত সুর সঙ্কেত দিলেন, প্রত্যেক হস্তে দক্ষ স্পর্শে মধুর স্বরে সুমধুর সুরের মুর্ছনা সৃষ্টি করিল । .মুক্তি প্রাপ্ত জনতার সম্মুখে পবিত্র নগরী। যীশু মুক্তা খচিত ফটকগুলি সম্পূর্ণ খুলিয়া দেন এবং সত্য পালনকারী জাতিগণ ভিতরে প্রবেশ করে। - GC 645, 646 (1911).LDEBeng 199.5