Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
শেষকালিন ঘটনাবলি - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    দায়িত্ব বন্টন করিবার জোরালো সুপারিশ

    আমরা এখন পুনসংগঠিতকরণ চাহি। আমরা ভিত্তি হইতে আরম্ভ করিয়া ভিন্ন নীতির উপর গড়িয়া তুলিতে চাহি ।........LDEBeng 40.1

    বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষাঙ্গণে, বিভিন্ন এলাকার ও রাষ্ট্রের কনফারেন্স গুলিতে ব্যক্তিবর্গ নেতৃত্ব দিতেছেন। এই ব্যক্তিবর্গ প্রতিনিধিত্বকারী রূপে দন্ডায়মান থাকিবেন, এবং যে সকল পরিকল্পনা বাস্তবায়ন করা হইবে তাহা গঠন সজ্জিত করিতে বক্তব্য রাখিবেন। সমগ্র ক্ষেত্রে বিবেচনা করিতে এক, দুই বা তিনের অধিক ব্যক্তি থাকিতে হইবে। কার্য্যটি বিরাট, এবং যে কার্য্য করিতে হইবে সেই কার্য্য এক মনুষ্য চিন্তা দ্বারা পরিকল্পিত হইতে পারে না ।LDEBeng 40.2

    আমি এখন বলিতে চাহি, কার্য্যের এই শাখা বা ঐ শাখা নিয়ন্ত্রণ করিতে ঈশ্বর আমাদের স্তরে কোন রাজকীয় ক্ষমতা রাখেন নাই। প্রতিটি সারিতে নিয়ন্ত্রণের প্রচেষ্টা কাৰ্য্যকে ভীষণভাবে বাধাগ্রস্ত করিতেছে। একটি জীর্ণসংস্কার, একটি পুনসংগঠিতকরণ এবং কমিটি গুলিতে প্রয়োজনীয় শক্তি ও বল আনয়ন করিতে হইবে।এপ্রিল ২,১৯০১ খ্রীষ্টাব্দে ব্যাটলক্রীকে অনুষ্ঠিত জেনারেল কনফারেন্সের অধিবেশনে ঈলেন হোয়াইটের উদ্বোধনী ভাষণ হইতে । - GCB April 3, 1901, PP. 25, 26.LDEBeng 40.3

    নূতন কন্ফারেন্সসমূহ গঠন করিতে হইবে। অস্ট্রেলেশিয়ায় ইউনিয়ন কনফারেন্স গঠন ঈশ্বরের আদেশের মধ্যে ছিল....পরামর্শের নিমিত্ত হাজার হাজার মাইল দূরবর্তী ব্যাটল ক্রীকে পাঠাইয়া সপ্তাহের পর সপ্তাহ উত্তরের অপেক্ষায় থাকার কোন প্রয়োজন নাই । যাহারা ঐ ক্ষেত্রে কার্য্য করে তাহারাই সিদ্ধান্ত গ্রহণ করিবে কী করিতে হইবে। -GCB April 5, 1901 pp. 69, 70.LDEBeng 40.4